তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞানের মক টেস্ট খুজছো? তাহলে আজকের এই পর্বে তুমি পরিবেশ ও বিজ্ঞান এর অধ্যায় 8 : মানুষের শরীর - সম্পর্কিত মক টেস্ট পাবে।
ক্লাস সিক্স মানুষের শরীর মক টেস্ট | পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 8
0/63
1 রক্তের পাম্পিং স্টেশনটি হলো –
হৃৎপিণ্ড
রক্তবাহ
অলিন্দ
নিলয়
হৃৎপিণ্ড বা Heart কে রক্তের পাম্পিং স্টেশন বলা হয় কারণ এটি ফুসফুস থেকে আসা বিশুদ্ধ রক্তকে সারা শরীরে পৌঁছে দেয়।
2 হৃদপিন্ডের মোট প্রকোষ্ঠ
দুইটি
তিনটি
একটি
চারটি
3 হৃদপিন্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ
ডান অলিন্দ
বাম অলিন্দ
ডান নিলয়
বাম নিলয়
4 মানব হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের সংকোচনে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে?
ডান নিলয়
বাম নিলয়
ডান অলিন্দ
বাম অলিন্দ
5 ডান অলিন্দ ও ডান নিল এর মধ্যে একমুখী রক্ত প্রবাহ রক্ষা করে
দ্বিপত্র কপাটিকা
ত্রিপত্র কপাটিকা
আওর্টিক কপাটিকা
পালমোনারি কপাটিকা।
বাম অলিন্দ ও বাম নিলয় এর মধ্যে দ্বিপত্র কপাটিকা। ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে ত্রিপত্র কপাটিকা। মহাধমনী ও বাম নিলয় এর মধ্যেআওর্টিক কপাটিকা। ডান নিলয় ও ফুসফুসীয় শিরার মধ্যে পালমোনারি কপাটিকা।
6 শরীরের ওপরের অংশ থেকে অবি শুদ্ধ রক্ত কে হৃদপিণ্ড বয়ে আনে
ঊর্ধ্ব মহাশিরা
নিম্ন মহাশিরা
করোনারি শিরা
পোর্টাল শিরা
7 শরীরের নিচের অংশ থেকে অবি শুদ্ধ রক্তকে হৃদপিণ্ড বয়ে আনে
ঊর্ধ্ব মহাশিরা
নিম্ন মহাশিরা
পোর্টাল শিরা
করোনারি শিরা
8 তোমার হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়?
৪২ থেকে ৫০ বার
৬০ থেকে ৭২ বার
৭২ থেকে ৮০ বার
৮২ থেকে ৯০ বার
9 হৃদপিণ্ড থেকে সারা দেহে রক্ত যায় কিসের মাধ্যমে?
ধমনী
শিরা
রক্তজালক
পেশী
10 পেসমেকার বসানো দরকার হয়
হৃদপিন্ডে ফুটো থাকলে
হৃদযন্ত্রের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে
হৃদপিন্ডের দেওয়ালের পেশিতে রক্ত চলাচল কমে গেলে
হৃদপিন্ডের ভাল্ব নষ্ট হয়ে গেলে
হৃদপিন্ডের SA ঠিকমতো কাজ না করলে হৃদপিণ্ড মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তাই কৃত্রিমভাবে এই SA নোড এর পরিবর্তে পেসমেকার বসানো হয়।
11 ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃদপিন্ডের
ডান অলিন্দে
ডান নিলয়ে
বাম নিলয়ে
বাম অলিন্দে
12 বিশুদ্ধ রক্ত হল
অধিক কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত
অধিক অক্সিজেন যুক্ত রক্ত
অধিক হাইড্রোজেন যুক্ত রক্ত
অধিক নাইট্রোজেন যুক্ত রক্ত
13 রক্ত রসের মধ্যে জলের পরিমাণ শতকরা
60 ভাগ
50 ভাগ
90 ভাগ
80 ভাগ
রক্তে শতকরা 55 শতাংশ রক্ত রস। এই রক্তরসের শতকরা 90 ভাগ জল।
14 রক্তের জীবাণুনাশক উপাদান টি হল
লোহিত রক্তকণিকা
এরিথ্রোসাইট
অনুচক্রিকা
শ্বেত রক্তকণিকা
15 কোন প্রকার শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডির উৎপাদন করে?
