বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা পার্থক্য বৈশিষ্ট্য । নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়

প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তার সাথে আদিকোষ ও আদর্শ কোশের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করব। আদিকোষ ও আদর্শ কোষের পার্থক্য সংজ্ঞা
প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তার সাথে আদিকোষ ও আদর্শ কোশের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করব।


প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা ও পার্থক্য

1957 সালে বিজ্ঞানী ডগহার্টি নিউক্লিয়াসের গঠন এর উপরে ভিত্তি করে কোষকে দুটি ভাগে ভাগ করেছিলেন। যথা:
  • আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ।
  • আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ।

প্রোক্যারিওটিক কোষ কাকে বলে?

উত্তর: যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ।

ইউক্যারিওটিক কোষ কাকে বলে?

উত্তর: যেসব কোষে নিউক্লিয়াসকে সংগঠিত (নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক উপস্থিত) এবং নিউক্লিয় পর্দা বেষ্টিত, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত , কষে পর্দাঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকে, তাদের আদর্শ কসবা ইউক্যারিওটিক কোষ বলে। উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষের প্রকৃত উদাহরণ।

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য

প্রোক্যারিওটিক কোষইউক্যারিওটিক কোষ
1. কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান।1. উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকেনা।
2. নিউক্লিয়াসটি আদি প্রকৃতির যা নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক বিহীন। এটি কেবল DNA দিয়ে গঠিত।2. নিউক্লিয়াস টি আদর্শ প্রকৃতির যা নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত।
3. আদি কোষে পর্দাঘেরা কোন কোষ অঙ্গাণু থাকে না।3. এই কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে।
4. রাইবোজোম 70S প্রকৃতির এবং ক্ষুদ্র4. রাইবোজোম 80S প্রকৃতির এবং বড়।
5. শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবা প্লাজমা পর্দার অন্তগাত্রে থাকে।5. শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবং মাইটোকনড্রিয়ার মধ্যে থাকে
6. ক্রোমোজোম সাধারণত থাকে না।6. নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
7. কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে।7. কোষ বিভাজন মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে।
8. ভ্যাকুওল সাধারণত থাকেনা।8. উদ্ভিদ কোষে থাকে ,প্রাণী কোষে সাধারণত থাকে না।
9. DNA প্রোটিনের সঙ্গে সংযুক্ত ভাবে থাকে না অর্থাৎ নগ্ন প্রকৃতির।9. DNA প্রোটিনের সঙ্গে সংযুক্ত ভাবে থাকে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.