বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

1971 সালের আগের ভোটার লিস্ট ডাউনলোড | 2002 সালেরও সহজে । পুরাতন ভোটার লিস্ট এখন ডাউনলোড করা খুব সহজ | How to download old voter list 2002 West Bengal before 1971 | voter list 1971 west bengal pdf | voter list 1971

1971 সালের ভোটার লিস্ট ডাউনলোড করো খুব সহজে। পুরাতন ভোটার লিস্ট এখন ডাউনলোড করা খুব সহজ | How to download old voter list West Bengal before 1971

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হলো একটি নতুন ওয়েবসাইট (oldelectoralrolls.wb.gov.in) যেখানে আপনি ডাউনলোড করতে পারবেন 971 সালের আগের ভোটার লিস্টের পিডিএফ ফাইল।

কিভাবে 1971 সালের আগের ভোটার লিস্ট ডাউনলোড করবে

1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত সমস্ত জেলার সমস্ত বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে

কিভাবে ডাউনলোড করবে

ওয়েবসাইট খোলার পর নিচের ছবির মত একটা এন্টারফেস আসবে। সেখানে প্রথমে কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। কিছুক্ষণের মধ্যে ওয়েব পেজ রিফ্রেশ হবে তারপরে তোমাকে তোমার জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পরেই তোমার সমস্ত বিধানসভার লিস্ট সিঙ্ক হয়ে যাবে। তারপর তোমার কাঙ্খিত বিধানসভা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।


1971 সালের আগের  ভোটার লিস্ট ডাউনলোড


সার্চ বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত একটা ইন্টারফেস আসবে। সেখানে পরিষ্কার পিডিএফ এর নাম ও কত পৃষ্ঠার পিডিএফ টা উল্লেখ করা থাকবে।


West Bengal old voter list PDF download


লিংক এর উপরে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ওয়েবসাইটের সার্ভার অত্যন্ত স্লো হওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে।পিডিএস এর সাইজ অনুযায়ী এবং তোমার ইন্টারনেট স্পিড অনুযায়ী তোমাকে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড হওয়া পর্যন্ত।


ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ক্রোম ফায়ারফক্স ও অপেরা মিনি ব্রাউজার দিয়ে সব থেকে ভালো এই ওয়েবসাইটটি সার্ফ করা যাবে।


বন্ধুরা আশা করি পোস্টটি পড়ে তোমাদের ভালো লেগেছে। যদি পোস্টটি পড়ে তোমরা কোন ভাবে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া এই ধরনের নতুন নতুন পোস্ট জানার জন্য ধন্যবাদ।


Tag:  West Bengal voter list download 1952 | voter list 1971 west bengal pdf | voter list 1971West Bengal old voter list PDF download |  West Bengal voter list 1971  | How to download West Bengal voter list 1952  |  Download voter list before 1971 West Bengal  |  Download voter list of old for official use |  WB voter list 1958  |  Old voter list 1951 download West Bengal

voter list 1971 west bengal pdf | voter list 1952 to 1971

📥 পুরানো ভোটার তালিকা (২০০২) ডাউনলোড করুন

আপনি কি ২০০২ সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা খুঁজছেন? এই পেজে আপনি সহজেই জেলায় জেলায় ভাগ করা পুরাতন ভোটার তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

এটি পুরাতন রেকর্ড যাচাই, ঠিকানা মিলিয়ে দেখা অথবা পরিবারের পুরানো ভোটারদের তথ্য খোঁজার জন্য বিশেষভাবে উপযোগী। সম্পূর্ণত: সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহযোগ্য।

🔗 2002 সালের ডাউনলোড করুন

🔒 তথ্য সম্পূর্ণরূপে নিরাপদ এবং সরকারি উৎস থেকে নেওয়া হয়েছে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.