বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[ Mocktest ] Class 7 Chapter 4 Science | পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায় 4 : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

ক্লাস সেভেন অধ্যায় 4 পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট | Class 7 mock test chapter 4 science | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | সপ্তম শ্রেণী অধ্যায় 4 মক টেস্ট

তুমি কি সপ্তম শ্রেণীতে পড়ো ? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান এর মক টেস্ট খুজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছ। আজকের পর্বে তুমি পাবে তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 4 : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা - বিষয়ক একটি মক টেস্ট।

মক টেস্ট : অধ্যায় 4 - সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান

Class 7 Poribesh mocktest chapter 4
0/40
1 জীবদেহে মোট কয়টি প্রাকৃতিক মৌল পাওয়া যায়?
19 টি
20 টি
21 টি
22 টি
94 টা মৌল দিয়েই পৃথিবীর বেশির ভাগ জিনিস তৈরি হয়েছে। কিন্তু জীবদেহে মাত্র 22 টা মৌল নানান যৌগের আকারে জীবদেহে থাকে।
2 মানবদেহে ওজন অনুপাতে শতকরা কত শতাংশ অক্সিজেন?
20.6 %
77 %
65 %
45 %
প্রতি 100 গ্রাম ওজনের 65 গ্রাম অক্সিজেন রয়েছে। অর্থাৎ শতকরা 65 শতাংশ অক্সিজেন মানবদেহে রয়েছে ওজন অনুপাতে।
3 ভূপৃষ্ঠে ওজনাল উপাধিক হারে শতকরা কত শতাংশ অক্সিজেন?
45.6 %
46.6 %
20.6 %
8.1 %
পৃথিবীপৃষ্ঠে মৌলদের ওজনানুপাতিক বিচারে অক্সিজেন রয়েছে 46.6 শতাংশ।
4 নিচের কোন মৌলটি ভূপৃষ্ঠের চেয়ে মানবদেহে বেশি রয়েছে?
অক্সিজেন
কার্বন
নাইট্রোজেন
সবগুলি
অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি সবগুলি ভূপৃষ্ঠের চেয়ে মানব দেহে শতকরা হিসেবে বেশি রয়েছে।
5 মানব দেহের গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল চারটি হল -
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন
কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম
কার্বন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস
কার্বন, অক্সিজেন, সিলিকন, পটাশিয়াম
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন এই চারটি মৌল মানবদেহ গঠনে প্রধান ভূমিকা পালন করে। এই চারটি মৌলের মিলিত পরিমাণ 96.3 শতাংশ।
6 গ্লুকোজ এক ধরনের -
জৈব যৌগ
অজৈব যৌগ
মিশ্র ধাতু
কোনোটিই নয়
গ্লুকোজ হলো এক ধরনের জৈব যৌগ। সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে।
7 একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে শতকরা কত শতাংশ জল থাকে?
50 %
60 %
65 %
70 %
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে শতকরা 60 % জল থাকে। একজন স্ত্রীলোকের তুলনায় পুরুষদের দেহে প্রায় 10 % জল বেশি থাকে।
8 একজন স্ত্রী লোকের দেহে শতকরা জলের পরিমাণ -
50 %
60 %
70 %
80 %
স্ত্রীলোকের তুলনায় পুরুষের দেহে শতকরা 10 শতাংশ বেশি জল থাকে।
