বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

🎓 পঞ্চম শ্রেণি [আমাদের পরিবেশ ] দ্বিতীয় ইউনিট প্রশ্নোত্তর | ৩৫০+ প্রশ্ন উত্তর | Class V Amader poribesh 2nd summative note 100% Common

পঞ্চম শ্রেণির ‘আমাদের পরিবেশ’ দ্বিতীয় সামষ্টিক মূল্যায়নের জন্য ৩৫০+ কমন প্রশ্নোত্তর, পৃষ্ঠা নম্বর ও প্রশ্ন ব্যাংক সমাধানসহ
📘 পঞ্চম শ্রেণির “আমাদের পরিবেশ” বিষয়টির দ্বিতীয় সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন?
তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন! এখানে থাকছে ৩৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা পাঠ্যবই অনুসারে সাজানো হয়েছে — প্রতিটি প্রশ্নের সঙ্গে রয়েছে পৃষ্ঠা নম্বর, অতি সম্ভাব্য প্রশ্ন, এবং প্রশ্ন ব্যাংকের সম্পূর্ণ সমাধান।

✅ প্রতিটি উত্তর সহজ ও পরীক্ষাভিত্তিক ভাষায় লেখা
✅ অধ্যায়ভিত্তিক সাজানো, ১০০% কমন পড়ার নিশ্চয়তা
✅ MCQ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের সমন্বয়
✅ ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের জন্য একদম পারফেক্ট রিভিশন গাইড

