বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ part-1 2022 | lass 5 Amader poribesh model activity task part 1 new 2022 January | আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ part-1 2022 | class 5 Amader poribesh model activity task part 1 |

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ part-1 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আশা করি এই class 5 Amader poribesh model activity task part 1 new 2022 January তোমাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক।

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ part-1


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

আমাদের পরিবেশ

পূর্ণমান : ১৫



১. ঠিক বাক্যের পাশে চিহ্ন '√' আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও: ১×৩=৩

১.১ ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।

উত্তর: ভুল "x" ।

১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।

উত্তর: ঠিক "√" ।

১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।

উত্তর: ভুল "x" ।

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো : ১×৩=৩


বাম স্তম্ভডান স্তম্ভ
২.১ মেলানিনক) হাতের হাড়
২.২ হিউমেরাসখ) লিগামেন্ট
২.৩ ফিমারগ) ত্বক
 ঘ) পায়ের হাড়

উত্তরঃ

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১ মেলানিনগ) ত্বক
২.২ হিউমেরাসক) হাতের হাড়
২.৩ ফিমারঘ) পায়ের হাড়


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো। 

উত্তর: মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম হলো আলনা ও রেডিয়াস।


৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটো কাজের উল্লেখ করো।

উত্তর: আমাদের পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে দুটো কাজ হলো –

(i) লিখতে গেলে পেশির সাহায্য লাগে।

(ii) জিভ হলো একপ্রকার পেশী। খাবার ওলোট পালোট করতে ও গিলতে জিভের সাহায্য লাগে।


৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?

উত্তর: সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য পৌঁছে দেয় রক্ত। ওষুধ খেলে সেই ওষুধের কণা রক্তের সঙ্গে গুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়। রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?

উত্তর: হাড়ের জোড়া না থাকলে আমাদের বিভিন্ন সমস্যা হতো । যেমন – 

(i) হাড়ের জোড় না থাকলে খেলাধুলা করা যেত না।

(ii) হাঁটাচলা ও বিভিন্ন কাজ করা যেত না।

(iii) হাত দিয়ে কিছু ধরা যেত না।




উপরে প্রশ্ন উত্তর গুলি আরো ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি তোমরা দেখতে পারো। তোমাদের মনে কোন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.