লিম্ফোসাইট
বেসোফিল
ইউসিনোফিল
নিউট্রোফিল
1 মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে
রক্তরসে
লোহিত রক্তকণিকায়
অনুচক্রিকায়
শ্বেত রক্তকণিকায়
2 মানুষের রক্তে শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থটি হল
কপার
জিংক
সোডিয়াম
লোহা
3 RBC এর কাজ হলো
এলার্জি প্রতিরোধ
রক্ত তঞ্চনে সাহায্য করা
O2 ও CO2 বহন করা
হেপারির নিঃসরণ করা
4 লোহিত রক্তকণিকার গড় আয়ু
50 দিন
120 দিন
10 দিন
70 দিন
5 রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রোটিন
সিরাম অ্যালবুমিন
প্রোথ্রম্বিন
সিরাম গ্লোবিউলিন
ইলাস্টিন
6 পাকরসে জীবাণুনাশক হিসেবে উপস্থিত থাকে
পেপসিন
HCl
লাইসোজাইম
শ্বেত রক্তকণিকা
7 মানবদেহের প্রধান শ্বাস অঙ্গ হল
হৃৎপিণ্ড
পাকস্থলী
ফুসফুস
মস্তিষ্ক
8 বাতাস থেকে অক্সিজেন টেনে নেয়
হৃদপিণ্ড
বৃক্ক
ফুসফুস
যকৃত
9 ফুসফুসের রং
হালকা বাদামি
টুকটুকে লাল
গাঢ় কমলা
কালচে গোলাপী
10 শ্বাসনালী দু'ভাগে ভাগ হয়ে তৈরি হয়
ব্রঙ্কিওল
ব্রংকাস
ব্রংকাই
অ্যালভিওলাই
11 শ্বাসকার্যে সাহায্যকারী পেশিটি হল
হৃৎপেশী
মধ্যচ্ছদা
কঙ্কাল পেশী
মায়োটোম পেশী
12 বায়ু থলির গায়ে থাকে
শিরা
ধমনী
প্লুরা
রক্তজালক
13 আমরা শ্বাস গ্রহণের সময় যে গ্যাস গ্রহণ করি তা হলো
কার্বন-ডাই-অক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
14 কোনটি ফুসফুসের সমস্যা
কার্ডিয়াক অ্যারেস্ট
হার্ট অ্যাটাক
করোনারি থ্রোবোসিস
হাঁপানি
15 অস্থি একপ্রকার
তরল যোগকলা
কঠিন যোগকলা
পেশী কলা
আবরণী কলা
16 মাথার করোটিতে বা খুলিতে অস্থির মোট সংখ্যা
8 টি
14 টি
22 টি
33 টি
17 মানবদেহের স্টারনামের সংখ্যা হল
2 টি
3 টি
1 টি
5 টি
18 কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত?
পেক্টরাল গার্ডেল
হিউমেরাস
মেরুদন্ড
ফিমার
19 প্রদত্ত কোনটি উপাঙ্গীয় কঙ্কাল?
মাথার খুলি
বক্ষপিঞ্জর
মেরুদন্ড
পেলভিক গার্ডেল
20 অচল অস্থিসন্ধি দেখা যায়
হাঁটুতে
হাতের বুড়ো আঙ্গুলে
দাঁত যেখানে করোটির সঙ্গে যুক্ত থাকে
কাঁধে
এছাড়াও মাথার খুলিতে অচল অস্থি সন্ধি দেখা যায়।
1 কনুই ও হাঁটুতে থাকে
বল ও সকেট সন্ধি
পিভট সন্ধি
কব্জা ও হিঞ্জ সন্ধি
স্যাডল সন্ধি
2 যে অস্থিসন্ধি অল্প অল্প নড়াচড়া করে
মাথার খুলির অস্থিসন্ধি
কবজির অস্থিসন্ধি
পঞ্জোরাস্থী আর স্টারনামের অস্থি সন্ধি
কাঁধের অস্থিসন্ধি
3 মানুষের বুড়ো আঙ্গুলে কোন অস্থিসন্ধি থাকে?