এখনই পড়ে ফেলুন আর পরীক্ষায় পান সেরা ফলাফল! 📚🌱

সমস্ত প্রশ্নের ছবিসহ এবং পেজ নাম্বার সহ উত্তর দেখার জন্য নিচের ভিডিওটি দেখুন

(1) একটি মেরুদন্ডী প্রাণী হল- কেঁচো / কেন্নো/ টিকটিকি।
কেঁচো [বই এর পৃষ্ঠা-23]
(2) চিংড়ি একটি - মেরুদন্ডী / অমেরুদন্ডী প্রাণী।
অমেরুদন্ডী [বই এর পৃষ্ঠা-65]
(3) টিকটিকি লেজ কেটে গেলে আবার - গজায় / গজায় না।
গজায় [বই এর পৃষ্ঠা-52]
(4) সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হল - ভারতীয় বাইসন / একশৃঙ্গ গন্ডার / রয়‍্যাল বেঙ্গল টাইগার।
রয়‍্যাল বেঙ্গল টাইগার [বই এর পৃষ্ঠা-72]
(5) একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়
(a) জলদাপাড়ায় / (b) গরুমারায় / (c) পুরুলিয়াতে
(6) কুলিক পাখিরালয় অবস্থিত
(a) কুলিক নদীর তীরে / (b) গঙ্গা নদীর তীরে / (c) যমুনা নদীর তীরে
(7) লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় - কম / বেশি/ মাঝারি
কম [বই এর পৃষ্ঠা-64]
(8) বর্ধমান জেলায় চাষ ভালো হয় - গম/ ধান / পাট
ধান [বই এর পৃষ্ঠা-98]
(9) সরপুরিয়া পাওয়া যায় - মালদা / জলপাইগুড়ি / নদিয়াতে
নদিয়া। [বই এর পৃষ্ঠা-80]
(10) রেলের ইঞ্জিন তৈরি হয় - চিত্তরঞ্জনে / শিলিগুড়িতে / বহরমপুরে
চিত্তরঞ্জনে। এটি বর্ধমান জেলায় অবস্থিত। [বই এর পৃষ্ঠা-82]
(11) আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল - ১৯৪৭ সালে / ১৯০৫ সালে / ১৯১৭ সালে / ১৯৪৮ সালে
১৯০৫ সালে [বই এর পৃষ্ঠা-69]
(12) গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় - ১০ থেকে ১৫ মিটার / ২০ থেকে ৩০ মিটার / ৫০ থেকে ১০০ মিটার / ১০০ থেকে ৫০০ মিটার
১০ থেকে ১৫ মিটার [বই এর পৃষ্ঠা-73]
(13) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন্ জেলায় অবস্থিত?
(a) কলকাতা, / (b) বর্ধমান, / (c) বীরভূম, / (d) বাঁকুড়া।
(14) বালুরঘাট কোন্ নদীর তীরে অবস্থিত?
(a) কুলিক, / (b) তিস্তা, / (c) করলা, / (d) আত্রেয়ী।
(15) পশ্চিমবঙ্গের কোন্ জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
(a) দার্জিলিং, / (b) হুগলি, / (c) কোচবিহার, / (d) জলপাইগুড়ি।
(16) দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত - চিত্তরঞ্জন / ডানকুনি / আরামবাগে।
ডানকুনি তে। [বই এর পৃষ্ঠা-82]
(17) সাদা অর্কিড আছে - শিলিগুড়ি / দার্জিলিং / কার্শিয়াং - এ।
কার্শিয়াং - এ। [বই এর পৃষ্ঠা-81]
(18) মুণ্ডেশ্বরী নদী বেরিয়েছে - রূপনারায়ণ / দামোদর / শিলাবতী নদী থেকে।
দামোদর নদ থেকে। [বই এর পৃষ্ঠা-66]
(19) মাটির একটি স্বাভাবিক উপাদান হলো - গাছের পাতা/ অ্যালুমিনিয়ামের কুচি/ পলিথিনের কুচি / পেনের রিফিলের টুকরো
গাছের পাতা [বই এর পৃষ্ঠা-21]
(20) চা গাছ দেখা যায় - শুশুনিয়া / জয়চন্ডী / কেড়ো/ দার্জিলিং - এর পাহাড়ে
দার্জিলিং এর পাহাড়ে [বই এর পৃষ্ঠা-104]
(21) যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না - বেলে মাটি/ এটেল মাটি / দোআঁশ মাটি।
এটেল মাটি। [বই এর পৃষ্ঠা-21]
(22) চাষের কাজে ব্যবহার করা হয় - কুকুর / বিড়াল / বাইসন / গরু
গরু [বই এর পৃষ্ঠা-99]
(23) রসিক বিল অবস্থিত - হাওড়া/ কোচবিহার / পুরুলিয়া / কলকাতা
কোচবিহার [বই এর পৃষ্ঠা-44]
(24) মাস্টারদা নামে পরিচিত - ক্ষুদিরাম বসু / প্রফুল্ল চাকী/ সূর্যসেন / বিনয় বাদল দীনেশ
সূর্য সেন [বই এর পৃষ্ঠা-91]
(25) ছৌ নাচ বিখ্যাত - পুরুলিয়া / বাঁকুড়া / বীরভূম জেলায়।
পুরুলিয়া জেলায় [বই এর পৃষ্ঠা-80]
(26) পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় - সুন্দরবনের / দীঘায় / শিলিগুড়িতে।
সুন্দরবনে। [বই এর পৃষ্ঠা-71]
(27) উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হল - তিস্তা/ গঙ্গা/ রায়মঙ্গল।
তিস্তা [বই এর পৃষ্ঠা-67]
(28) মিহিদানা বিখ্যাত - বাঁকুড়া / বীরভূম / বর্ধমান জেলায়।
বর্ধমান জেলায় [বই এর পৃষ্ঠা-80]
(29) পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় রয়েছে - জলদাপাড়ায় / জয়ন্তিতে / বক্সা দুয়ারে।
বক্সা দুয়ারে [বই এর পৃষ্ঠা-75]
(30) জাতির জনক বলা হয়- নেতাজি সুভাষচন্দ্র বোস / যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় / মহাত্মা গান্ধী -কে
মহাত্মা গান্ধী কে [বই এর পৃষ্ঠা-91]
(31) বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি স্থান হল - মুম্বাই / সুরাট / দিঘা।
দিঘা [বই এর পৃষ্ঠা-81]
(32) বন্দেমাতারাম গানটির রচয়িতা হলেন - রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / জীবনানন্দ দাশ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [বই এর পৃষ্ঠা-89]
(33) একটি জীবাশ্ম জ্বালানি হল - কয়লা / লোহা / তামা / পারদ
কয়লা। [বই এর পৃষ্ঠা-84]
(34) আমাদের স্বাধীনতা দিবস - ১৫ ই আগস্ট / ২৬ জানুয়ারি / ২ অক্টোবর পালন করা হয়।
১৫ই আগস্ট [বই এর পৃষ্ঠা-93]
(35) স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যর নাম - মাদার টেরিজা / ভগিনী নিবেদিতা / বেগম রোকেয়া / কল্পনা দত্ত
ভগিনী নিবেদিতা [বই এর পৃষ্ঠা-90]
(36) মাস্টারদা নামে কে পরিচিত- ভগৎ সিং সূর্যসেন / বাঘাযতীন / ক্ষুদিরাম
সূর্য সেন [বই এর পৃষ্ঠা-91]
(37) ১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে পালন করা হয়?
(a) শিক্ষক দিবস, / (b) পরিবেশ দিবস, / (c) শিশু দিবস, / (d) স্বাধীনতা দিবস।
(38) জগদীশচন্দ্র বসুর জন্ম গ্রহণ করেন -১৮৫৮ সালে ১৮৫৬ সালে / ১৮৬৫ সালে / ১৮৬৩ সালে
১৮৫৮ সালে [বই এর পৃষ্ঠা-90]
(39) মানুষ মাটির পাত্র শক্ত করত - পিটিয়ে / পুড়িয়ে / ধাতু দিয়ে / জল দিয়ে
পুড়িয়ে [বই এর পৃষ্ঠা-85]
(40) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় - ১৬৮২ / ১৮৬২ / ১৮৬১ সালে।
১৮৬১ সালে। [বই এর পৃষ্ঠা-89]
(41) দেশের মানুষকে হাতে-কলমে শিক্ষার কথা বলেছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর / ডিরোজিও / স্বামী বিবেকানন্দ।
স্বামী বিবেকানন্দ [বই এর পৃষ্ঠা-90]
(42) স্বাধীনতা দিবস- ( ২৬ জানুয়ারি / ২ অক্টোবর / ১৫ আগস্ট ) তারিখে পালন করা হয়।
১৫ই আগস্ট [বই এর পৃষ্ঠা-91]
(43) ভগৎ সিং - ( ১৯০৭ / ১৮০৭ / ১৭০৭ ) সালে জন্মগ্রহণ করেন।
১৯০৭ সালে [বই এর পৃষ্ঠা-91]
(44) একটি লুপ্তপ্রায় মাছ হল- সরপুঁটি / ইলিশ / বাটা
সরপুঁটি [বই এর পৃষ্ঠা-114]
(45) লেজের ওপর ভর দিয়ে লাফাতে পারে রুই মাছ/ কাতলা মাছ/ চিতল মাছ/ চ্যাং মাছ
চ্যাং মাছ [বই এর পৃষ্ঠা-113]
(46) আনারস চাষ হয় - পাহাড়ে / তরাই অঞ্চলে / নোনা মাটিতে
তরাই অঞ্চলে [বই এর পৃষ্ঠা-105]
(47) একটি লুপ্তপ্রায় মাছ হলো - রুই / কাতলা / ন্যদোশ/ শিঙি
ন্যাদোশ [বই এর পৃষ্ঠা-115]
(48) দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়
(a) পান, / (b) ধান, / (c) পিঁয়াজ, / (d) আলু।
(49) রবি শস্যের উদাহরণ - ধান / গম / পাট/ আখ
গম। [বই এর পৃষ্ঠা-102]
(50) ধান ভালো হলে অভাব হবে না - খাবারের / জলের / কয়লার / লোহার
খাবারের [বই এর পৃষ্ঠা-101]
(51) আনারস ও কলা বিখ্যাত - তরাই / মালভূমি / রাঢ় অঞ্চলের।
তরাই অঞ্চলের। [বই এর পৃষ্ঠা-105]
(52) হাটে বাজারে কেনা বেচা যাবেনা - ন্যাদোশ / রুই / তেলাপিয়া।
ন্যাদোশ। [বই এর পৃষ্ঠা-114]
(53) ধাপ চাষ হয় - সমতল অঞ্চলে / পার্বত্য অঞ্চলে / মরু অঞ্চলে।
পার্বত্য অঞ্চলে [বই এর পৃষ্ঠা-103]
(54) পরিবেশবান্ধব যানবাহন নয় - সাইকেল/ নৌকা/ গরুর গাড়ি/ বাস
বাস [বই এর পৃষ্ঠা-144]
(55) সূর্যের কাছের নক্ষত্র হলো - প্রক্সিমা সেন্টাউরি / হ্যাডলির অকট্যান্ড/ ধ্রুবতারা / শুকতারা
প্রক্সিমা সেন্টাউরি [বই এর পৃষ্ঠা-173]
(56) ____ একটি নিত্যবহ নদী।
গঙ্গা [বই এর পৃষ্ঠা-67]
(57)
[বই এর পৃষ্ঠা-]
(58) একটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
কেঁচো। [বই এর পৃষ্ঠা-32]
(59) প্রথম কোন প্রাণী পোষ মেনে ছিল?
কুকুর। [বই এর পৃষ্ঠা-48]
(60) দুটো বন্য পশুর নাম লেখ।।
বাঘ ও সিংহ। [বই এর পৃষ্ঠা-49]
(61) কলকাতার ঢাল কোন দিকে?
পশ্চিম থেকে পূর্ব দিকে। [বই এর পৃষ্ঠা-63]
(62) আমাদের দেশ স্বাধীন হয় কত সালে?
১৯৪৭ সালে [বই এর পৃষ্ঠা-69]
(63) সুন্দরবনের একটি নদীর নাম বল?
বিদ্যাধরী, মাতলা, রায়মঙ্গল। [বই এর পৃষ্ঠা-71]
(64) মুর্শিদাবাদের মিঠুপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি?
ভাগীরথী। [বই এর পৃষ্ঠা-68]
(65) পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর?
কলকাতা। [বই এর পৃষ্ঠা-80]
(66) পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত?
তমলুক। (পূর্ব মেদিনীপুর জেলার) [বই এর পৃষ্ঠা-80]
(67) কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত?
কাজু বাদামের জন্য পূর্ব মেদিনীপুর এবং আম চাষের জন্য মালদা জেলা বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-79-81]
(68) কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে?
বীরভূম জেলার বোলপুর শহরে। [বই এর পৃষ্ঠা-81]
(69) রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখ।
"বাঁকুড়া।
(70) কোন জেলায় আম বিখ্যাত?
মালদা জেলা। [বই এর পৃষ্ঠা-79]
(71) কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনিক স্থানের নাম লেখ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামন্ডল, মিউজিয়াম ও পাতাল রেল। [বই এর পৃষ্ঠা-80]
(72) শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত?
শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। পরবর্তীতে এর নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে [বই এর পৃষ্ঠা-81]
(73) আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম কি?
গঙ্গা [বই এর পৃষ্ঠা-67]
(74) সুন্দরবন এ কোন উদ্ভিদ দেখা যায়?
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। যেমন- সুন্দরী গরান, গেওয়া। [বই এর পৃষ্ঠা-72]
(75) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?
সান্দাকফু। [বই এর পৃষ্ঠা-75]
(76) মালদার কোন আম বিখ্যাত?
ফজলি আম। [বই এর পৃষ্ঠা-77]
(77) সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়?
বর্ধমান জেলায়। [বই এর পৃষ্ঠা-80]
(78) পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখ।
হলদিয়া শহর। [বই এর পৃষ্ঠা-81]
(79) রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম-বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
বীরভূম জেলার বোলপুর শহরে। [বই এর পৃষ্ঠা-81]
(80) উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়?
শিমুল, নিম, তেতুল, জাম, বাবলা, বাঁশ ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-77]
(81) ভারতবর্ষের স্বাধীন হয় ____ সালে।
১৯৪৭ সালে [বই এর পৃষ্ঠা-69]
(82) রাঢ় শব্দের অর্থ কি?
পাথুরে জমি [বই এর পৃষ্ঠা-66]
(83) ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন?
ল্যাটেরাইট মাটিতে লোহার অক্সাইড বেশি থাকে বলে ল্যাটেরাইট মাটির রং লাল হয়। [বই এর পৃষ্ঠা-64]
(84) কোন গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়?
শাল গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়। [বই এর পৃষ্ঠা-64]
(85) কয়লা কোথা থেকে পাওয়া যায়?
কয়লা পাওয়া যায় কয়লা খনি থেকে। যেমন: আসানসোল এর কয়লা খনি। [বই এর পৃষ্ঠা-80]
(86) সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো।
সুন্দরবন অঞ্চলের নদীর নাম হল রায়মঙ্গল, মাতলা, বিদ্যাধরী। [বই এর পৃষ্ঠা-71]
(87) শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো।
শ্বাসমূল জাতীয় একটি গাছের নাম হল সুন্দরী। [বই এর পৃষ্ঠা-72]
(88) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। [বই এর পৃষ্ঠা-80]
(89) ভারতের সংবিধান কে বানিয়ে ছিলেন?
ড. ভীমরাও রামজি আম্বেদকর। [বই এর পৃষ্ঠা-93]
(90) শিঙি, মাগুর কোন ধরনের মাছ?
জিওল মাছ। [বই এর পৃষ্ঠা-113]
(91) সতীদাহ প্রথা কে রদ করেছিল?
রাজা রামমোহন রায়। [বই এর পৃষ্ঠা-90]
(92) রেশম কিট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরী?
তুঁত গাছের চাষ। [বই এর পৃষ্ঠা-105]
(93) কোথাকার চা পৃথিবীর বিখ্যাত?
দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-79]
(94) রায়গঞ্জ কোন জেলায় অবস্থিত?
উত্তর দিনাজপুর [বই এর পৃষ্ঠা-79]
(95) বারুইপুর কি জন্য বিখ্যাত?
বারুইপুরের পেয়ারা, তরমুজ ও পান বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-81]
(96) হুগলি নদীর অপর নাম কি?
ভাগীরথী হুগলি। [বই এর পৃষ্ঠা-63]
(97) বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত?
বাঁকুড়া জেলায়। [বই এর পৃষ্ঠা-81]
(98) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
সান্দাকফু। [বই এর পৃষ্ঠা-75]
(99) মালভূমি অঞ্চলের মাটির রং কি রকম?
লালচে। [বই এর পৃষ্ঠা-68]
(100) ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত?
দার্জিলিং জেলায়। [বই এর পৃষ্ঠা-79]
(101) একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়?
জলদাপাড়ার জঙ্গলে। [বই এর পৃষ্ঠা-75]
(102) গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। [বই এর পৃষ্ঠা-68]
(103) সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত?
রয়্যাল বেঙ্গল টাইগার। [বই এর পৃষ্ঠা-71]
(104) বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল?
১৯০৫ সালে [বই এর পৃষ্ঠা-69]
(105) ভারতীয় বাইসন এর অপর নাম কি?
গৌর। [বই এর পৃষ্ঠা-71]
(106) বাংলাদেশের জাতীয় সংগীত কোন কবির লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। [বই এর পৃষ্ঠা-69]
(107) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত?
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা হল ৩৬৩০ মিটার। [বই এর পৃষ্ঠা-75]
(108) সন্দাকফু পর্বতের উচ্চতা কত?
সান্দাকফু পর্বতের উচ্চতা ৩৬৩০ মিটার। [বই এর পৃষ্ঠা-75]
(109) বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে?
১৯০৫ সালে [বই এর পৃষ্ঠা-69]
(110) মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়?
মহানন্দা নদীর উৎপত্তিস্থল দার্জিলিং জেলার ডালহিল থেকে। [বই এর পৃষ্ঠা-0]
(111) পরিবেশ দিবস পালন করা হয় কবে?
৫ই জুন [বই এর পৃষ্ঠা-93]
(112) বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল?
১৯০৫ সালে [বই এর পৃষ্ঠা-69]
(113) একটি প্রাকৃতিক কীটনাশক এর নাম বল।
নিমের পাতা। [বই এর পৃষ্ঠা-87]
(114) বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?
তিতুমির। [বই এর পৃষ্ঠা-95]
(115) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
পন্ডিত জওহরলাল নেহেরু [বই এর পৃষ্ঠা-93]