9 ওজনের শতাংশের বিচারে কাদের দেহে জলের পরিমাণ বেশি থাকে?
বয়স্ক
শিশু
প্রাপ্তবয়স্ক
সবগুলি
ওজনের শতাংশের বিচারে বয়স্কদের তুলনায় শিশুদের দেহে জলের পরিমাণ বেশি থাকে।
10 জীবদেহে _____ পরিমাণ বেশি থাকলে জলের শতাংশ পরিমাণ কমে যায়।
কার্বোহাইড্রেটের
প্রোটিনের
ফ্যাটের
সবগুলি
জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জলের শতাংশ পরিমাণ কমে যায়।
11 শামুক ও ঝিনুকের দেহের শক্ত খোলস কি দিয়ে তৈরি?
ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম বাই কার্বনেট
ক্যালসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম
শামুক ঝিনুকের দেহের শক্ত খোলস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি।
12 মেটে খেলে শরীরে কিসের ঘাটতি পূরণ হয়?
ফসফরাস
ক্যালসিয়াম
কার্বোহাইড্রেট
আয়রন
মেটে বা লিভার খেলে শরীর আয়রন পায়।
13 ক্যালসিয়ামের একটি ভালো খাদ্য উৎস হলো
সবুজ শাক-সবজি
মধু
ভাত
ছোট মাছ
ছোট মাছ খাওয়া ভালো । এতে ক্যালসিয়াম আছে।
14 নিচের কোনটি মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় মৌল বা ম্যাক্রো এলিমেন্ট ?
সোডিয়াম
পটাশিয়াম
ক্যালসিয়াম
সবগুলি
সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, কপার, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কোবাল্ট ইত্যাদি খুব প্রয়োজনীয় ধাতু। এগুলিকে ম্যাক্রো এলিমেন্ট বলে।
15 হাড়ের গুড়োতে কোন যৌগ থাকে?
ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম ফসফেট
ক্যালসিয়াম অক্সাইড
কোনোটিই নয়
হাড়ের গুড়োতে ক্যালসিয়াম ফসফেট যৌগ থাকে।
16 গর্ভবতী মহিলাকে ____ ট্যাবলেট খেতে দেওয়া হয়।
ফসফরাস
ক্যালসিয়াম
আয়রন
সোডিয়াম
গর্ভবতী মহিলাকে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়।
17 হিমোগ্লোবিন থাকে রক্তের কোন কণিকায়?
লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
সবগুলি
লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে তাই রক্তের রং লাল হয়। এই হিমোগ্লোবিন লৌহঘঠিত যৌগ।
18 হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজন
ফেরাস আয়ন
ক্যালসিয়াম আয়ন
ফেরিক আয়ন
পটাশিয়াম আয়ন
হিমোগ্লোবিন ফেরাস (Fe2+) আয়ন ছাড়া গঠিত হতে পারে না।
19 হাড়ের প্রধান উপাদান হল
ক্যালসিয়াম কার্বনেট যৌগ
ক্যালসিয়াম অক্সাইড যৌগ
ক্যালসিয়াম ফসফেট যৌগ
কোনোটিই নয়
হাড়ের প্রধান উপাদান হল ক্যালসিয়াম ফসফেট যৌগ।
20 জ্বালানি খাদ্য বলা হয়
শর্করাকে
প্রোটিনকে
কার্বোহাইড্রেট কে
সেলুলোজকে
শর্করা বা কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়।
21 শীত প্রধান দেশে সিল - তিমি ইত্যাদিকে প্রবল ঠান্ডা হাত থেকে বাঁচায়
পালক
মোটা চামড়া
চামড়ার নিচে পুরু চর্বির স্তর
ঘন লোম
চামড়ার নিচে পুরো চর্বি বা লিপিডের স্তর মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা হাত থেকে সিল, তিমি ইত্যাদিকে বাঁচায়
22 কোষ গঠনের জন্য অপরিহার্য হলো
কার্বোহাইড্রেট
প্রোটিন
ফ্যাট
সেলুলোজ
কোষ গঠনের জন্য অপরিহার্য হলো প্রোটিন।
23 রোগ জীবাণুর হাত থেকে বাঁচায় ____।
কার্বোহাইড্রেট
