বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

class 6 mathematics model activity task february 2022 part 2 | ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২

class 6 mathematics model activity task february 2022 part 2 | ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২ | ক্লাস সিক্স অঙ্ক

class 6 mathematics model activity task february 2022 part 2 - এর আজকের এই পর্বে আমরা এই ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২ এর সমস্ত প্রশ্নের উত্তর সথিকভাবে করেছি । আশা করি তোমাদের পছন্দ হবে ।

ষষ্ঠ শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক

গণিত ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২

ষষ্ঠ শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২


নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ : 1×3

(i) 7 - অংক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হল

(a) 7 

(b) 07 

(c) 0707020

(d) 7070700

উত্তর : (d) 7070700


(ii) কুড়ি লক্ষ নব্বই হাজার বারো সংখ্যাটি হল 

(a)  290012

(b) 2900012

(c) 209012

(d) 2090012

উত্তর: (d) 2090012


(iii) 2234200 সংখ্যাটিতে 3 - এর স্থানীয় মান হল

(a) 3

(b) 300

 (c) 3000

 (d) 30000

 উত্তর:  (d) 30000

2. স্তম্ভ মেলাও (যেকোনো তিনটি ) 

স্তম্ভ - কস্তম্ভ - খ
(ক) 52020830(ক) 84184267
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইস হাজার তিনশো পঁয়তাল্লিশ
(গ) 52022345(গ) 84183267
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশ ত্রিশ

উত্তরঃ 

স্তম্ভ - কস্তম্ভ - খ
(ক) 52020830(ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশ ত্রিশ
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি (গ) 84183267
(গ) 52022345(খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইস হাজার তিনশো পঁয়তাল্লিশ
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি (ক) 84184267


3. (i) 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তৃত করে লেখ।

উত্তর: 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তৃত করে লিখলে হবে ,

7000000 + 7000 + 7


(ii) 7,3,2,1,9,5,6 এবং 0 দিয়ে 8 অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখ।

উত্তর: ক্ষুদ্রতম : 10235679

বৃহত্তম : 97653210


(iii) 4503210, 4503201, 4503120, 4502210 সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রমানুসারে সাজাও।

উত্তর: সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজানো পাই, 4502210, 4503120, 4503201, 4503210


(iv) 37452129 সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য লেখ।

উত্তর: 2 - এর স্থানীয় মান দুটি যথাক্রমে 2000 ও 20 

অর্থাৎ 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য

 = ( 2000 - 20) = 1980


4. (i) একটি দেশে 7403485 মেট্রিক টন গম উৎপন্ন হয় । কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ার জন্য 8010200 মেট্রিক টন গম এর প্রয়োজন। চাহিদা মেটানোর জন্য কত পরিমান কম কম পড়বে?  মান - 3

সমাধান: 

চাহিদা = 8010200 মেট্রিক টন।

উৎপাদন = 7403485 মেট্রিক টন।


গম কম পড়বে

= (8010200 - 7403485) মেট্রিক টন

= 606715 মেট্রিক টন

উত্তর: 606715 মেট্রিক টন গম কম পড়বে।


(ii) ভাগ করো : 30439872 ÷ 516

ভাগ করো : 30439872 ÷ 516

উত্তর: নির্ণেয় ভাগফল 58992  ।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.