WWW.ABVRP.COM - best Place For Class V to X Question Answer by Mr A. Mondal Sir

(116) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
মৌলানা আবুল কালাম আজাদ। [বই এর পৃষ্ঠা-93]
(117) গান্ধীবুড়ি কাকে বলে?
মাতঙ্গিনী হাজরা কে গান্ধীবুড়ি বলা হয়। [বই এর পৃষ্ঠা-92]
(118) ভেড়িতে চাষ করা হয় এমন দুটি মাছের নাম লেখ।
পারসে, ট্যাংরা, ভেটকি, পাবদা [বই এর পৃষ্ঠা-111]
(119) সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখ।।
সার্ডিন, শার্ক ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-111]
(120) কলকাতাযর ৪টি দর্শনীয় স্থানের নাম লেখ।
সাইন্স সিটি, ইকোপার্ক, পাতাল রেল, বিরলা তারামণ্ডল। [বই এর পৃষ্ঠা-80]
(121) স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখ।
প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা । [বই এর পৃষ্ঠা-91]
(122) নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়?
২৩ শে জানুয়ারি। [বই এর পৃষ্ঠা-91]
(123) একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখ।
বিরসা মুন্ডা। [বই এর পৃষ্ঠা-95]
(124) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়?
জওহরলাল নেহরু। তার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। [বই এর পৃষ্ঠা-93]
(125) কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়?
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিনের শিক্ষক দিবস পালন করা হয়। ৫ই সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। [বই এর পৃষ্ঠা-93]
(126) বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?
বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। [বই এর পৃষ্ঠা-95]
(127) দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো।
প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত। [বই এর পৃষ্ঠা-91]
(128) শিক্ষক দিবস কবে পালিত হয়?
শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালন করা হয়। [বই এর পৃষ্ঠা-93]
(129) একটি মানবিক সম্পদের উদাহরণ দাও।
বুদ্ধি। [বই এর পৃষ্ঠা-83]
(130) কে দেশের মানুষকে হাতে-কলমে শিক্ষার কথা বলেছেন?
স্বামী বিবেকানন্দ। [বই এর পৃষ্ঠা-90]
(131) প্লেগ রোগীদেরকে সেবা করেছিলেন?
ভগিনী নিবেদিতা। [বই এর পৃষ্ঠা-90]
(132) একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখ।
সরপুঁটি। [বই এর পৃষ্ঠা-112]
(133) বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?
তিতুমীর। [বই এর পৃষ্ঠা-95]
(134) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
জওহরলাল নেহেরু। [বই এর পৃষ্ঠা-93]
(135) রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
Song Offerings [বই এর পৃষ্ঠা-89]
(136) কাকে গান্ধীবুড়ি নামে আখ্যা দেওয়া হয়?
মাতঙ্গিনী হাজরা। [বই এর পৃষ্ঠা-92]
(137) কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখ।
কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম হলো তুলসী, কালমেঘ, সিঙ্কোনা ও কুলেখাড়া। [বই এর পৃষ্ঠা-87]
(138) আমাদের দেশের সংবিধান কে রচনা করেন?
ভীমরাও রামজি আম্বেদকর। [বই এর পৃষ্ঠা-93]
(139) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
পন্ডিত জহরলাল নেহরু। [বই এর পৃষ্ঠা-93]
(140) ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছিলেন?
প্লেগ রোগীদের। [বই এর পৃষ্ঠা-90]
(141) তিতুমীর যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি?
বাঁশের কেল্লা। [বই এর পৃষ্ঠা-95]
(142) গান্ধী বুড়ি কাকে বলা হয়? কেন বলা হয়?
গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধীজীর মতো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক মানুষকে একজন করেছিলেন। ইংরেজরা তাকে ভয় দেখিয়েছিল তবুও তিনি লড়াই ছাড়েননি। তাই লোকেরা শ্রদ্ধা করে তাকে গান্ধীবুড়ি নাম দিয়েছিলেন। [বই এর পৃষ্ঠা-92]
(143) তিতুমীর ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন?
তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। [বই এর পৃষ্ঠা-95]
(144) বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত?
হাওড়া জেলায়। [বই এর পৃষ্ঠা-80]
(145) সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয়? তিনি আমাদের কাছে স্মরণীয় কেন?
সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয় ১৯৭৪ সালে। তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী ও খুব ভালো শিক্ষক ছিলেন। তাই আমাদের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। [বই এর পৃষ্ঠা-90]
(146) ডিভিসি এর পুরো নাম কি?
দামোদর ভ্যালি কর্পোরেশন। [বই এর পৃষ্ঠা-107]
(147) তৃষ্ণার্ত ফসল কাকে বলে?
ধান কে তৃষ্ণার্ত ফসল বলে। কারণ এই চাষে প্রচুর জলের প্রয়োজন হয়। [বই এর পৃষ্ঠা-102]
(148) গম কোন ঋতুতে চাষ করা হয় ?
শীতকালে চাষ করা হয়। [বই এর পৃষ্ঠা-104]
(149) একটি সামুদ্রিক মাছের নাম লেখ।
সার্ডিন মাছ। [বই এর পৃষ্ঠা-111]
(150) ধাপ চাষ কি ?
পাহাড়ি অঞ্চলে ঢালু জমি কে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করা হয়। চাষের এই পদ্ধতিকে ধাপ চাষ বলে। [বই এর পৃষ্ঠা-103]
(151) কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো
ন্যাদোশ , সরপুঁটি। [বই এর পৃষ্ঠা-114]
(152) রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়?
তুঁত গাছের চাষ করা হয়। [বই এর পৃষ্ঠা-105]
(153) ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি?
হারভেস্টার। [বই এর পৃষ্ঠা-98]
(154) বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি?
জমিতে বেশি রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি ভালো ফসল দেবে না। জমির জল ধারণ ক্ষমতা কমে যাবে। বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। [বই এর পৃষ্ঠা-101]
(155) আমন ধান কোন সময় রোপন হয়?
আমন ধান বর্ষার সময় রোপন করা হয়। [বই এর পৃষ্ঠা-102]
(156) একটি জিওল মাছের নাম লেখো।
জিওল মাছের নাম হল মাগুর, শিঙ্গি ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-113]
(157) একটি রাসায়নিক সারের নাম লেখো।
একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া । [বই এর পৃষ্ঠা-101]
(158) ডিসিসি তৈরীর উদ্দেশ্য কি ছিল?
ডিভিসি তৈরীর উদ্দেশ্য হলো বন্যা আটকানো। পাহাড় থেকে গড়িয়ে আসা দামোদর নদীর জলে সমভূমিতে খুব বন্যা হতো সেই বন্যা আটকানোর জন্য ডিভিসি তৈরি করা হয়েছিল। [বই এর পৃষ্ঠা-107]
(159) জিওল মাছ কি? উদাহরণ দাও।
যেসব মাছের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন - শিঙি, কই ও মাগুর হলো জিওল মাছের উদাহরণ। [বই এর পৃষ্ঠা-111]
(160) স্কোয়াশ কি?
স্কোয়াশ হল এক ধরনের ফল। গাছটি ঝিঙ্গে গাছের মতো দেখতে এবং ফল খেতে পেঁপের মত। [বই এর পৃষ্ঠা-104]
(161) সার কি? একটি জৈব ও একটি অজৈব সারের নাম লেখ।
জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য জমিতে যা প্রয়োগ করা হয় তাকেই সার বা ফার্টিলাইজার বলে। সার প্রয়োগে ফলন বৃদ্ধি পায়।
একটি জৈব সার হলো গোবর সার এবং একটি অজৈব সার হল ইউরিয়া। [বই এর পৃষ্ঠা-101]
(162) কৃষি কার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি?
কৃষি কার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সূর্যের আলো। [বই এর পৃষ্ঠা-98]
(163) মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়?
আমাদের দেশে মাছ ধরার নানান পদ্ধতি আছে। যেমন ছিপ, বাঁশের শলা দিয়ে তৈরি ঘুনি ও বিভিন্ন ধরনের জাল ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-117]
(164) ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে?
গোলাঘর। [বই এর পৃষ্ঠা-116]
(165) একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
১২ ঘন্টা ২৬ মিনিট [বই এর পৃষ্ঠা-172]
(166) সৌর বিদ্যুৎ কি ধরনের শক্তি?
সৌরশক্তি নবীকরণযোগ্য ও অচিরাচরিত শক্তি। [বই এর পৃষ্ঠা-136]
(167) পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন।
উপবৃত্তাকার। [বই এর পৃষ্ঠা-164]
(168) কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়?
যে শিক্ষার্থ শৃঙ্খলা পরায়ন ও পরিশ্রমী হয় সেই শিক্ষার্থী জীবনে সফল হয়। [বই এর পৃষ্ঠা-174]
(169) পথের পাঁচালী বইটি কার লেখা?
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা। [বই এর পৃষ্ঠা-146]
(170) চা চাষের জন্য কি রকম আবহাওয়া প্রয়োজন?
যেখানে জল দাঁড়ায় না এবং খুব গরমও নয় - চা চাষের জন্য এমন আবহাওয়া প্রয়োজন। [বই এর পৃষ্ঠা-0]
(171) হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়?
হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা ও ঝাড়ার কাজ হয়। [বই এর পৃষ্ঠা-101]
(172) বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি? বন বা গাছ কাটলে জীবগুলোর কি কি ক্ষতি হতে পারে?
বন থেকে আমরা কাঠ, মধু, ফল পাই। বন আমাদের অক্সিজেন দেয়। [বই এর পৃষ্ঠা-122]
(173) ভারতীয় বাইসন কাকে বলে?
জলদাপাড়ার জঙ্গলে কালো গরুর মত এক রকমের প্রাণী গৌর দেখা যায়। এর অপর নাম ভারতীয় বাইসন। [বই এর পৃষ্ঠা-48]
(174) জীববৈচিত্র্য কাকে বলে?
কোন একটি অঞ্চলের সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবদের বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলে। [বই এর পৃষ্ঠা-46]
(175) গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে?
গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং সারা বছর বয়ে যায়। তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। [বই এর পৃষ্ঠা-67]
(176) নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন?
নিত্যবহ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। তাছাড়া অনেক ছোট ছোট নদী মিশে নিত্যবহ নদী তৈরি হয়। তাই নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। [বই এর পৃষ্ঠা-67]
(177) নিত্যবহ নদী বলতে কী বোঝো?
যে নদী সব সময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে, তাকে নিত্যবহ নদী বলে। যেমন : গঙ্গা, তিস্তা ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-67]
(178) নদীমাতৃক সভ্যতা কাকে বলে?
পুরোনো যুগে নদীর তীরেই সভ্যতা গড়ে উঠতো। নদী ছিল তাদের মায়ের মত। তাই ঐসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। যেমন : হরপ্পা সভ্যতা। [বই এর পৃষ্ঠা-70]
