Class 6 | বল শক্তি প্রাথমিক ধারণা । স্থিতি গতি ও শক্তির ধারণা | শক্তির রূপান্তর | শক্তি শৃঙ্খলের ধারনা| শক্তি সমস্যা| প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল ।
- গাছ থেকে ফুল তুললে তা টানা বল না ঠেলা বল ?
- জামার বোতাম খুললে তা টানা বল না ঠেলা বল ?
- এস আই পদ্ধতিতে বলের একক কি?
- সিজিএস পদ্ধতিতে বলের একক কি?
- চৌম্বক পদার্থ কাকে বলে ? উদাহরণ দাও।
- এস আই পদ্ধতিতে ওজনের একক কি?
- আমরা শক্তি কোথা থেকে?
- পৃথিবীর সকল শক্তির উৎস কি?
- বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে?
- স্থিতি শক্তি কাকে বলে?
- গতিশক্তি কাকে বলে?
- শক্তি কয় প্রকার ও কি কি ?
- ঘন্টা বাজানো হচ্ছে এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে?
- চুম্বকের পেরেক আটকে যাওয়া কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর?
- পোড়া চুনের জল দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- বাল্ব জ্বলে এটিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- ইলেকট্রিক ইস্ত্রিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- সোলার কুকার চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- ব্যাটারীতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে এবং খাদ্যের মধ্যে সঞ্চয় করে?
- সর্বভুক প্রাণী কাদের বলে দুটি উদাহরণ দাও।
- খাদ্য শৃংখল কাকে বলে?
- খাদ্য শৃংখল এর সবচেয়ে নিচের সারিতে কারা রয়েছে?
- খাদ্যজাল কাকে বলে?
- পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?
- লিন্দে ম্যান এর 10 শতাংশ সূত্রটি লেখ।
- লিন্দে মানের সূত্র অনুযায়ী বাকি 90% শক্তির কি ব্যবহার হয়
- কে প্রথম দেখিয়েছিলেন এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেল এ স্থানান্তরের সময় শক্তির অপচয় কতটা হয়?
- নবীকরণ যোগ্য শক্তি উৎস কাকে বলে উদাহরণ দাও।
- ও নবীকরণ যোগ্য শক্তি উৎস কাকে বলে উদাহরণ দাও।
- ঘর্ষণের ফলে বস্তুর ---------- হয় ।
- ঘর্ষণ বল বস্তুর --------------- ক্রিয়া করে ।