ক্লাস সেভেন আলো অধ্যায় মক টেস্ট । Class VII Chapter Light Mocktest
প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ১৫ সেকেন্ড সময় পাবে।

মক টেস্ট সিলেক্ট কর
Time's Up
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Score
0
1 কোনটি সপ্রভ বস্তু?
ইট
কাঠ
পাথর
নক্ষত্র
2 একটি অপ্রভ বস্তুর উদাহরণ –
জোনাকি
জ্বলন্ত দেশলাই
চশমা
তারা
3 অপ্রভ বস্তু নয় –
ইট
কাঠ
জোনাকি
লোহা
4 স্বচ্ছ মাধ্যমের উদাহরণ –
জল
কাঠ
লোহা
কুয়াশা
5 আলোর জন্য বায়ু হলো
স্বচ্ছ মাধ্যম
অস্বচ্ছ মাধ্যম
ঈষৎ স্বচ্ছ মাধ্যম
কোনোটিই নয়
6 আলোর পক্ষে কাঁচ হল একটি
স্বচ্ছ মাধ্যম
অস্বচ্ছ মাধ্যম
স্বচ্ছ মাধ্যম
কোনোটিই নয়
7 কোনটি অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ?
জল
লোহা
কুয়াশা
বায়ু
8 কুয়াশা হল
স্বচ্ছ মাধ্যম
ঈষৎ স্বচ্ছ মাধ্যম
অস্বচ্ছ মাধ্যম
কোনোটিই নয়
9 তৈলাক্ত কাগজ হলো একটি
স্বচ্ছ মাধ্যম
ঈষৎ স্বচ্ছ মাধ্যম
অস্বচ্ছ মাধ্যম
কোনোটিই নয়
10 নিচের কোনটি ইসৎ স্বচ্ছ মাধ্যম নয়?
ঘষা কাজ
স্বচ্ছ কাঁচ
কুয়াশা
ট্রেসিং পেপার
11 আলো গমন করে
বক্ররেখায়
সরলরেখায়
যে কোন রেখায়
সবগুলি
12 অপসারী আলোকরশ্মিগুচ্ছ –
আঁকাবাঁকা পথে ছড়িয়ে পড়ে
সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে
সমান্তরালভাবে এগিয়ে চলে
একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়
13 টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি হল –
সমান্তরাল
অপসারী
অভিসারী
প্রতিফলিত
14 আলো নিজে অদৃশ্য থেকে বস্তুকে দৃশ্যমান করে।
সত্য
মিথ্যা
15 অপ্রভ বস্তু কখনোই আলোর উৎস হিসেবে কাজ করতে পারে না।
সত্য
মিথ্যা
16 জলের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে।
সত্য
মিথ্যা
17 ঘষা কাঁচ ও ট্রেসিং পেপার হলো স্বচ্ছ বস্তুর দুটি উদাহরণ।
সত্য
মিথ্যা
18 সূর্য থেকে পৃথিবীতে আলো মাধ্যমের মধ্যে দিয়ে আসে।
সত্য
মিথ্যা
19 আলো সরলরেখায় চলে।
সত্য
মিথ্যা
20 কোন বিন্দু উৎস থেকে একটি আলোকরশ্মিও নির্গত হতে পারে।
সত্য
মিথ্যা
21 ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে–
প্রচ্ছায়া বলে
উপচ্ছায়া বলে
আলোক উৎস বলে
সূচিছিদ্র বলে
22 আলোক উৎস বড় হলে গঠিত হয় –
প্রচ্ছায়া
উপচ্ছায়া
প্রচ্ছয়া ও উপচ্ছায়া উভয়
কোনোটিই নয়
23 বিন্দু উৎসের সামনে অবস্থিত অসচ্ছ বস্তুর ছায়ায় থাকে –
প্রচ্ছয়া ও উপচ্ছায়া উভয়
প্রচ্ছয়া থাকে কিন্তু উপচ্ছায়া থাকে না
প্রচ্ছয়া থাকে না কিন্তু উপচ্ছায়া থাকে
24 বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার –
ছোট হবে
বড় হবে
একই থাকবে
25 ছায়া পড়ার কারণ –
আলোর বিচ্ছুরণ ধর্ম
আলোর প্রতিসরণ ধর্ম
আলোর প্রতিফলন ধর্ম
আলো সরলরেখায় চলাচল করার ধর্ম
26 একটি বিন্দু আলোক উৎস ও একটি দেওয়ালের মধ্যবর্তী স্থানে বিন্দু আলোক উৎসটির সামনে একটি অস্বচ্ছব বস্তু রাখা হলো । অস্বচ্ছ বস্তুটিকে দেওয়ালের কাছে সরাতে থাকলে ছায়ার আকৃতি –
ক্রমশ ছোট হতে থাকবে
ক্রমশ বড় হতে থাকবে
অপরিবর্তিত থাকবে
27 একটি বিন্দু আলোক উৎসের সামনে কিছুটা দূরত্বে একটি পর্দা রাখা আছে এবং পর্দা ও উৎসের মধ্যবর্তী স্থানে একটি অস্বচ্ছ বস্তু রাখা আছে। অস্বচ্ছ বস্তু ও উৎসটিকে স্থির রেখে পর্দাটিকে দূরে সরালে –