(179) বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল?
বঙ্গভঙ্গের প্রতিবাদে দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সবাই মিলে প্রতিবাদ করেছিল। বিদেশী জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল লোকেরা। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজের জামা পোশাক বানানো শুরু করে। [বই এর পৃষ্ঠা-69]
(180) নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো?
আগেকার দিনে নদীর তীরে সভ্যতা গড়ে উঠতো। নদী ছিল তাদের মায়ের মত। ওইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেমন সিন্ধু সভ্যতা। [বই এর পৃষ্ঠা-70]
(181) সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কী কী?
সুন্দরবনের লোকেরা নানান রকম কাজ করেন। চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা, চালানো, মাছ ও মীন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-72]
(182) আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' - গানটি সম্পর্কে যা জানো লেখো।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' - গানটি 1905 সালে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা মধ্য দিয়ে এই গানটি লিখেছিলেন। এখন এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত। [বই এর পৃষ্ঠা-69]
(183) তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার তিনটি বিখ্যাত জিনিসের নাম লেখ।
আমার জেলার সদর শহর হলো কৃষ্ণনগর।
এখানকার তিনটি বিখ্যাত জিনিস হল মাটির পুতুল সরপুরিয়া ও কৃষ্ণনগর রেল স্টেশন। [বই এর পৃষ্ঠা-80]
(184) তরাই অঞ্চলে ভালো চা চাষ হয় কেন?
তরাই অঞ্চলে নদীগুলো পাহাড় থেকে অনেক পলি, বালি, নুড়ি, কাকর বয়ে আনে। এইজন্য তরাই অঞ্চল উর্বর এবং স্যাঁতস্যাঁতে।দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমির এই বৈশিষ্ট্য। সামান্য ঢালু হওয়া এখানে জল জমে না। তাই তরাই অঞ্চলে ভালো চা চাষ হয়। [বই এর পৃষ্ঠা-74]
(185) পশ্চিমবঙ্গ কে কয়টি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? কি কি নাম লেখ।
পশ্চিমবঙ্গকে সাতটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়।
(i) উত্তরের পার্বত্য অঞ্চল। (ii) তরাই অঞ্চল (iii) উত্তরের সমভূমি অঞ্চল। (iv) পশ্চিমের মালভূমি অঞ্চল। (v) গাঙ্গেয় সমভূমি অঞ্চল । (vi) উপকূলের সমভূমি ও সুন্দরবন। [বই এর পৃষ্ঠা-65]
(186) বঙ্গভঙ্গ কি?
ইংরেজরা বাংলাকে দু ভাগ করে দিয়েছিল। দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলে ১৯০৫ এর বঙ্গভঙ্গ। [বই এর পৃষ্ঠা-69]
(187) নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও।
যে নদীতে সারা বছর জল থাকে এবং বয়ে যায় তাকে নিত্যবহ নদী বলে। যেমন গঙ্গা, তিস্তা ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-67]
(188) ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য : (i) ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ নোনা মাটিতে জন্মায়। (ii) ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেস মূল থাকে। [বই এর পৃষ্ঠা-72]
(189) মাটির যেকোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখ।
মাটির যে কোন দুটি ব্যবহার হলো - (i) মাটি দিয়ে বাসনপত্র তৈরি করা হয়। (ii) মাটিতে ফসল ফলায়। (iii) মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়। [বই এর পৃষ্ঠা-84]
(190) বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখ।
বাড়িতে জল খাওয়া, থালাবাসন ধোঁয়া, স্নান করা, কাপড় কাঁচা ইত্যাদি কাজে লাগে। [বই এর পৃষ্ঠা-70]
(191) অরণ্য সপ্তাহ পালন করার দরকার কেন?
বর্তমানে অরণ্য দিন দিন কমে যাচ্ছে তাই অন্তত একটি সপ্তাহ অরণ্য সপ্তাহ হিসাবে আমাদের পালন করা উচিত সেদিন উচিত আমাদের অনেক গাছ লাগানো যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষিত হয়। [বই এর পৃষ্ঠা-93]
(192) চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়?
চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে ভবিষ্যতে ভালো ফসল ফলবে না। জমির জল ধারণ ক্ষমতা কমে যাবে। সেই সার ধুয়ে জলাশয়ে যাবে এবং জল দূষণ ঘটবে। মাছ মারা যাবে। [বই এর পৃষ্ঠা-111]
(193) সাধারণতন্ত্র কাকে বলে?
সাধারণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে দেশের মানুষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে দেশ চালায়।এখানে রাজা বা রানী দেশ চালায় না। বরং, দেশের সব মানুষ মিলে একজন নেতা ঠিক করে, যিনি নিয়ম মেনে দেশ চালান। [বই এর পৃষ্ঠা-93]
(194) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মরণীয় কেন?
আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বিরাট বিজ্ঞানী। আবার খুব ভালো শিক্ষকও ছিলেন। তিনি ছাত্র-ছাত্রীদের খুব ভালবাসতেন। তাই তিনি স্মরণীয়। [বই এর পৃষ্ঠা-90]
(195) ভীমরাও রামজি আম্বেদকর কে আজ আমরা স্মরণ করি কেন?
বাবাসাহেব আম্বেদকর আমাদের দেশের সংবিধান বানিয়েছিলেন। তাই সবাই তাকে শ্রদ্ধা করি। [বই এর পৃষ্ঠা-93]
(196) আমাদের দেশের চারজন মহান বিজ্ঞানী নাম লেখ।
আমাদের দেশের চারজন মহান বিজ্ঞানীর নাম হলো: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা ও আচার্য সত্যেন্দ্রনাথ বসু। [বই এর পৃষ্ঠা-90]
(197) আমাদের দেশের চারজন বিপ্লবীর নাম লেখ।
আমাদের দেশের চারজন বিপ্লবীর নাম হলো - নেতাজি সুভাষচন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী, ক্ষুদিরাম বসু ও মাস্টারদা সূর্যসেন। [বই এর পৃষ্ঠা-91]
(198) তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজনের নাম লেখ।
বিরসা মুন্ডা, সিধো মুর্মু, কানহু মুর্মু ও রঘুনাথ মাহাতো।
সিধো ও কানহু সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দেন। রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। [বই এর পৃষ্ঠা-95]
(199) হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখ।
ধান কাটা। খড় থেকে ধান আলাদা করা। এক জায়গায় জড়ো করা। সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং।
যে যন্ত্রের সাহায্যে হারভেস্টিং করা হয় তার নাম হারভেস্টার। [বই এর পৃষ্ঠা-98]
(200) প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে? উদাহরণসহ আলোচনা কর।
[বই এর পৃষ্ঠা-85]
(201) তিতুমীর কে? তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন?
ইংরেজরা অন্যায় ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল। জঙ্গল কেটে ফেলেছিল। তাই তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। [বই এর পৃষ্ঠা-69]
(202) বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত?
বিরসা মুন্ডা বনভূমির জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তীর ধনুক হাতে । তাই বিরসা মুন্ডা বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-95]
(203) তিতুমীর কি জন্য বিখ্যাত?
ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন তাই তিতুমীর বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-95]
(204) তিতুমীর কেন বিখ্যাত?
তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি বাসের কেল্লা বানিয়ে ছিলেন এই জন্য বিখ্যাত। [বই এর পৃষ্ঠা-95]
(205) ধাপ চাষ কি?
পাহাড়ি অঞ্চলে ঢালু জমি কে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করা হয়। চাষের এই পদ্ধতিকে ধাপ চাষ বলে। [বই এর পৃষ্ঠা-103]
(206) বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো।
বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। জমির জল ধারণ ক্ষমতা কমে যায়। [বই এর পৃষ্ঠা-101]
(207) বেশি কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হয়?
"বেশি কীটনাশক ব্যবহার করলে ,
(208) ধাপ চাষ কাকে বলে?
পাহাড়ি অঞ্চলের সিঁড়ির মত জমি তৈরি করে চাষ হয়। ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। [বই এর পৃষ্ঠা-103]
(209) হারভেস্টার কী?
হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা ও ঝাড়ার কাজ হয়। [বই এর পৃষ্ঠা-98]
(210) বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল গুলি লেখ
বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। জমির জল ধারণ ক্ষমতা কমে যায়। ফলে জমিতে ফসল উৎপাদন কমে যায়। [বই এর পৃষ্ঠা-101]
(211) আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়
আমাদের দেশে মাছ ধরার নানান পদ্ধতি আছে। যেমন ছিপ, বাঁশের শলা দিয়ে তৈরি ঘুনি ও বিভিন্ন ধরনের জাল ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-117]
(212) ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজন মহিলার নাম লেখ।
ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজন মহিলা হলেন - মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার ও ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। [বই এর পৃষ্ঠা-0]
(213) ফসল মানচিত্র কি?
যে মানচিত্র কোন একটি নির্দিষ্ট অঞ্চলে চাষ করা ফসলের প্রকার এবং বিকাশের পর্যায়ে নির্দেশ করে তাকে ফসল মানচিত্র বলে। [বই এর পৃষ্ঠা-107]
(214) কোন কোন ফসল চাষে কম জল লাগে?
যে সকল ফসল শীতের সময় চাষ হয় সেই সব ফসলের জল কম লাগে। এগুলোকে রবিশস্য বলে। যেমন : গম, মসুর ডাল। [বই এর পৃষ্ঠা-110]
(215) ডিভিসি-র পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধা গুলি লেখ।
ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। সুবিধা: বন্যা আটকানো, সেই জল দিয়ে আশেপাশের জমি চাষ করা হয়। অসুবিধা : ২৪ ঘন্টার মধ্যে dvc এর জল ছাড়লে বন্যা হয়। বর্ষাকালে প্রচুর জল ছাড়তে হয় এবং বন্যা হয়। [বই এর পৃষ্ঠা-107]
(216) জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লেখ।
জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমি ভবিষ্যতে ভালো ফসল দেবে না। জমির উর্বরতা কমে যাবে এবং জল ধারণ ক্ষমতা কমে যাবে। বিভিন্ন বন্ধু পতঙ্গ মারা যাবে যেমন কেঁচো, মৌমাছি ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-101]
(217) জলচক্র বলতে কী বোঝো?
"জল বাষ্প হয়ে আকাশে উঠে, মেঘ হয়ে বৃষ্টি হয়ে আবার মাটিতে ফিরে আসার চক্রাকার প্রক্রিয়াকেই জলচক্র বলে।
(218) অ্যাসিড বৃষ্টি হয় কেন?
সিলেবাসের বাইরে [বই এর পৃষ্ঠা-0]
(219) উল্কাপাত ঘটে কেন?
সিলেবাসের বাইরে [বই এর পৃষ্ঠা-171]
