বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

শিলার ব্যাবহার কি | যেকোনাে পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ

শিলার ব্যাবহার কি | যেকোনাে পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করি। সিমেন্ট তৈরি করতে চুনাপাথর (পাললিক শিলা) ব্যাবহৃত হয়। লেখার কাজে শ্লেটে লেখার পেন্সিল (পাললিক শিলা) বিল্ডিং তৈরির উপাদান হিসাবে (বালির প্রস্তর) (পাললিক শিলা)। মূর্তি নির্মাণে গ্রানাইট শিলা ব্যবহৃত হয়। বিভিন্ন স্থাপত্য পাঁচিল ও মূর্তি নির্মাণে চুনাপাথর ব্যবহৃত হয়। বাড়ির ছাদ নির্মাণে সিলেট পাথর ব্যবহৃত হয়। বাথ স্ক্রাব (পিউমিস) ( অগ্নেয় শিলা) কার্ব স্টোন হিসাবে রাস্তার ধার তৈরিতে (গ্রানাইট) (অগ্নেয় শিলা) রেল লাইন তৈরি, প্রাচীর তৈরিতে ব্যাসল্ট শিলা ব্যবহৃত হয়। ছাদ উপকরণ , খোয়া হিসেবে (স্লেট পাথর) (রূপান্তরিত শিলা) মূর্তি / অলঙ্কার / সজ্জা নির্মাণে (মার্বেল পাথর (রূপান্তরিত শিলা) কিছু শিলা পর্যটকদের আকর্ষণীয় সাইট হিসাবে কাজ করে।
শিলার অনেক ব্যাবহার আছে তবে সেগুলির কয়েকটি আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখতে পাই নীচে উদ্ধৃত করা হল:

শিলা কি কি কাজে লাগে ? শিলার পাঁচটি ব্যবহার লেখ


Loading image

শিলার ব্যাবহার :


  •  সিমেন্ট তৈরি করতে চুনাপাথর  (পাললিক শিলা) ব্যাবহৃত হয়।
  •  লেখার কাজে শ্লেটে লেখার পেন্সিল (পাললিক শিলা)
  •  বিল্ডিং তৈরির উপাদান হিসাবে (বালির প্রস্তর) (পাললিক শিলা)।
  •  মূর্তি নির্মাণে গ্রানাইট শিলা ব্যবহৃত হয়।
  •  বিভিন্ন স্থাপত্য পাঁচিল ও মূর্তি নির্মাণে চুনাপাথর ব্যবহৃত হয়।
  •  বাড়ির ছাদ নির্মাণে সিলেট পাথর ব্যবহৃত হয়।
  •  বাথ স্ক্রাব (পিউমিস) ( অগ্নেয় শিলা)
  •  কার্ব স্টোন হিসাবে রাস্তার ধার তৈরিতে (গ্রানাইট) (অগ্নেয় শিলা)
  •  রেল লাইন তৈরি, প্রাচীর তৈরিতে ব্যাসল্ট শিলা ব্যবহৃত হয়।
  • ছাদ উপকরণ , খোয়া হিসেবে  (স্লেট পাথর) (রূপান্তরিত শিলা)
  • মূর্তি / অলঙ্কার / সজ্জা নির্মাণে (মার্বেল পাথর  (রূপান্তরিত শিলা)
  • কিছু শিলা পর্যটকদের আকর্ষণীয় সাইট হিসাবে কাজ করে।
এছাড়াও শিলার প্রচুর ব্যবহার আছে । শিলার মধ্যে পাওয়া যায় বিভিন্ন প্রকার মূল্যবান খনিজ।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.