ক্রমশ ছোট হতে থাকবে
ক্রমশ বড় হতে থাকবে
অপরিবর্তিত থাকবে
28 উপচ্ছায়া অংশে আলোক উৎস থেকে কোন আলো প্রবেশ করার সুযোগ পায় না।
সত্য
মিথ্যা
29 প্রচ্ছার তুলনায় উপচ্ছায়া কম অন্ধকারাচ্ছন্ন হয়।
সত্য
মিথ্যা
30 আলোক উৎস যদি বিন্দু উৎস হয় তবে উপচ্ছায়া গঠিত হয় না।
সত্য
মিথ্যা
31 আলোক উৎস বড় হলে শুধুমাত্র প্রচ্ছয়া গঠিত হয়।
সত্য
মিথ্যা
32 আলো সরলরেখায় গমন করে বলেই ছায়া বা প্রচ্ছায়া পতিত হয়।
সত্য
মিথ্যা
33 বিমান উঁচুতে উঠলে তার ছায়া মাটিতে পড়ে।
সত্য
মিথ্যা
34 সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় কিসের জন্য?
আলোর প্রতিফলন
আলোর প্রতিসরণ
আলোর সরলরেখায় চলা
35 সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় –
ছায়া
প্রতিকৃতি
প্রতিবিম্ব
প্রচ্ছায়া
36 সূচিত্র ক্যামেরায় বস্তুকে ছিদ্র থেকে দূরে সরালে প্রতিকৃতির আকার –
ছোট হবে
বড় হবে
একই থাকবে
বিন্দুতে পরিণত হবে
37 সূচিছিদ্র ক্যামেরার ক্ষেত্রে কোনটি সঠিক?
প্রতিকৃতি সর্বদা বস্তুর চেয়ে আকারে বড় হয়
প্রতিকৃতি সর্বদা বস্তুর সমান সাইজের হয়
প্রতিকৃতি সর্বদাই বস্তুসাপেক্ষে সোজা হয়
প্রতিকৃতি সর্বদাই বস্তু সাপেক্ষে উল্টো হয়
38 সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে, প্রতিকৃতি –
আরও স্পষ্ট হবে
আরো অস্পষ্ট হবে
কোন পরিবর্তন হবে না
আরো উজ্জ্বল হবে
39 সূচিছিদ্র ক্যামেরার বাক্সের দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতির আকার –
একই থাকবে
ছোট হবে
বড় হবে
অদৃশ্য হবে
40 মোমবাতির শিখাকে সূচিছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি –
ছোট হবে
বড় হবে
একই থাকবে
অদৃশ্য হবে
41 লম্বভাবে মাটিতে পোতা একটি লাঠির ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় –
ভোর বেলায়
সূর্য যখন মাথার ওপর থাকে
বিকেল বেলায়
গোধূলির সময়
42 সূচিছিদ্র ক্যামেরা আলোর প্রতিফলন নীতির ওপর ভিত্তি করে কাজ করে।
সত্য
মিথ্যা
43 সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
সত্য
মিথ্যা
44 সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো হয়।
সত্য
মিথ্যা
45 সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্রটি বর্গাকার হলে বস্তুর প্রতিকৃতি ও বর্গাকার হবে।
সত্য
মিথ্যা
46 ভেন্টিলেটরের ফাক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে দেওয়ালে সূর্যের গোল প্রতিকৃতি গঠন করে।
সত্য
মিথ্যা
47 সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র যত বড় হবে প্রতিকৃত তত সুক্ষ হবে।
সত্য
মিথ্যা
48 গোধূলির সময় ছায়ার দৈর্ঘ্য সর্বোচ্চ হয়।
সত্য
মিথ্যা
49 নিয়মিত প্রতিফলন ঘটে
সিনেমার পর্দায়
আয়নায়
দেওয়াল
অ্যাসবেসটসে
50 সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে
90°
0°
180°
45°
51 কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ
90°
0°
180°
45°
52 প্রতিফলন কোণ x° হলে আপাতন কোণ হবে
100°
10°
x°
70°
53 প্রতিফলিত আলোকরশ্মি প্রতিফলকের সঙ্গে 10° কোন উৎপন্ন করলে আপাতন কোণ হবে
100°