(220) জৈব সার বলতে কী বোঝো?
বাড়ির বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে জৈব সার বলে। পচা পাতা, সবজির খোসা, গোবর ইত্যাদি ব্যবহার করে জৈব সার তৈরি করা হয়। [বই এর পৃষ্ঠা-0]
(221) টীকা লেখ : গঙ্গা নদী
গঙ্গা ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এটি একটি নিত্যবহ নদী। নদীটি উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদে প্রবেশ করে মিঠিপুর এর কাছে দুটি শাখায় ভাগ হয়ে গেছে। চওড়া ভাগটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য শাখাটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মুর্শিদাবাদের মিঠুপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী আর নবদ্বীপের পর থেকে নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি ডায়মন্ড হারবারের হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণ এগিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। [বই এর পৃষ্ঠা-68]
(222) টীকা লেখ: সবুজ বিপ্লব
১৯৬৬ সালে চালের দাম চার গুণ হয়ে গেল। তারপর নতুন বীজ এলো। নতুন সার ও পোকা মারার নতুন নতুন বিষ এলো। ডিপ টিউবওয়েল বসলো এবং কিছু কিছু অব্যবহৃত জমিয চাষের কাজে লাগানো শুরু হল। এভাবে আমরা মোটামুটি ভাবে নিজেদের দরকার মত খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। [বই এর পৃষ্ঠা-101]
(223) বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো।
"১. ক্ষুদিরাম বসু (১৮৮৯–১৯০৮)
(224) ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। [103]
পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হয়। ওইভাবে চাষ করাকে ধাপ চাষ বলে। তবে ধানের চাষ কম হতো। নানা রকমের শাক, গম, ভুট্টা, আলু, হতো। [বই এর পৃষ্ঠা-103]
(225) টীকা লেখ: সবুজ বিপ্লব
"সবুজ বিপ্লব ছিল ১৯৬০-এর দশকের একটি গুরুত্বপূর্ণ কৃষি-উন্নয়ন কর্মসূচি,
(226) তরাই অঞ্চলের মাটি উর্বর কেন?
তরাই অঞ্চলের নদীগুলি পাহাড় থেকে পলি, বালি, কাকর ইত্যাদি বয়ে নিয়ে আসে। তরাই অঞ্চলে প্রায় প্রতি বছর বন্যা হয় এর ফলে পলি পড়ে । তরাই অঞ্চলের মাটি স্যাঁতস্যাঁতে হয়। তাই তরাই অঞ্চলের মাটি উর্বর। [বই এর পৃষ্ঠা-78]
(227) সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও।
গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন। একে সুন্দরবন বলে। এর বেশিরভাগটাই বাংলাদেশে। এখানে রয়েছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অরণ্য। এখানকার প্রধান প্রাণী হল রয়েল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গের অংশটাই সুন্দরবনের 135 টি দ্বীপ আছে। তার মধ্যে ১০০ টাই ঘন বন রয়েছে। এখানকার প্রধান নদী হল বিদ্যাধরী, রায়ডাক , মাতলা ইত্যাদ। [বই এর পৃষ্ঠা-71]
(228) পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো।
রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি: রাঢ় অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি। বেশিরভাগ দোআঁশ মাটি ও কিছুটা এটেল মাটি দ্বারা এই অঞ্চল গঠিত। ভূমি প্রায় পুরোটা সমতল। উত্তর-পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে। সেদিকে মাটি লালচে ও ভূমি কিছুটা ঢেউ খেলানো।। যত পূর্বের দক্ষিণে যাওয়া যাবে তত মাটি মেটে রংয়ের হয়। [বই এর পৃষ্ঠা-66]
(229) পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো।
উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। তারপর উত্তর প্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে । মুর্শিদাবাদের মিঠিপুর এর কাছে গঙ্গা নদীর দুটো ভাগে ভাগ হয়ে বেশি চওড়া ভাগটি বাংলাদেশে প্রবেশ করেছে। এর নাম পদ্মা। অন্য শাখাটি ভাগীরথী নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত এর নাম ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। [বই এর পৃষ্ঠা-68]
(230) পশ্চিমবঙ্গের রাঢ অঞ্চলের বর্ণনা দাও।
"পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল : রাঢ় পশ্চিমবঙ্গের একটি বিশেষ অঞ্চল। এই অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে অনেক নদী, যেমন— দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ন, দামোদর, মুণ্ডেশ্বরী, কেলেঘাই, কংসাবতী, হলদি, হুগলি ও অজয় নদী।
(231) পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও
গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন যার নাম সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে অবস্থিত। উত্তর ২৪ পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে এই সুন্দরবন। এই অঞ্চলে ভূমির ঢাল খুব কম। প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা, ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। ভূমির ঢাল কম হওয়ায় এই অঞ্চলে পলি জমে দ্বীপ তৈরি হয়েছে। তারপর সেখানে বন তৈরি হয়েছে। দ্বীপগুলিতে ঈষৎ নোনা জল আর কাদায় এক ধরনের গাছ জন্মায় যার দুই ধরনের মূল থাকে - শ্বাসমূল আর ঠেস মূল। এই ধরনের উদ্ভিদকে ম্যানগ্রোভ বলে। যেমন সুন্দরী, গরান, গোলপাতা, কেওড়া ইত্যাদি। এখানকার মানুষের প্রধান জীবিকা হল মাছ ও মিন ধরা, নৌকা তৈরি ও চালানো, চাষ করা, মধু সংগ্রহ, বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি শিকার করা ইত্যাদি। এই অঞ্চলের কয়েকটি নদী হল মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, কালনাগিনী ইত্যাদি। এই অঞ্চলের বিখ্যাত প্রাণী হল রয়েল বেঙ্গল টাইগার এবং উদ্ভিদ হল সুন্দরী গাছ। [বই এর পৃষ্ঠা-71]
(232) ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন?
ইংরেজরা ভারতবর্ষকে শাসন করতো। ভারতবর্ষের লোকেরা এই শাসন মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোক দেশ চালাবে। তাই ভারতের লোক একজোট হয়ে লড়াই করে। ইংরেজরা চাইতো একজোট হওয়া মানুষকে আলাদা করতে। তাই বাংলাকে দুভাগে ভাগ করেছিল। [বই এর পৃষ্ঠা-69]
(233) সুন্দরবন অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্য লেখ।
গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন। এর নাম সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। উত্তর ২৪ পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ-পূর্ব দিকের প্রায় পুরোটাই জুড়ে সুন্দরবন। এই অঞ্চলে ভূমির ঢাল খুবই কম। না এমনি ঠান্ডা আছে এখানে অনেক নদী আছে। একটা নদী থেকে আরেকটা নদী বেরিয়েছে। এখানকার প্রধান নদী হল বিদ্যাধরী, মাতলা, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। এই অঞ্চলে রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের বিশাল বন। এখানকার জল ও মাটি ঈষৎ লবণাক্ত। [বই এর পৃষ্ঠা-71]
(234) রবীন্দ্রনাথ সম্পর্কে দু তিন লাইন লেখো।
রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান সাহিত্যিক ও কবি। তিনি আমাদের দেশের জাতীয় সংগীত লিখেছেন। সাহিত্যের জন্য তিনি প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পান। [বই এর পৃষ্ঠা-89]
(235) ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত?
ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ছিলেন দুই সাহসী বীর স্বাধীনতা সংগ্রামী। দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছিল। [বই এর পৃষ্ঠা-91]
(236) আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? কেন আমরা এই দিনটি পালন করি?
[বই এর পৃষ্ঠা-93]
(237) ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখ।
"মহাত্মা গান্ধী
(238) কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি।
সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ চালাবে। রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে এমন নিয়ম চালু হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। [বই এর পৃষ্ঠা-93]
(239) সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়?
সাধারণতন্ত্র দিবস মানে হল দেশের লোক দেশ চালাবে। রাজার ছেলে রাজা হবে না। সাধারণ মানুষ ভোটে জিতে পরে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন ভারতের এই নতুন নিয়ম শুরু হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই এই দিবসকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। [বই এর পৃষ্ঠা-93]
(240) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ সম্পর্কে যা জানো লেখো।
সর্বপল্লী রাধাকৃষ্ণাণ: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন খুব ভালো শিক্ষক ছিলেন। গোটা পৃথিবীতে তার সম্মান ছিল। তাই তার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। [বই এর পৃষ্ঠা-93]
(241) একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখ। তার সম্পর্কে যা জানো তা সংক্ষিপ্তভাবে লেখো।
একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম হল মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা তাকে ভয় দেখিয়েছিল। তবুও মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজীর মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন বলে লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিলেন। [বই এর পৃষ্ঠা-92]
(242) সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
১৯৬৬ সালের পর থেকে কৃষি কাজে বিরাট পরিবর্তন এলো। ব্যবহৃত জমি ব্যবহার হতে শুরু হল। কৃষিকার্যে নতুন নতুন সার, নতুন নতুন পোকা মারার বিষ, ডিপ টিউবয়েল ও নানান যন্ত্রপাতির ব্যবহার শুরু হল। এতে ফলন বহুগুণ বেড়ে গেল। বছরে ২-৩ বার ধান চাষ শুরু হলো। এই ঘটনাকে ই সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন বলে। [বই এর পৃষ্ঠা-101]
(243) লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কী কী করা উচিত?
"লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় হল:
(i) সরকার থেকে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে।
(ii) আলাদা পুকুরে তাদের চাষ করতে হবে। (i) লুপ্তপ্রায় মাছ গুলো ধরা নিষেধ এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে।
(244) চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জান লেখ
চাষের কাজে নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। নিড়ানি, কোদাল, পাওয়ার টিলার, ট্রক্টর, হারভেস্টার ইত্যাদি নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। [বই এর পৃষ্ঠা-98]