পিভট সন্ধি
হিঞ্জ সন্ধি
স্যাডল সন্ধি
অচল সন্ধি
4 দরজা বা জানালার কব্জার মত অস্থি সন্ধি কে বলে
হিঞ্জ সন্ধি
পিভট সন্ধি
স্যাডল সন্ধি
বল ও সকেট সন্ধি
5 মানুষের ফিমার ও শ্রোণীচক্রের মধ্যে অস্থিসন্ধি
হিঞ্জ সন্ধি
পিভট সন্ধি
স্যাডল সন্ধি
বল ও সকেট সন্ধি
6 বল ও সকেট সন্ধি দেখা যায়
হাঁটুতে
মেরুদন্ডে
কোমরে
কব্জিতে
7 আন্তরযন্ত্রীয় পেশির উদাহরণ
ট্রাইসেপ্স
গ্লুটিয়াস ম্যাক্সিমাস
পাকস্থলীর পেশী
স্যাডল সন্ধি
এছাড়াও হৃৎপেশি আন্তরযন্ত্রীয় পেশির উদাহরণ।
8 কোনটি ঐচ্ছিক পেশী নয়?
জিভের পেশী
হৃৎপেশী
বাইসেপস
ট্রাইসেপস
হৃৎপেশী ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কোনো প্রকারই বেশি নয়।
9 ঐচ্ছিক পেশী হল
মসৃণ পেশি
অরেখ বেশি
হৃৎপেশী
অস্থি পেশী
10 ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায় কিসের অভাবে?
ভিটামিন A
ভিটামিন D
ভিটামিন C
ভিটামিন B
11 নখের কোনাভাঙ্গা ও নখের নিচে সাদা দাগ সৃষ্টি হয়
ফ্লুওরাইড এর বিষক্রিয়ায়
ভিটামিনের অভাবে
ম্যাগনেসিয়াম এর অভাবে
প্রোটিনের অভাবে
12 সর্দি কাশি রোধে সহায়তা করে
ভিটামিন A
ভিটামিন D
ভিটামিন C
আমিন B কমপ্লেক্স
13 দত্যাকার গঠনকে বলে
অতিকায়ত্ব বা জাইগ্যাটন্টিজম
বামনত্ব বা ডোয়ারফিজম
ওবেসিটি
গলগন্ড
14 স্বাভাবিক ওজনসম্পন্ন ব্যক্তির দেহভর সূচক (BMI)
16 - 18.5
18.5 - 25
25 - 30
30 - 35
15 তোমার বন্ধুর ওজন 40 কেজি ও উচ্চতা 4 ফুট। তাহলে তোমার বন্ধুর দেহভর সূচক হবে
20.15
26.87
15.62
16.15
16 এক ব্যক্তির দেহভর সূচক (BMI) 27। ব্যক্তির ওজন
স্বাভাবিক
অত্যন্ত কম
উচ্চতার তুলনায় বেশি
উচ্চতার তুলনায় একটু কম
17 মেয়েদের শারীরিক বিকাশ
ছেলেদের তুলনায় আগে শুরু হয়
ছেলেদের তুলনায় পরে শুরু হয়
ছেলেদের সঙ্গে সঙ্গে শুরু হয়
ছেলেদের তুলনায় অনেক পরে শুরু হয়
1 মানুষের হৃদপিন্ডের সবচেয়ে পেশীবহুল ও শক্তিশালী প্রকোষ্ঠটি হল
ডান অলিন্দ
ডান নিলয়
বাম অলিন্দ
বাম নিলয়
এটি সবচেয়ে বড় প্রকোষ্ঠ। বাম নিলয় থেকে মহা ধমনীর মাধ্যমে সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে।
2 ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মুখে অবস্থান করে
দ্বিপত্রক কপাটিকা
ত্রিপত্রক কপাটিকা
অর্ধচন্দ্রাকার কপাটিকা
টেনডন
3 হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়
ধমনী
শিরা
জালক
ফুসফুস
4 বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকা ফুসফুস শিরার সংখ্যা
1 টি
2 টি
3 টি
4 টি
5 ফুসফুসীয় ধমনী বহন করে
O2 যুক্ত রক্ত
CO2 যুক্ত রক্ত
O2 ও CO2 যুক্ত রক্ত
N2 যুক্ত রক্ত
6 রোগ প্রতিরোধকারী সকল উপাদানই মূলত তৈরি হয়
প্রোটিন দিয়ে
শর্করা দিয়ে
ফ্যাট দিয়ে
HCl দিয়ে