10°
80°
70°
54 আপতন কোণের মান 45° হলে প্রতিফলন কোণের মান হবে –
60°
45°
30°
90°
55 সমতল আয়নার সঙ্গে 30° কোনে আলো আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে
60°
0°
30°
90°
56 আপাতত কোন 60° হলে আপাতন ও প্রতিফলন কোণের সমষ্টি হবে
90°
80°
180°
120°
57 অমসৃণ প্রতিফলক থেকে আলোর
নিয়মিত প্রতিফলন হওয়ায়
বিক্ষিপ্ত প্রতিফলন হয়
কোন প্রতিফলন হয় না
নিয়মিত ও বিক্ষিপ্ত দুই প্রকার প্রতিফলন হয়
58 বিক্ষিপ্ত প্রতিফলন হয়
আয়নায় প্রতিফলন
সিনেমার পর্দায় প্রতিফলন
মসৃণ থালাতে প্রতিফলন
কোনোটিই নয়
59 আপাতন কোণ 0° হলে প্রতিফলন কোণ 0° হবে।
সত্য
মিথ্যা
60 আপাতন কোন ও প্রতিফলন কোণের মান সর্বদা অসমান।
সত্য
মিথ্যা
61 আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে না।
সত্য
মিথ্যা
62 তাপাতিত রশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান হয় 180° ।
সত্য
মিথ্যা
63 মসৃণ ও অমসৃণ সমতল দর্পণের ওপর কোনো আলোকরশ্মি পড়লে ওই রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয়।
সত্য
মিথ্যা
64 ঘরের দেওয়ালে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
সত্য
মিথ্যা
65 সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়।
সত্য
মিথ্যা
66 সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয়।
সত্য
মিথ্যা
67 বিক্ষিপ্ত প্রতিফলনে আলোকরশ্মির প্রতিফলনের সূত্র মেনে চলে না।
সত্য
মিথ্যা
68 বইয়ের পাতায় আলোর প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলন।
সত্য
মিথ্যা
69 ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ (i) ও প্রতিসরণ কোণ (r) এর মধ্যে সম্পর্ক
i=r
r>i
r< i
i + r = 90°
70 ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোকরশ্মিগুচ্ছ প্রবেশের সময়
অভিলম্ব থেকে দূরে সরে যায়
অভিলম্বের কাছে সরে আসে
অভিলম্বের ওপর দিয়ে যায়
প্রতিফলিত হয়
71 তির্যকভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর
একই পথে চলতে থাকে
একটু বেঁকে অন্য পথে চলতে থাকে
পুনরায় একই পথে ফিরে আসে
ভিন্ন পথে প্রথম মাধ্যমেই ফিরে আসে
72 লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ (i) ও প্রতিসরণ কোণ (r)-এর মধ্যে সম্পর্কটি কীরূপ হবে
i+r= 90°
i=r
r>i
r
73 আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর
প্রতিফলনের জন্য
প্রতিসরণের জন্য
বিচ্ছুরণের জন্য
74 কোনটি সত্য নয়
আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়
আয়নায় গঠিত প্রতিবিম্ব সর্বদাই বস্তুর মাপ অপেক্ষা বড়ো হয়
বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়
আয়নায় পার্শ্ব পরিবর্তন হয়
75 এক ব্যক্তি আয়নার দিকে পাঁচ পা এগোলে প্রতিবিম্ব
ব্যক্তি থেকে পাঁচ পা পিছিয়ে যাবে
ব্যক্তির দিকে পাঁচ পা এগিয়ে আসবে
ব্যক্তি থেকে দশ পা পিছিয়ে যাবে
ব্যক্তির দিকে দশ পা এগিয়ে আসবে
76 আয়না থেকে কোনো ব্যক্তির দূরত্ব 1 মি হলে, ওই ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে
0.5 মি
1 মি
1.5 মি
2 মি
77 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড়ো আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা
1.22 মি
2.72 মি
0.28 মি
1.5 মি
78 একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়
5 মিটার
10 মিটার
15 মিটার
20 মিটার
79 আয়নায় বস্তুর ______ পরিবর্তন হয়
পার্শ্বীয়
আকার
রং
দৈর্ঘ্য
80 কোন অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না
E
H
K
N
81 AMBULANCE শব্দটির মধ্যে পার্শ্বীয় পরিবর্তন হয় না
A-এর
M-এর
U-এর
A,B,C সবকটির
82 কোন্ শব্দটিকে সমতল\'আয়নার সামনে ধরলে, আয়নাতে যা পড়া যাবে তাও একটি অর্থযুক্ত শব্দ হবে
HIM
TOM
AM
YO-YO
83 একটি লাঠিকে জলে ডুবিয়ে জলের বাইরে থেকে দেখলে বাঁকা মনে হয়। এর কারণ হল আলোর
প্রতিসরণ
প্রতিফলন
বিচ্ছুরণ
84 জলভরতি বালতির ওপর থেকে দেখলে বালতির তল ওপরে উঠে এসেছে মনে হয়। এটি ঘটে ______এর জন্য
প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
অভিলম্ব
85 প্রতিবিম্ব গঠিত হয় আলোর
প্রতিফলনের জন্য
প্রতিসরণের জন্য
বিচ্ছুরণের জন্য
প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের জন্য
86 যে-কোনো অমসৃণ তলেই আলোর প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়
সত্য
মিথ্যা
87 আলোর বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব পঠিত হয়
সত্য
মিথ্যা
88 আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয় না
সত্য
মিথ্যা
89 সমতল আয়নায় বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়
সত্য
মিথ্যা
90 আয়নায় ইংরাজি U ও V অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন হয় না
সত্য
মিথ্যা
91 প্রতিসরণের জন্যও প্রতিবিম্ব গঠিত হয়
সত্য
মিথ্যা
92 রংধনু সৃষ্টির কারণ আলোর –
নিয়মিত প্রতিফলন
বিক্ষিপ্ত প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
93 সাদা আলো যে বর্ণালী উৎপন্ন করে তার মধ্যবর্ণ হলো –
সবুজ
বেগুনি
হলুদ
লাল
94 বর্ণালী সৃষ্টি হয় আলোর –
প্রতিফলন ধর্মের জন্য
প্রতিসরণ ধর্মের জন্য
বিচ্ছুরণ ধর্মের জন্য
95 আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো–
প্রতিফলনের প্রাকৃতিক ঘটনামাত্র
বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনামাত্র
প্রতিসরণের প্রাকৃতিক ঘটনামাত্র
প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনামাত্র
96 রংধনু সাধারণত কোন সময়ে দেখতে পাওয়া যায়?
ভোরবেলা
বৃষ্টির পর সকালবেলা
সন্ধ্যাবেলা
বৃষ্টির পর বিকেল বেলা
97 রংধনুতে কোন বর্ণটি থাকে না?
বাদামি
বেগুনি
আসমানী
সবুজ
98 রংধনুর শেষ প্রান্ত দুটির বর্ণ হলো –
লাল ও কমলা
লাল ও বেগুনি
নীল ও বেগুনি
নীল ও সবুজ
99 আকাশে ভাসমান জলকণায় সূর্যের আলো বিচ্ছুরিত হতে পারে।
সত্য
মিথ্যা
100 প্রিজমে লাল আলোর বিচ্ছুরণ ঘটে।
সত্য
মিথ্যা
101 সূর্যের আলোর বিচ্ছুরণের জন্য রংধনু সৃষ্টি হয়।
সত্য
মিথ্যা
102 সূর্যের আলো একটি যৌগিক আলো।
সত্য
মিথ্যা
103 প্রিজমের যৌগিক আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে।
সত্য
মিথ্যা
104 রংধনুর প্রথম ও শেষ বর্ণ দুটি যথাক্রমে লাল ও সবুজ।
সত্য
মিথ্যা
105 রংধনু সৃষ্টির সময় আলোর বিচ্ছুরণ ঘটায় বায়ুতে ভাসমান ধূলিকণা।
সত্য
মিথ্যা