Search for "Abvrp Education" Youtube channel - best Place For Class V to X Question Answer by Mr A. Mondal Sir

(245) DVC এর সুবিধা গুলি ও অসুবিধা গুলি আলোচনা করো
সুবিধা: বন্যা আটকানো, সেই জল দিয়ে আশেপাশের জমি চাষ করা হয়।
অসুবিধা : ২৪ ঘন্টার মধ্যে dvc এর জল ছাড়লে বন্যা হয়। বর্ষাকালে প্রচুর জল ছাড়তে হয় এবং বন্যা হয়। [বই এর পৃষ্ঠা-107]
(246) সবুজ বিপ্লব কী? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? সবুজ বিপ্লবের কুফল গুলি লেখ।
১৯৬৬ সালের পরে চাষবাসের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছিল। এই সময় ফলন অনেক বেড়ে গিয়েছিল। এই ঘটনাকেই সবুজ বিপ্লব বলে।
সবুজ বিপ্লব ঘটানোর জন্য নতুন নতুন সার, নতুন নতুন পোকা মারার বিষ, উন্নত ধানের বীজ ইত্যাদি ব্যবহার করা হয়েছিল। পড়ে থাকা জমিগুলো কেউ চাষবাসের কাজে লাগানো হয়েছিল। ডিপ টিউবওয়েল এর ব্যবহার করা হয়েছিল।
সবুজ বিপ্লবের ফলে জমির উর্বরতা কমে গেল। রাসায়নিক সার ও কীটনাশক দেওয়ার ফলে জমির অম্লতা বেড়ে গেল ও জল ধারণ ক্ষমতা কমে গেল। অনুজীব ও বন্ধু পোকারা কমে গেল। [বই এর পৃষ্ঠা-101]
(247) লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখ। দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও।
"লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় হল:
(i) সরকার থেকে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে।
(ii) আলাদা পুকুরে তাদের চাষ করতে হবে। (i) লুপ্তপ্রায় মাছ গুলো ধরা নিষেধ এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে।
(248) লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখ।
লুপ্তপ্রায় মাছ গুলিকে আমরা বড় ফাদির জাল দিয়ে মাছ ধরবো। আলাদা পুকুর তৈরি করতে হবে। বাজারে বেচাকেনা যাবেনা। [বই এর পৃষ্ঠা-115]
(249) সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
১৯৬৬ সালে চালের দাম চারগুণ হয়েছিল। নতুন বীজ, নতুন নতুন সার ও পোকা মারার বিষ এলো। ডিপ টিউবয়েল বসলো। কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হল। ফসলের উৎপাদন অনেক বেড়ে গেল। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। [বই এর পৃষ্ঠা-101]
(250) ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ লেখ।
"ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ:
(251) চন্দ্রগ্রহণ ও সূর্য গ্রহণ কিভাবে ঘটে?
সিলেবাসের বাইরে [বই এর পৃষ্ঠা-159]
(252) কবে পরিবেশ দিবস পালিত হয়? সেদিন আমাদের কি করা উচিত?
৫ই জুন পরিবেশ দিবস পালিত হয়। ঐদিন আমাদের গাছ লাগানো উচিত। পরিবেশ কেন সুস্থ রাখব সেই বিষয়ে আমাদের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করা উচিত। [বই এর পৃষ্ঠা-0]
(253) মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে লেখ।
[বই এর পৃষ্ঠা-0]
(254) মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখ।
মালভূমিসমভূমি
(i) মালভূমি অঞ্চলের মাটি সমতল নয়। (i) সমভূমি অঞ্চলের মাটি সমতল।
(ii) মালভূমি অঞ্চলে প্রচুর টিলা আর পাহাড় দেখা যায়।(ii) সমভূমি অঞ্চলে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় না।
(iii) মালভূমি অঞ্চলের মাটি অনুর্বর।(iii) সমভূমি অঞ্চলের মাটি উর্বর।
[বই এর পৃষ্ঠা-68]
(255) বেলে মাটিতে বালির কণা ___ থাকে।
বেশি [বই এর পৃষ্ঠা-21]
(256) কোন একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলে ___ ।
ধস নামা [বই এর পৃষ্ঠা-27]
(257) কোন বন্য পশুই অকারনে ____ করে না।
আক্রমণ [বই এর পৃষ্ঠা-]
(258) বৃষ্টির সম্ভাবনার কথা _____ হয়তো বুঝতে পারে।
পিঁপড়ে [বই এর পৃষ্ঠা-57]
(259) রাঢ় অঞ্চলের সব জায়গায় ______ মাটি।
উর্বর [বই এর পৃষ্ঠা-66]
(260) গঙ্গা _____ হিমবাহের গোমুখ থেকে শুরু।
গঙ্গোত্রী [বই এর পৃষ্ঠা-68]
(261) গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ______।
সুন্দরবন। [বই এর পৃষ্ঠা-71]
(262) মালভূমি অঞ্চলের মাটি ____।
লালচে [বই এর পৃষ্ঠা-64]
(263) মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলা হয় _____।
দক্ষিণ বঙ্গ। [বই এর পৃষ্ঠা-63]
(264) দার্জিলিং জেলার সদর শহর______ ।
দার্জিলিং [বই এর পৃষ্ঠা-79]
(265) রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ___ শহরে।
পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন শহরে। [বই এর পৃষ্ঠা-67]
(266) ছৌ নাচ ____ জেলায় বিখ্যাত।
পুরুলিয়া। [বই এর পৃষ্ঠা-80]
(267) টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত __ জেলা।
বাঁকুড়া জেলা। [বই এর পৃষ্ঠা-96]
(268) _____ টেরাকোটার জন্য বিখ্যাত।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। [বই এর পৃষ্ঠা-80]
(269) তাঁতের শাড়ি তৈরি হয় ____।
নদিয়া জেলার শান্তিপুরে। [বই এর পৃষ্ঠা-79]
(270) মাতঙ্গিনী হাজরা ______ নামে পরিচিত।
গান্ধীবুড়ি [বই এর পৃষ্ঠা-92]
(271) তমলুকের আদি নাম ছিল ____ ।
তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত। [বই এর পৃষ্ঠা-80]
(272) নদিয়া জেলার _____ রাসমেলার জন্য বিখ্যাত।
শান্তিপুর [বই এর পৃষ্ঠা-82]
(273) পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট ____ টি দ্বীপ আছে।
১৩৫ টি [বই এর পৃষ্ঠা-71]
(274) সূর্যসেন _____ নামে পরিচিত।
সূর্যসেন মাস্টারদা নামে পরিচিত। [বই এর পৃষ্ঠা-91]
(275) লবণাক্ত মাটিতে ভালো জন্মায় ______ জাতীয় গাছ।
লবণাক্ত মাটিতে ভালো জন্মায় ম্যানগ্রোভ জাতীয় গাছ। [বই এর পৃষ্ঠা-72]
(276) পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ____ অঞ্চলের অন্তর্গত।
মালভূমি [বই এর পৃষ্ঠা-64]
(277) বাঁকুড়ার চারিদিকে _____ গাছের জঙ্গল।
শাল। [বই এর পৃষ্ঠা-64]
(278) নিত্যবহ নদী _____ জলে পুষ্ট।
বরফ গলা [বই এর পৃষ্ঠা-67]
(279) বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ____ সালে।
1905 [বই এর পৃষ্ঠা-69]
(280) সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ____ টি দ্বীপ আছে।
135 [বই এর পৃষ্ঠা-71]
(281) ____ জেলার ডাওহিল হল মহানন্দার উৎপত্তিস্থল।
দার্জিলিং [বই এর পৃষ্ঠা-75]
(282) দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে _____ অঞ্চলের ভূমির মিল আছে।
রাঢ় [বই এর পৃষ্ঠা-65]
(283) _____ সাদা অর্কিডের জন্য বিখ্যাত।
কার্শিয়াং [বই এর পৃষ্ঠা-81]
(284) ____ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার।
আলিপুরদুয়ার [বই এর পৃষ্ঠা-73]
(285) বীরভূম জেলার ______ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
বক্রেশ্বরে [বই এর পৃষ্ঠা-79]
(286) _____ জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত।
পুরুলিয়া। [বই এর পৃষ্ঠা-80]
(287) _____ - এ চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে।
ডায়মন্ড হারবার [বই এর পৃষ্ঠা-81]
(288) শান্তিনিকেতন আশ্রম বর্তমানে _____ বিশ্ববিদ্যালয় হয়েছে।
বিশ্বভারতী [বই এর পৃষ্ঠা-81]
(289) নদিয়া জেলার _______ হলো একটি পরিকল্পিত শহর।
কল্যাণী। [বই এর পৃষ্ঠা-82]
(290) হলদিয়া, দীঘা - এই শহর গুলি _______ উপকূলে অবস্থিত।
বঙ্গোপসাগরের [বই এর পৃষ্ঠা-81]
(291) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা _____ মিটার।
৩৬৩০ [বই এর পৃষ্ঠা-75]
(292) শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ______।
বক্সার বাঘবন- এ। [বই এর পৃষ্ঠা-75]
(293) সুন্দরী গাছ _____ জাতীয় গাছ।
ম্যানগ্রোভ। [বই এর পৃষ্ঠা-72]
(294) কেলেঘায় ও কংসাবতীর মিলিত নাম ____ ।
হলদি নদী। [বই এর পৃষ্ঠা-66]
(295) বঙ্গভঙ্গ আন্দোলন হয় _____ সালে।
১৯০৫ [বই এর পৃষ্ঠা-69]
(296) শূন্যস্থান পূরণ: বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে ______ ।
দ্বারকেশ্বর নদ। [বই এর পৃষ্ঠা-66]
(297) শূন্যস্থান পূরণ কর: ______ সীমা বরাবর কাকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়।
মালভূমি অঞ্চলের [বই এর পৃষ্ঠা-64]
(298) মালদা জেলা ____ আমের জন্য বিখ্যাত।
ফজলি [বই এর পৃষ্ঠা-77]
(299) কুলিক নদীর পাড়ে ____ পাখিরালয় অবস্থিত।
কুলিক [বই এর পৃষ্ঠা-79]
(300) গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম ____ ।
পদ্মা [বই এর পৃষ্ঠা-68]
(301) তমলুক শহরের আদি নাম _____ ।
তাম্রলিপ্ত [বই এর পৃষ্ঠা-80]
(302) চা ভালো হয় ____ অঞ্চলে।
পার্বত্য [বই এর পৃষ্ঠা-79]
(303) ____ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত।
বিষ্ণুপুরে [বই এর পৃষ্ঠা-80]
(304) কুলিক পাখিরালয় ___ নদীর পাড়ে আছে।
কুলিক [বই এর পৃষ্ঠা-77]
(305) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন _____ হিসেবে পালিত হয়।
শিক্ষক দিবস [বই এর পৃষ্ঠা-93]
(306) আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম _____ ।
শিক্ষামন্ত্রী [বই এর পৃষ্ঠা-93]
(307) পুরুলিয়া জেলার আগের নাম ____।
পুরুলিয়া জেলার আগের নাম বজ্রভূমি। [বই এর পৃষ্ঠা-145]
(308) বাঁশের কেল্লা বানিয়েছিলেন ______।
বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমীর। [বই এর পৃষ্ঠা-93]
(309) পশ্চিমবঙ্গের কমলালেবু চাষ হয় _______।
পশ্চিমবঙ্গের কমলালেবু চাষ হয় দার্জিলিং- এ। [বই এর পৃষ্ঠা-0]
(310) _____ কে বাবাসাহেব বলা হয়।
ভীমরাও রামজি আম্বেদকর কে বাবাসাহেব বলা হয়। [বই এর পৃষ্ঠা-93]
(311) গান্ধীবুড়ি হলেন _____।
মাতঙ্গিনী হাজরা [বই এর পৃষ্ঠা-92]
(312) ____ আনন্দমঠ লিখেছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [বই এর পৃষ্ঠা-89]
(313) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী _________।
মৌলানা আবুল কালাম আজাদ। [বই এর পৃষ্ঠা-93]
(314) সূর্যসেন ____ নামে পরিচিত।
মাস্টারদা [বই এর পৃষ্ঠা-91]
(315) ____ সালে চালের দাম চার গুণ হয়েছিল।
১৯৬৬ সালে। [বই এর পৃষ্ঠা-101]
(316) রাসায়নিক সার ব্যবহার করলে জমির ______ কমে যায়।
ফলন [বই এর পৃষ্ঠা-101]
(317) _____ দিয়ে বর্তমানে জমি চাষ করা হয়।
পাওয়ার টিলার [বই এর পৃষ্ঠা-98]
(318) ২.২ রেশম কীট পালনের জন্য ____গাছের চাষ করা ।
তুঁত [বই এর পৃষ্ঠা-105]
(319) ২.৩ ডিভিসি-র পুরো নাম হল দামোদর _____ কর্পোরেশন।
ভ্যালি [বই এর পৃষ্ঠা-107]
(320) ২.৪ বারুইপুরের পেয়ারা , ______ ও পান খুব বিখ্যাত।
তরমুজ [বই এর পৃষ্ঠা-111]
(321) _____ মাছ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে।
ন্যাদোশ [বই এর পৃষ্ঠা-115]
(322) ফাঁদি' কথার অর্থ কি?
ফাঁদি' - কথার অর্থ হলো বড় ফাঁসের জাল। [বই এর পৃষ্ঠা-0]
(323) লেজে ভর দিয়ে লাফাতে পারে ____ মাছ।
চ্যাং । [বই এর পৃষ্ঠা-113]
(324) কোন গাছের ফল খেতে ___ মত।
পেঁপের [বই এর পৃষ্ঠা-104]
(325) রেশম কীট পালনের জন্য ____ গাছ লাগানো হয়।
তুঁত [বই এর পৃষ্ঠা-105]
(326) রুই এর ____ টা পাখনা।
৭ টা [বই এর পৃষ্ঠা-55]
(327) সত্য না মিথ্যা লেখ: বারুইপুরের পেয়ারা বিখ্যাত।
সত্য [বই এর পৃষ্ঠা-81]
(328) সত্য / মিথ্যা : কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী।
সত্য [বই এর পৃষ্ঠা-66]
(329) সত্য / মিথ্যা : বেথুয়াডহরি বন পুরুলিয়ায় আছে।
মিথ্যা । বেথুয়াডহরি বন নদিয়ায় আছে। [বই এর পৃষ্ঠা-70]
(330) সত্য / মিথ্যা : ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে
সত্য [বই এর পৃষ্ঠা-81]
(331) সত্য/মিথ্যা নির্বাচন: ১৯৬০ এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে।
সত্য। [বই এর পৃষ্ঠা-75]
(332) সত্য / মিথ্যা নির্বাচন : রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে।
সত্য। [বই এর পৃষ্ঠা-77]
(333) সত্য / মিথ্যা নির্বাচন: মহানন্দার পশ্চিম দিকে দু'ভাগে ভাগ করেছে সংকোশ নদী।
মিথ্যা । [ সঠিক উত্তর - কালিন্দী নদী । [বই এর পৃষ্ঠা-77]
(334) সত্য মিথ্যা নির্বাচন: নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হল দক্ষিণ বঙ্গ।
মিথ্যা। [মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটাই হল দক্ষিণবঙ্গ ] [বই এর পৃষ্ঠা-78]
(335) সত্য মিথ্যা: গঙ্গা একটি নিত্যবহ নদী নয়।
মিথ্যা। [বই এর পৃষ্ঠা-67]
(336) সত্য / মিথ্যা : ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন।
সত্য [বই এর পৃষ্ঠা-90]
(337) সত্য / মিথ্যা : বীরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিল।
মিথ্যা। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমীর। [বই এর পৃষ্ঠা-95]
(338) সত্য / মিথ্যা নির্বাচন: রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়।
সত্য। [বই এর পৃষ্ঠা-0]
(339) সত্য / মিথ্যা নির্বাচন: জহরলাল নেহেরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়।
মিথ্যা। [বই এর পৃষ্ঠা-93]
(340) সত্য না মিথ্যা লেখ: কৃষিবান্ধব পতঙ্গ হলো মৌমাছি।
সত্য [বই এর পৃষ্ঠা-101]
(341) সত্য / মিথ্যা : মানুষ কখনোই নিমপাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি।
মিথ্যা। [বই এর পৃষ্ঠা-100]
(342) সত্য না মিথ্যা লেখ: সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক।
সত্য [বই এর পৃষ্ঠা-236]
(343) সত্য না মিথ্যা লেখ: শাখা প্রশাখাযুক্ত গাছ হল তালগাছ।
মিথ্যা [বই এর পৃষ্ঠা-105]
(344) ১৮৫৩ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়।
মিথ্যা। ভারতে প্রথম রেল চালু হয় ১৮৫৩ সালে তবে তা মুম্বাই থেকে থানে পর্যন্ত। ১৫ই আগস্ট ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ২৪ মাইল দূরত্ব রেল চলেছিল। [বই এর পৃষ্ঠা-151]
(345) এই জেলাগুলোর সদর শহর লেখ। কোচবিহার , মালদা , পূর্ব বর্ধমান , হাওড়া, মুর্শিদাবাদ, কলকাতা