প্রোটিন
ফ্যাট
সেলুলোজ
প্রোটিন বিশেষ বিশেষ প্রোটিনই আমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়।
24 কোন যৌগের জন্য কিছু ফল টক হয়?
ক্ষার
কার্বোহাইড্র
গ্লুকোজ
অ্যাসিড
অ্যাসিডের উপস্থিতির জন্য কিছু ফল টক হয়।
25 আপেলে কোন অ্যাসিড থাকে?
সাইট্রিক অ্যাসিড
টারটারিক অ্যাসিড
ল্যাক্টিক অ্যাসি
ম্যালিক অ্যাসিড
আপেলে ম্যালিক অ্যাসিড থাকে।
26 দই এ কোন অ্যাসিড থাকে?
সাইট্রিক অ্যাসিড
অ্যাসেটিক অ্যাসিড
ল্যাক্টিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসি
দই এ ল্যাকটিক অ্যাসিড থাকে।
27 তেতুলে কোন অ্যাসিড থাকে?
টারটারিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
ম্যালিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
তেতুলে টারটারিক অ্যাসিড থাকে।
28 অ্যাসিডের সংস্পর্শে নীল রঙের লিটমাস হয়ে যায়
হলুদ
লাল
সবুজ
গোলাপি
অ্যাসিডের সংস্পর্শে নীল লিটমাস লাল হয়ে যায়।
29 ক্ষারকের সংস্পর্শে লাল লিটমাস হয়ে যায়
নীল
হলুদ
সাদা
সবুজ
ক্ষারকের সংস্পর্শে লাল লিটমাস নীল হয়ে যায়।
30 মানুষের পাকস্থলীতে খাদ্য হজমে সাহায্য করে
ল্যাকটিক অ্যাসিড
মালিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) থাকে যা খাবার হজমে সাহায্য করে।
1 সাবান জলে ( ক্ষার ) হলুদ গুঁড়ো মেশালে কোন রং তৈরি হয়?
নীল
লাল
কমলা
গোলাপি
সাবান জল হল ক্ষারীয় । হলুদ নির্দেশক হিসেবে ক্ষারকে লালচে রং দেখায়।
2 নিচের কোনটির জৈব অ্যাসিড ?
হাইড্রোক্লোরিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড হল একটি জৈব অ্যাসিড। এটি ভিনিগারে পাওয়া যায়।
3 অ্যাসিডের জলীয় দ্রবণে পাওয়া যায়
হাইড্রোজেন আয়ন (H+)
হাইড্রোক্সিল আয়ন (OH-)
ক্লোরিন আয়ন ( Cl -)
কোনোটিই নয়
অ্যাসিডের অনু ভেঙ্গে তৈরি হয় হাইড্রোজেন আয়ন (H+ ) । এই হাইড্রোজেন আয়ন জলের অনুর সঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে হাইড্রোক্সোনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন (H3O+) তৈরি করে।
4 ক্ষারের জলীয় দ্রবণে কোন আয়ন থাকে?
OH -
H+
Cl -
H3O+
ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH - ) আয়ন তৈরি হয়।
5 pH স্কেলে অংশংকিত থাকে
1 - 14
0 - 7
0 - 10
1 - 15
pH স্কেলে অংশংকিত থাকে 1 থেকে 14 ।
6 প্রশম দ্রবণের pH
0
7
14
5
প্রশম দ্রবণের pH 7
7 অ্যাসিড বা অম্লের pH
7 এর কম
7 এর বেশি
7
12
অ্যাসিড বা অম্লের pH 7 এর কম।
8 ক্ষারীয় দ্রবণের pH
7 এর কম
7 এর বেশি
7
2 থেকে 5
ক্ষারীয় দ্রবণের pH 7 এর বেশি।
9 লালারসের pH
4 - 6
8 - 8.6
6.02 - 7.05
0.9 - 1.05
লালা রস সাধারনত আম্লিক হয়। এর pH 6.02 - 7.05 ।
10 মানুষের রক্তের pH
6.02 - 7.05
0.9 - 1.05
8.0 - 8.60
7.35 - 7.45
মানুষের রক্তের pH 7.35 - 7.45। মানুষের রক্ত সাধারনত মৃদু ক্ষারীয় প্রকৃতির।

এই অধ্যায়ের আরো প্রশ্নযুক্ত করা চলছে। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে প্রশ্ন উত্তর কিংবা মক টেস্টের জন্য আবেদন পাঠাতে পারো।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.