বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

Education | Class 8 | তড়িৎ এর রাসায়নিক প্রভাব

Education | Class 8 | তড়িৎ এর রাসায়নিক প্রভাব গ্যালভানাইজড লোহা কাকে বলে LED ব্যবহার এর দুটি সুবিধা লেখ ?
  • তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ

    1. LED ব্যবহার এর দুটি সুবিধা লেখ ? Ans. LED ব্যবহার করলে তার দীর্ঘদিন ধরে চলে। সহজে ভাঙ্গার কোন অসুবিধা নেই। বৈদ্যুতিক খরচ অনেক কম হয়। একটি এলইডি বাল্ব কখনো কুড়ি বছর পর্যন্ত চলে।
    2. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও  ? Ans. যে সমস্ত পদার্থ গুলি তো বাত জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহন করার সময় ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন হয় তাকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। লবণ ও বিভিন্ন রকমের তড়িৎযোজী যৌগ যেমন সালফিউরিক অ্যাসিড।
    3. নিচের প্রদত্ত গুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য নয় জল, কেরোসিন, অ্যাসিড, লবণ জল । Ans. জল কেরোসিন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়।
    4. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকার ও কি কি ? Ans. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই প্রকার।প্রথমত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও দ্বিতীয়তঃ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
    5. দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও ।
    6. দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
    7. সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ কোন কোন আয়ন দেয়/জলের লবণ গুলে কি কি আয়ন তৈরি হয় ?
    8. ধনাত্মক তড়িৎদ্বার কে ---- বলে।
    9. বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষ্য/ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ।
    10. জলে লবন মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে তা লেখ ।
    11. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষনে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?
    12. তড়িৎ বিশ্লেষণ এর দুটি ব্যবহার লেখ ?
    13. তড়িৎ লেপন কাকে বলে ?
    14. গ্যালভানাইজড লোহা কাকে বলে ?

    About the Author

    Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.