জেলার নামসদর শহর
কোচবিহার জেলাকোচবিহার শহর
মুর্শিদাবাদবহরমপুর
মালদাইংলিশ বাজার
পূর্ব বর্ধমানবর্ধমান শহর
হাওড়া জেলাহাওড়া শহর
কলকাতা জেলাকলকাতা শহর


জেলার নামসদর শহর
কোচবিহার জেলাকোচবিহার শহর
মালদাইংলিশ বাজার
পূর্ব বর্ধমানবর্ধমান শহর
হাওড়া জেলাহাওড়া শহর
মুর্শিদাবাদবহরমপুর
কলকাতা জেলাকলকাতা শহর
[বই এর পৃষ্ঠা- 79, 79, 80, 80, 79, 80]
(346) নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত: শিলিগুড়ি, বোলপুর, কল্যাণী নবদ্বীপ বিষ্ণুপুর দীঘা।
শহরের নামকোন জেলায় অবস্থিত
শিলিগুড়িদার্জিলিং
বোলপুরবীরভূম
কল্যাণীনদিয়া
নবদ্বীপনদিয়া
বিষ্ণুপুরবাঁকুড়া
দীঘাপূর্ব মেদিনীপুর
[বই এর পৃষ্ঠা-81, 82]
(347) প্রদত্ত জেলা গুলির সদর শহরের নাম লেখ: দার্জিলিং, কালিম্পং, হাওড়া।
দার্জিলিং- দার্জিলিং শহর, কালিম্পং - কালিম্পং শহর, হাওড়া- হাওড়া শহর। [বই এর পৃষ্ঠা-79-80]
(348) প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্য গুলি লেখ: জলপাইগুড়ি, বহরমপুর, ইংলিশ বাজার
জলপাইগুড়ি : তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর। এখানে জেলা হাসপাতাল, ফার্মেসি, কলেজ ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। বহরমপুর : ভাগীরথীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ জেলার সদর শহর। রেশম শিল্প ও পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। ইংলিশ বাজার : মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর। বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল পলিটেকনিক কলেজ আছে। [বই এর পৃষ্ঠা-79]
(349) প্রদত্ত শহর গুলি কোন জেলার অন্তর্ভুক্ত: নবদ্বীপ, ডানকুনি, আরামবাগ
  • নবদ্বীপ – নদিয়া জেলা
  • ডানকুনি – হুগলি জেলা
  • আরামবাগ – হুগলি জেলা


