বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[ Mock test] নবম শ্রেণী ভৌত বিজ্ঞান অধ্যায় 4 পদার্থ পরমাণুর গঠন | Class IX physical science chapter 4.1

মক টেস্ট নবম শ্রেণী ভৌত বিজ্ঞান অধ্যায় 4 পদার্থ পরমাণুর গঠন । Class IX mock test physical science chapter 4

তুমি কি নবম শ্রেণীতে পড়ো? তুমি কি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অধ্যয় 4 : পরমাণুর গঠন - এর মক টেস্ট খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। আজকের এই পর্বে আমরা ক্লাস নাইনের ভৌত বিজ্ঞান অধ্যায় 4 - পরমাণুর গঠন - এর গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে পরিবেশন করব।

Thumb : নবম শ্রেণী ভৌত বিজ্ঞান অধ্যায় 4 পরমাণুর গঠন


মক টেস্ট : নবম শ্রেণী ভৌত বিজ্ঞান অধ্যায় 4 পদার্থ পরমাণুর গঠন 


0/30
1 আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী?
নিউট্রন
ইলেকট্রন
প্রোটন
পজিট্রন
2 আইসোটোপ গুলি শনাক্ত করো: 13C6 , 14C6, 17C7
13C6
14C6, 17C7
13C6, 17C7
14C6, 14N7
3 কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা কোন ক্ষেত্রে একই হতে পারে?
নিউট্রন কণা অনুপস্থিত থাকলে
নিউট্রন কণা উপস্থিত থাকলে
প্রোটন সংখ্যা সমান থাকলে
ইলেকট্রন সংখ্যা সমান থাকলে
4 3Li পরমাণুর বহিঃস্থ কক্ষের ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষে স্থানান্তরিত করলে শক্তির শোষণ না বর্জন ঘটবে?
শক্তির শোষণ
শক্তির বর্জন
শক্তির কোন পরিবর্তন
কোন পরিবর্তন
5 14C6 ও 14N7 কোন ধরনের?
আইসোটোপ
আইসোবার
আইসোটোন
নিউক্লিয়ন
6 12C6 ও 13C6 কোন ধরনের?
আইসোটোপ
আইসোবার
আইসোটোন
নিউক্লিয়ন
7 3H1 ও 4He2 কোন ধরনের?
আইসোটোপ
আইসোবার
নিউক্লিয়ন
আইসোটোন
8 p ও n কি?
নিউক্লিয়ন
ইলেকট্রন
ধনাত্মক কণা
নিউট্রন
9 নিউট্রন বিহীন পরমাণু হলো?
হাইড্রোজেন
প্রোটিয়াম
ডয়টেরিয়াম
ট্রিটিয়াম
10 সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা হল?
প্রোটন
নিউট্রন
ইলেকট্রন
ধনাত্মক কণা
11 কোন কনার আদান-প্রদানে নিউক্লিয় বল সৃষ্টি হয়?
ইলেকট্রন
মেসন
প্রোটন
নিউট্রন
12 কোন ধাতু কে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয়?
সোনা
টাংস্টেন
রূপা
লোহা
13 ক্যাথোড রশ্মি হল কোন কণার স্রোত?
প্রোটন
ইলেকট্রন
মেসন
নিউট্রন
14 পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা থাকে না?
প্রোটন
ইলেকট্রন
নিউক্লিয়ন
ধনাত্মক কণা
15 সকল পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি থাকে?
প্রোটন
ইলেকট্রন
নিউট্রন
পাই মেসন 
16 পরমাণুর সমগ্র ধনাত্মক আধান কোথায় পুঞ্জিভূত থাকে?
কেন্দ্রে
সমগ্র পরমাণুতে
ধনাত্মক কণাতে
নিউক্লিয়াসে
17 পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন থাকতে পারে?
8টির বেশি
16টি
8টির কম
8টির বেশি নয়
18 H - পরমাণুর ভর অপেক্ষা প্রোটনের ভর কেমন?
অধিক
সামান্য বেশি
সমান
কম
19 পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের ?
প্রোটন সংখ্যা
ইলেকট্রন সংখ্যা
নিউক্লিয়াস সংখ্যা
ভর সংখ্যা
20 সমস্থানিক গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কিসের জন্য?
পারমাণবিক সংখ্যা
ইলেকট্রন সংখ্যা
নিউক্লিয়ন সংখ্যা
ভর সংখ্যা
21 31P15 তে নিউক্লিয়ন এর সংখ্যা কত?
15
16
17
18
22 কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো?
নিউট্রন সংখ্যা
প্রোটন সংখ্যা
নিউক্লিয়ন সংখ্যা
ভর সংখ্যা
23 আইসোটোপ এর উদাহরণ হলো
নিউট্রন
প্রোটিয়াম
প্রোটন
হাইড্রোজেন
24 আইসোবার এর উদাহরণ হলো।
14C6
40Ca20
40Ar18
40Ca20
25 M কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
14
16
18
20
26 20Ca পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো।
2, 8, 8, 2
2, 8, 10
2, 8, 9, 1
2, 8, 8, 1, 1
27 বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের একটি স্বীকার্য হলো।
পরমাণুতে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা
পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক আধান
নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা
নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা
28 কোন ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন কক্ষ থেকে উচ্চতর কক্ষে উন্নীত হয়।
নির্দিষ্ট
অনির্দিষ্ট
বৃত্তাকার
এলোমেলো
29 নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি কেমন হয়?
শোষণ
বর্জন
শোষণ ও বর্জন
বৃদ্ধি পায়
30 পরমাণুতে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা কত?
2
8
14
27

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.