7 হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে
গ্রাসনালীতে
পাকস্থলীতে
লালায়
রক্তরসে
8 ফুসফুসের একক হল
শিরা
ধমনী
বায়ুথলি
রক্তজালক
9 মানুষের ফুসফুসে বায়ুথলি
১০ লক্ষ
১০ কোটি
এক কোটি
এক লক্ষ
10 মানুষের শ্বাসপেশীটি হল
হৃদপেশ
মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম
কঙ্কালপেশী
মায়োটম পেশী
11 ক্রেনিয়াম অস্থিটি অবস্থিত
মাথায়
মেরুদন্ডে
বক্ষে
বাহুতে
12 সাঁতার কাটতে ব্যবহৃত হয়
কঙ্কাল পেশী
আন্তর্যন্ত্রীয় পেশী
হৃদপেশী
অরেখ পেশী
14 মানুষের দেহে অস্থির সংখ্যা
106
206
306
406
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ২০৬ টি হার থাকে। শিশুদের দেহে হাড়ের সংখ্যা ৩০০টির বেশি।
15 শরীরে ক্ষত সারাই করার কাজে কোন উপাদানটি দরকার
লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
উৎসেচক
16 হিমোগ্লোবিনের অভাবে কি রোগ হয়?
উচ্চ রক্তচাপ
গলগন্ড
অ্যানিমিয়া বা রক্তাল্পতা
ডায়াবেটিস বা বধুমেহ
17 পুঁজের মধ্যে কোন রক্ত কণিকা থাকতে পারে?
লোহিত রক্ত কণিকা
শ্বেত রক্ত কণিকা
অণুচক্রিকা
সবগুলি
18 কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়?
ব্যারোমিটার
থার্মোমিটার
ক্যালোরিমিটার
স্ফিগম্যানোমিটার
ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা এবং ক্যালরোমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়।
19 মানুষের পঞ্জর অস্থির সংখ্যা
ছয় জোড়া
আট জোড়া
দশ জোড়া
১২ জোড়া
20 ছোটদের ফুসফুসের বর্ণ বা রং
কালচে গোলাপী
সাদাতে গোলাপি
লালচে গোলাপি
হলুদ গোলাপি
বড়দের ফুসফুসের রং কালচে গোলাপী।
21 বাতাসের ধুলো ময়লা মিশলে ফুসফুসের রং হয়
কালচে গোলাপী
সাদাটি গোলাপি
কালো ছোপযুক্ত
নীল ছোপযুক্ত
22 বাম ফুসফুসের কয়টি খন্ড?
একটি
দুইটি
তিনটি
চারটি
1 হৃৎপিন্ডের সংকোচন কে বলা হয়
সিস্টোল
ডায়াস্টোল
হৃদস্পন্দন
স্টারনাম
2 ডায়াস্টোল কথার অর্থ
হৃদপিন্ডের সংকোচন
হৃদপিন্ডের প্রসারণ
হৃদপিন্ডের কম্পন
কোনোটিই নয়
3 নিচের কোন রোগ টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না?
ডিপথেরিয়া
যক্ষা
ম্যালেরিয়া
জলবসন্ত
4 ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত সেটি হল
পেরিকার্ডিয়াম
প্লুরা
পেরিটোনিয়াম
মধ্যচ্ছদা
5 হৃদপিন্ডের আবরণীকে বলা হয়
পেরিকারডিয়াম
প্লুরা
পেরিটোনিয়াম
মধ্যচ্ছদা
6 মানুষের করোটিতে হাড়ের সংখ্যা
29 টি
30 টি
26 টি
40 টি
7 হাড়ের সাথে পেশীকে যুক্ত করে
লিগামেন্ট
টেন্ডন
সাইনোভিয়াল তরল
অচল সন্ধি
হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে লিগামেন্ট। হাড়ের সঙ্গে পিসি কে যুক্ত রাখে টেন্ডন।
8 পেলভিক গার্ডলে মোট কয়টি অস্থি রয়েছে
2 টি
3 টি
4 টি
5 টি