ক - স্তম্ভখ - স্তম্ভ
গঙ্গাবঙ্গোপসাগর
গন্ধগোকুলভাম বেড়াল
কুলিকপাখিরালয়
১৯০৫ সালবঙ্গভঙ্গ
দিঘা কাজুবাদাম


(350)
ক - স্তম্ভখ - স্তম্ভ
গঙ্গাপাখিরালয়
গন্ধগোকুলবঙ্গোপসাগর
কুলিককাজুবাদাম
১৯০৫ সালভাম বেড়াল
দিঘা বঙ্গভঙ্গ
ক - স্তম্ভখ - স্তম্ভ
গঙ্গাবঙ্গোপসাগর
গন্ধগোকুলভাম বেড়াল
কুলিকপাখিরালয়
১৯০৫ সালবঙ্গভঙ্গ
দিঘা কাজুবাদাম
[বই এর পৃষ্ঠা- 68, 52, 79, 69, 81]
(351)
ক - স্তম্ভখ - স্তম্ভ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গমাতঙ্গিনী হাজরা
কুলিক পাখিরালয়তিস্তা
ছৌ নাচের জন্য বিখ্যাতপাখিরালয়
গান্ধী বুড়িসান্দাকফু
রেলের ইঞ্জিন তৈরির কারখানাপুরুলিয়া
নিত্যবহ নদীরায়গঞ্জ
ক - স্তম্ভখ - স্তম্ভ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গসান্দাকফু
কুলিক পাখিরালয়রায়গঞ্জ
ছৌ নাচের জন্য বিখ্যাতপুরুলিয়া
গান্ধী বুড়িমাতঙ্গিনী হাজরা
রেলের ইঞ্জিন তৈরির কারখানাচিত্তরঞ্জন
নিত্যবহ নদীতিস্তা
[বই এর পৃষ্ঠা-77, 80, 92, 82, 67]
(352)
বাম দিকডান দিক
দ্বারকেশ্বর নদ + শিলাবতী নদীকংসাবতী
বালুরঘাটহলদি
মেদিনীপুররূপনারায়ন
কেলেঘাই + কংসাবতীভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল
আরামবাগআত্রেয়ী
নবদ্বীপদ্বারকেশ্বর
বাম দিকডান দিক
দ্বারকেশ্বর নদ + শিলাবতী নদীরূপনারায়ন
বালুরঘাটআত্রেয়ী
মেদিনীপুরকংসাবতী
কেলেঘাই + কংসাবতীহলদি নদী
আরামবাগদ্বারকেশ্বর
নবদ্বীপভাগীরথী ও হুগলি নদীর মিলন স্থল
[বই এর পৃষ্ঠা- 66, 79, 80, 66, 82, 68]
(353)
বাম দিকডান দিক
বিদ্যাধরী নদীর তীরেইংলিশ বাজার
আত্রেয়ী নদীর তীরেআরামবাগ
দ্বারক্কেশ্বর নদীর তীরেচন্দ্রকেতু রাজার দুর্গ
তোর্সা নদীর তীরেবালুরঘাট
মহানন্দা নদীর তীরেকোচবিহার
বাম দিকডান দিক
বিদ্যাধরী নদীর তীরেচন্দ্রকেতু রাজার দুর্গ
আত্রেয়ী নদীর তীরেবালুরঘাট
দ্বারক্কেশ্বর নদীর তীরেআরামবাগ
তোর্সা নদীর তীরেকোচবিহার
মহানন্দা নদীর তীরেইংলিশ বাজার
[বই এর পৃষ্ঠা- 70, 79, 82, 79, 79]
(354) ছক পূরণ করো:
শহরের বৈশিষ্ট্য
মদনমোহন মন্দির
কুলিক পাখিরালয়
চিংড়ি খালি দুর্গের ভগ্নাবশেষ
আবহাওয়া অফিস
শান্তিনিকেতন
শহরের বৈশিষ্ট্যশহর : জেলার নাম
মদনমোহন মন্দির কোচবিহার : কোচবিহার জেলা
কুলিক পাখিরালয়রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলা
চিংড়ি খালি দুর্গের ভগ্নাবশেষডায়মন্ড হারবার - দক্ষিণ ২৪পরগনা জেলা
আবহাওয়া অফিসআলিপুর : দক্ষিণ ২৪ পরগনা জেলা
শান্তিনিকেতনবোলপুর : বীরভূম জেলা
[বই এর পৃষ্ঠা- 79, 79 ,82, 80, 82]
(355)
বাম স্তম্ভডান স্তম্ভ
মালদা জেলাসম্পদ
স্বাস্থ্যবিজ্ঞানী
একশৃঙ্গ গন্ডারতরাই অঞ্চল
আচার্য জগদীশচন্দ্র বসুজলদাপাড়া
আনারসইংলিশ বাজার
বামপক্ষডানপক্ষ
মালদা জেলাইংলিশ বাজার
স্বাস্থ্যসম্পদ
একশৃঙ্গ গন্ডারজলদাপাড়া
আচার্য জগদীশচন্দ্র বসুবিজ্ঞানী
আনারসতরাই অঞ্চল
[বই এর পৃষ্ঠা-79,85,75,90,105]
(356) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভখ স্তম্ভ
২.১ একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেনক) শিশু দিবস পালন করা হয়
২.২ মাতঙ্গিনী হাজরাখ) একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন
২.৩ মাস্টারদা সূর্যসেন গ) আলু চাষের জন্য বিখ্যাত
২.৪ আরামবাগঘ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
২.৫ জহরলাল নেহেরুর জন্মদিনঙ) একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন
ক স্তম্ভখ স্তম্ভ
=২.১ একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেনঘ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
২.২ মাতঙ্গিনী হাজরাঙ) একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন
২.৩ মাস্টারদা সূর্যসেন খ) একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন
২.৪ আরামবাগগ) আলু চাষের জন্য বিখ্যাত
২.৫ জহরলাল নেহেরুর জন্মদিনক) শিশু দিবস পালন করা হয়
[বই এর পৃষ্ঠা- 90, 92, 91, 93]
(357)
বাম স্তম্ভডান স্তম্ভ
অস্ত্রাগার লুণ্ঠননেতাজি সুভাষচন্দ্র বোস
ফরোয়ার্ড ব্লকপ্রশান্তচন্দ্র মহালানবিশ
হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি১৯৩০ সালে
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটআচার্য প্রফুল্ল চন্দ্র রায়
বামপক্ষডানপক্ষ
বাম স্তম্ভডান স্তম্ভ
অস্ত্রাগার লুণ্ঠন১৯৩০ সালে
ফরওয়ার্ড ব্লকনেতাজি সুভাষচন্দ্র বোস
হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রিআচার্য প্রফুল্ল চন্দ্র রায়
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটপ্রশান্ত চন্দ্র মহালানবিশ
[বই এর পৃষ্ঠা-216]
(358)
বামপক্ষডানপক্ষ
৪.১ কলকাতায় প্রথম রিকশা আসেক) ২০০৯ সালে
৪.২ ভারতে প্রথম রেল চালু হয়খ) ১৯১৪ সালে
৪.৩ কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয়গ) ১৮৫৩ সালে
৪.৪ সুন্দরবনে আয়লা ঘটেঘ) ১৯০০ সালে
"
বামপক্ষডানপক্ষ
৪.১ কলকাতায় প্রথম রিকশা আসেঘ) ১৯০০ সালে
৪.২ ভারতে প্রথম রেল চালু হয়গ) ১৮৫৩ সালে
৪.৩ কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয়খ) ১৯১৪ সালে
৪.৪ সুন্দরবনে আয়লা ঘটেক) ২০০৯ সালে
[বই এর পৃষ্ঠা-139]
(359) তরাই অঞ্চলের সৃষ্টিতে উত্তরবঙ্গের নদী গুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো।
"উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা ,জলঢাকা, মহানন্দা, কালজানি প্রভৃতি নদীগুলি বরফ গলা জলের নদী। এরা পাহাড় থেকে পলি বয়ে নিয়ে আসে পাদদেশে।
(360) ঔষধি গাছ কাকে বলে? একটি ঔষধি গাছের উদাহরণ দাও।
যে গাছের দ্বারা আমরা ঔষধ তৈরি করি তাকে ঔষধি গাছ বলে। যেমন তুলসী কালমেঘ, কুলেখাড়া, অর্জুন, সর্পগন্ধা ইত্যাদি। [বই এর পৃষ্ঠা-87]
(361) পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
পামির মালভূমি কে বলা হয় [বই এর পৃষ্ঠা-0]

আশা করি এই প্রশ্নোত্তর গুলি তোমাদের খুবই উপকারে আসবে। পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্য বই থেকে সব উত্তর গুলির ভাষা ব্যবহার করা হয়েছে এবং পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়েছে। একাধিক বার যাচাইয়ের পরেই এটা প্রকাশ করা হয়েছে।

post_reference

  1. আমাদের পরিবেশ (প্রাথমিক শিক্ষা পর্ষদ)
  2. প্রশ্ন বিচিত্রা (রায় ও মার্টিন)
  3. পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত বিভিন্ন জেলা সংক্রান্ত বিবরণীর বই ও লিফলেট।
  4. পরিবেশ ও বিজ্ঞান (মধ্যশিক্ষা পর্ষদ)


About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.