বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[QnA] Class VI Geography Chapter 5 | জল - স্থল - বাতাস | অধ্যায় 5 : আমাদের পৃথিবী বই প্রশ্ন উত্তর

[QnA] Class VI Geography Chapter 5 | জল - স্থল - বাতাস | অধ্যায় 5 : আমাদের পৃথিবী বই | বায়ুমণ্ডলের স্তর
Class VI geography Chapter 5

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি আমাদের পৃথিবী বইয়ের অধ্যায়ঃ ৫ "জল - স্থল - বাতাস" এ প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।

1. পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তর কে কি বলে?
উত্তর : বায়ুমণ্ডল।
2. ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত বাতাসের অস্তিত্ব রয়েছে?
উত্তর : 10000 কিমি।
3. বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
উত্তর : 78 % ।
4. বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
উত্তর : 20 শতাংশ।
5. ভূপৃষ্ঠ থেকে ১৬ কিমি উচ্চতা পর্যন্ত রয়েছে ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার / মেসোস্ফিয়ার।
উত্তর : ট্রপোস্ফিয়ার
6. কোন স্তরের আরেক নাম ক্ষুব্ধ মন্ডল?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
7. ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রার কি পরিবর্তন হয়?
উত্তর : তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে।
8. স্ট্র্যাটোস্ফিয়ার স্তর এর ব্যাপ্তি লেখো।
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার স্তর টি ট্রপোস্ফিয়ার এর উপরে, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এর ব্যাপ্তি 16 কিমি উচ্চতা থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত।
9. বায়ুমন্ডলের কোন স্তরের আরেক নাম শান্ত মন্ডল?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
10. বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন গুলো চলাচল করে?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
11. স্ট্র্যাটোস্ফিয়ার তরে উচ্চতা বাড়লে তাপমাত্রার কি পরিবর্তন হয়?
উত্তর : উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে।
12. ওজোন স্তর কত কিমি থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে 20 কিমি উচ্চতা থেকে 25 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থিত। এটি সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের পৃথিবীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
13. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝের স্তরকে কি বলে?
উত্তর : ট্রপোপজ বলে।
14. বায়ুমণ্ডলের সবথেকে শীতল স্তর কোনটি?
উত্তর : মেসোস্ফিয়ার।
15. মেসোস্ফিয়ার স্তরটি কত কিমি থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত?
উত্তর : মমেসোস্ফিয়ার স্তরটি 50 কিমি উচ্চতা থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
16. মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার কি পরিবর্তন হয়?
উত্তর : তাপমাত্রা কমতে থাকে।
17. থার্মোস্ফিয়ার এর আকাশ কালো কেন?
উত্তর : এখানে বাতাস নেই বলে।
18. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর : আয়নাস্ফিয়ার।
19. বায়ুমন্ডলের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর : এক্সপোস্ফিয়ার।
20. বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন গুলি স্থাপন করা হয়?
উত্তর : এক্সোস্ফিয়ার।
21. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তর : আয়োনোস্ফিয়ার বা থারমোস্ফিয়ার ।
22. মাউন্ট এভারেস্টের চূড়া বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ারে।
23. নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা _____।
উত্তর : বায়ুর স্তর
24. বায়ুমণ্ডলের 97 ভাগ বাতাসই আছে ভূপৃষ্ঠ থেকে প্রথম ____ কিমির মধ্যে।
উত্তর : 27 কিমির মধ্যে ।
25. বাতাসের বেশিরভাগটা রয়েছে যে গ্যাস তা হল - হাইড্রোজেন / অক্সিজেন / হিলিয়াম / নাইট্রোজেন
উত্তর : নাইট্রোজেন।
26. দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?
উত্তর : বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা, এইগুলোই ধাক্কা খেয়ে সূর্যের আলো ৭ রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সবথেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়। তাই আকাশকে নীল দেখায়।
27. পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদানগুলির কি কি?
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলের শতকরা 78 ভাগ নাইট্রোজেন। এছাড়া শতকরা ২১ ভাগ অক্সিজেন। এছাড়াও রয়েছে আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাই অক্সাইড , জলীয় বাষ্প ও ধূলিকণা ইত্যাদি।
28. পৃথিবীর বায়ুমণ্ডলের কয়টি স্তর ও কি কি?
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলের পাঁচটি স্তর। যথা: (i) ট্রপোস্ফিয়ার (ii) স্ট্র্যাটোস্ফিয়ার (iii) মেসোস্ফিয়ার (iv) থার্মোসস্ফিয়ার ও (v) এক্সস্ফিয়ার।
29. ট্রপোস্ফিয়ারের আরেক নাম ক্ষুব্ধমন্ডল কেন?
উত্তর : ট্রপোস্ফিয়ার স্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকমফের দেখা যায়। তাই ট্রপোস্ফিয়ার এর আরেক নাম ক্ষুব্ধমন্ডল।
30. স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে থাকা কোন স্তর পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে?
