আলো ক্লাস সেভেন: আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.(iii) চুম্বক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অন্তর্গত বিষয়গুলি হলো বিগত বছরের এই চুম্বক ক্লাস সেভেন এর অধ্যায় থেকে আসা প্রশ্ন উত্তর, বিকল্প ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি।
সপ্তম শ্রেণী চুম্বক প্রশ্ন উত্তর | Class 7 Magnet question answer
A. চুম্বক অধ্যায়ের সমস্ত প্রশ্ন প্রশ্নমান - Mark
(1) দন্ড চুম্বক এর আকৃতি
(a) ঘনক আকার / (b) আয়তঘনাকার / (c) শঙ্কু আকার / (d) চোঙ আকৃতির
উত্তর : আয়তঘনাকার
(2) দন্ডচুম্বক এক প্রকার _____ চুম্বক।
উত্তর : কৃত্রিম
(3) এই জিনিসগুলির মধ্যে কোন গুলিকে চুম্বক আকর্ষণ করে তা আলাদা করে লেখ।
ইরেজার, লোহার পেরেক, প্লাস্টিকের স্কেল, কাঠের পেন্সিল,পেন্সিল কম্পাস, টাকার কয়েন, গাছের পাতা, স্টিলের চামচ, ব্লেড, কাঁচের গ্লাস
ইরেজার, লোহার পেরেক, প্লাস্টিকের স্কেল, কাঠের পেন্সিল,পেন্সিল কম্পাস, টাকার কয়েন, গাছের পাতা, স্টিলের চামচ, ব্লেড, কাঁচের গ্লাস
উত্তর : লোহার পেরেক, পেন্সিল কম্পাস, টাকার কয়েন, স্টিলের চামচ ও ব্লেড - এগুলিকে চুম্বক আকর্ষণ করে।
(4) চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট ও কোনো কোনো ধরনের ইস্পাত।
(6) _____ পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকের পরিণত করা যায়।
উত্তর : চুম্বক
(7) অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদের অচৌম্বক পদার্থ বলে। যেমন প্লাস্টিক, রবার, কাঠ, কাগজ।
(8) গল্প অনুযায়ী _____ নামে মেশপালক প্রথম চুম্বক আবিষ্কার করেছিল।
উত্তর : ম্যাগনেস
(9) _____ থেকে ম্যাগনেট নামটি এসেছে।
উত্তর : ম্যাগনেটাইট
(10) ম্যাগনেটাইট হল _____ চুম্বক।
উত্তর : প্রাকৃতিক
(11) প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য লেখ
উত্তর :
প্রাকৃতিক চুম্বক | কৃত্রিম চুম্বক |
---|---|
এই চুম্বক প্রকৃতিতে পাওয়া যায়। | চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে এই চুম্বকে পরিণত করা হয়। |
এটি হলো এক ধরনের পাথর। | এটি হলো আসলে চৌম্বক পদার্থ যাকে চুম্বকে পরিণত করা হয়। |
এই চুম্বকের আকর্ষণ ক্ষমতা কম। | এই চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি। |
এই চুম্বকের আকর্ষণ ক্ষমতা ইচ্ছামত পরিবর্তন করা যায় না। | এই চুম্বকের আকর্ষণ ক্ষমতা ইচ্ছামত পরিবর্তন করা যায়। |
এই চুম্বকের ব্যবহার প্রায় নেই। | বর্তমানে এই চুম্বক বহুল ব্যবহৃত হয়। |
(12) চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে সর্বদা _____ মুখ করে থাকে।
উত্তর : উত্তর-দক্ষিণ
(13) চুম্বকের ধর্ম লেখ।
উত্তর : (i) চুম্বক চুম্বক পদার্থকে এবং অন্য চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে।
(ii) চুম্বক স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে।
(iii) চুম্বক আরেকটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে।
(14) চুম্বকের দিকনির্দেশক ধর্মটি কি?
উত্তর : চুম্বককে অবাধে ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে। চুম্বকের এই ধর্মকে দিকনির্দেশক ধর্ম বলে। এই ধর্মের জন্যই কম্পাসে চুম্বক ব্যবহার করা হয়।
(15) দু প্রান্ত সূচালো হালকা চুম্বকিত ইস্পাতের পাতকে _____ বলে।
উত্তর : চুম্বক শলাকা
(16) চুম্বকের মেরু কাকে বলে?
উত্তর : চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে।
এই মেরু দুটিকে দুটি বিন্দু হিসেবে ভাবা যেতে পারে
এই মেরু দুটিকে দুটি বিন্দু হিসেবে ভাবা যেতে পারে
(17) চুম্বকের দুই মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে _____ হয়।
উত্তর : বেশি
(18) চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে?
উত্তর : চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে।
(19) চুম্বকের উদাসীন অঞ্চলের আকর্ষণ ক্ষমতা _____ ।
উত্তর : প্রায় নেই
(20) চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব কে _____ বলে।
উত্তর : চৌম্বক দৈর্ঘ্য
(21) চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের _____ গুণ।
উত্তর : 0.86
(22) চৌম্বক দৈর্ঘ্য = _____ × 0.86
উত্তর : চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য
আরও পড় : সপ্তম শ্রেণি : অধ্যায় আলো মক টেস্ট
(23) অবাধে ঝুলন্ত অবস্থায় চুম্বকের যে মেরু টি উত্তর দিকে মুখ করে থাকে তাকে _____ বলে।
উত্তর : উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু (N)
(24) অবাধে ঝুলন্ত অবস্থায় চুম্বকের যে মেরুঠি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে _____ বলে।
উত্তর : দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু (S)
(25) চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় তাকে _____ বলে।
উত্তর : চৌম্বক অক্ষ
(26) চৌম্বক ক্ষেত্র কাকে বলে?