উত্তর : ওজোন স্তর।
31. থার্মোস্ফিয়ার এর আরেক নাম কি এবং কেন?
উত্তর : থার্মোস্ফিয়ার এর আরেক নাম আয়োনোস্ফিয়ার বা আয়নমন্ডল। এই স্তরে বিভিন্ন গ্যাস আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরের আরেক নাম আয়োনোস্ফিয়ার।
32. বায়ুমণ্ডল না থাকলে কি হত?
উত্তর : পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী প্রাণহীন হয়ে যেত কারণ বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণীকেই বাঁচতে পারবে না। সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। উল্কা বায়ুমন্ডলে পুড়ে ছাই না হয়ে বরং সরাসরি পৃথিবীতে এসে পড়তো। এতে পৃথিবীর ক্ষতি হতো। অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসতো।
33. আজ থেকে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল?
উত্তর : ৪৬০ কোটি বছর আগে।
34. পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটা ______ ।
উত্তর : ভূ-ত্বক
35. ভূত্বকের কত ভাগ স্থল ?
উত্তর : চার ভাগের মধ্যে এক ভাগ।
36. স্থলভাগ কে শিলামন্ডল বলে কেন?
উত্তর : স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাই একে শিলামন্ডল বা লিথোস্ফিয়ার বলা হয়।
37. হাজার হাজার বছর ধরে শিলা ভয় পেয়ে চূর্ণ হয়ে ____ তৈরি হয়।
উত্তর : মাটি।
38. স্থলভাগের গুরুত্ব লেখো । অথবা, ভূত্বকের গুরুত্ব লেখো।
উত্তর : উদ্ভিদ, প্রাণী সবারই জীবন মৃত্যু স্থলভাগের ওপর নির্ভরশীল। মাটি থেকে পুষ্টি নিয়ে গাছ খাদ্য তৈরি করে। আবার অন্য প্রাণীরাও উদ্ভিদের ওপর নির্ভর করে বেঁচে থাকে। শিলামন্ডল থেকে আমরা বিভিন্ন দরকারী ধাতু খনিজ পদার্থ ( যেমন লোহা তামা সোনা চুনা পাথর ইত্যাদি ) পাই। মাটি র নিচের কয়লা খনিজদের প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
39. পৃথিবীর বিশাল জলভান্ডার কে একত্রে কি বলে?
উত্তর : বারিমন্ডল ( hydrosphere )।
40. পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
উত্তর : পৃথিবীর চারভাগের তিন ভাগই জল। তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোন গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না। তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
41. পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কবে ঘটেছিল এবং কোথায়?
উত্তর : আজ থেকে প্রায় ৩০ কোটি বছর আগে সমুদ্রের নোনা জলে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল।
42. পৃথিবীর শতকরা কত শতাংশ জল সমুদ্রে রয়েছে?
উত্তর : 97 % ।
43. জলচক্র কাকে বলে ?
উত্তর : পৃথিবীতে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষার বা বরফ রূপে পৃথিবীতে বিরাজ করে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে।
44. আসলে মহাদেশ গুলো স্থির নয়।
উত্তর : সত্য ।
45. মহাদেশগুলো বছরে কি পরিমান পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে?
উত্তর : প্রায় 2 - 20 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে।
46. কোটি কোটি বছর আগেকার অখন্ড স্থলভাগ কে কি বলা হয়?
উত্তর : প্যানজিয়া।
47. কোটি কোটি বছর আগেকার অখন্ড জলভাগ বা মহা-মহাসাগরকে কি বলা হয়?
উত্তর : প্যানথালাসা।
48. মহাদেশ সঞ্চারনের মূল কারণ কি?
উত্তর : গুরুমন্ডলের পরিচলন স্রোত।
49. পৃথিবীতে কয়টি মহাদেশ ও কি কি?
উত্তর : পৃথিবীতে সাতটি মহাদেশ। আয়তন অনুযায়ী : এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্টিকা, ইউরোপ, ওশিয়ানিয়া।
50. বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর : এশিয়া।
51. এশিয়া মহাদেশের প্রধান পর্বতশ্রেণী কোনটি?
উত্তর : হিমালয় পর্বতশ্রেণী।
52. দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি?
উত্তর : আমাজন।
53. ক্ষুদ্রতম মহাদেশের নাম লেখ।
উত্তর : ওশিয়ানিয়া।
54. উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি?
উত্তর : রকি।
55. ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলে?
উত্তর : ইউরোপ ও এশিয়াকে একত্রে ইউরেশিয়া বলে।
56. পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর নাম কি?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
57. আয়তনের বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর : আটলান্টিক মহাসাগর।
58. আয়তনের বিচারে ভারত মহাসাগর কততম স্থানে?
উত্তর : তৃতীয় স্থানে।
59. পৃথিবীতে স্থলভাগ – ৭১ % / ৬১ % / ৫০ % / ২৯ %
উত্তর : 0.29
60. সমুদ্রের জলতলের উচ্চতা কত?
উত্তর : শূন্য ( 0 ) ।
61. বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর ক্ষতিকারক প্রভাব লেখ।
উত্তর : গ্রিনহাউজ গ্যাস ( যেমন, কার্বন-ডাই-অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড , CFC) গুলি বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণ তাকে বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্বউষ্ণায়ন এর প্রভাব: সমুদ্রের জল তলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্বউষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপ প্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে।
62. কোন গ্যাস ওজোন স্তরের ক্ষয় করে?
উত্তর : ক্লোরো ফ্লুরো কার্বন ( CFC) ।

আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.