উত্তর : একটা চুম্বকের চার ধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে।
(27) চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে _____ করে।
উত্তর : আকর্ষণ
(28) চুম্বকের সমমেরু পরস্পরকে _____ করে।
উত্তর : বিকর্ষণ
(29) কোন বস্তুর চুম্বক কিনা তা জানতে আকর্ষণ, না বিকর্ষণ কোনটি বেশি নির্ভরযোগ্য এবং কেন?
উত্তর : কোন বস্তু চুম্বক কিনা জানতে বিকর্ষণ বেশি নির্ভরযোগ্য।
কারণ: যদি দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে একটি চুম্বক হতে পারে আবার দুটিই চুম্বক হতে পারে। কারণ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু যদি বিকর্ষণ হয় তাহলে অবশ্যই বুঝতে হবে দুটি বস্তুই চুম্বক। তাই বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ।
কারণ: যদি দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে একটি চুম্বক হতে পারে আবার দুটিই চুম্বক হতে পারে। কারণ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু যদি বিকর্ষণ হয় তাহলে অবশ্যই বুঝতে হবে দুটি বস্তুই চুম্বক। তাই বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ।
(30) চৌম্বক আবেশ কাকে বলে?
উত্তর : চুম্বকের কাছে কোন চৌম্বক পদার্থ আনলে সেই পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে।
(31) আকর্ষণের পূর্বে আবেশ হয়- ব্যাখ্যা কর।
উত্তর : চুম্বক যখন কোন চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, তার আগে ওই চৌম্বক পদার্থকে আবেষিত করে চুম্বকে পরিণত করে। চুম্বকের কাছের অংশে ওই পদার্থের বিপরীত মেরু সৃষ্টি হয়। তাই বলা যায় আকর্ষণের পূর্বে আবেশ হয়।
(32) একটা মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া কি সম্ভব?
উত্তর : না, একটা মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া কখনোই সম্ভব নয়।
(33) চুম্বকের ধর্ম গুলি লেখ।
উত্তর : চুম্বক এর আকর্ষণ ধর্ম।
চুম্বকের দিক নির্দেশক ধর্ম।
চুম্বকের সমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে।
চুম্বকের আকর্ষণের আগে আবেশ হয়।
চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে।
মেরু বিহীন চুম্বক পাওয়া সম্ভব কিন্তু একক মেরুর অস্তিত্ব নেই।
(34) পৃথিবী নিজেই একটা চুম্বক- এর স্বপক্ষে প্রমাণ দাও।
উত্তর : একটা লোহার দন্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর রেখে দিলে দেখা যাবে ওই দন্ডের মধ্যে সামান্য চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দন্ডটার উত্তর দিকের অংশে উত্তর মেরু এবং দক্ষিণ দিকের অংশে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে।
(35) তড়িৎ চুম্বক কাকে বলে?
উত্তর : তড়িৎ প্রবাহের ফলে লোহার দণ্ডকের চুম্বকের পরিণত করা যায়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে।
(36) চুম্বকের পাঁচটি ব্যবহার লেখ।
উত্তর : লাউডস্পিকারে চুম্বকের ব্যবহার আছে।
সাইকেলের ডায়নামোতে চুম্বকের ব্যবহার হয়।
ফ্রিজের দরজায় চুম্বক ব্যবহৃত হয়।
ইলেকট্রিক কলিংবেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।
ইলেকট্রিক মোটরের তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। কম্পিউটারের হার্ডডিস্ক কে চুম্বক ব্যবহার করা হয়।
(37) ATM কার্ড বা ক্রেডিট কার্ডের কালো স্ট্রীট মুখোমুখি একসঙ্গে রাখতে হয় না কেন?
উত্তর : ATM কার্ড বা ক্রেডিট কার্ডের কালো স্ট্রীট আসলে চুম্বক। এই কালো স্ট্রীট মুখোমুখি রাখলে ATM কার্ড বা ক্রেডিট কার্ড নষ্ট হয়ে যাবে তাই মুখোমুখি একসঙ্গে রাখা উচিত না।
(38) নো কম্পাসে _____ ব্যবহার করা হয়।
উত্তর : চুম্বক শলাকা
(39) ভূচুম্বক বলরেখা গুলি _____ পর্যন্ত বিস্তৃত।
উত্তর : উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
(40) পরিযায়ী পাখিরা পৃথিবীর _____ অনুসরণ করে পাড়ি দেয়।
উত্তর : চৌম্বক বলরেখা
(41) ভূ-চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মহাজগতিক রশ্মির ক্রিয়া প্রতিক্রিয়ায় _____ উৎপন্ন হয়।
উত্তর : মেরুজ্যোতি।
(42) পায়রার মস্তিষ্কে কালো রংয়ের _____ নামে এক ধরনের চুম্বকীয় বস্তু আছে।
উত্তর : ম্যাগনেলাইট
(43) পরিযায়ী পাখিরা কিভাবে পথ চিনে দূর দেশে পাড়ি দেয়?
উত্তর : পরিযায়ী পাখিরা পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করে দূর দেশে পাড়ি দেয়।