বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

উৎক্রম তাপমাত্রা কি বা কাকে বলে ? হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা...

উৎক্রম তাপমাত্রা কি বা কাকে বলে। সন্ধি তাপমাত্রা কাকে বলে। থার্মোডাইনামিক্স ও ক্রায়োজেনিক্স এ উৎক্রম তাপমাত্রা বলতে সেই সংকট তাপমাত্রা বোঝায়, যে তাপমাত্রার নিচে সমস্ত অ-আদর্শ বা বাস্তব গ্যাস নির্দিষ্ট অপরিবর্তনশীল এনথালপি সহ হঠাৎ প্রসারিত করলে উষ্ণতার হ্রাস অনুভূত হয়। অন্যদিকে এই তাপমাত্রার নিচে তাপমাত্রার বৃদ্ধি অনুভূত হয়।এই উষ্ণতা পরিবর্তনকে জুল থমসন প্রভাব বলা হয়।

উৎক্রম তাপমাত্রা হলো পদার্থবিজ্ঞানের একটি খুবই জিজ্ঞাসিত প্রশ্ন। আজকে আমরা জানবো উৎক্রম তাপমাত্রা কি এবং উৎক্রম তাপমাত্রা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন শুরু করা যাক।

উৎক্রম তাপমাত্রা কাকে বলে ?

উ: থার্মোডাইনামিক্স ও ক্রায়োজেনিক্স এ উৎক্রম তাপমাত্রা বলতে সেই সংকট তাপমাত্রা বোঝায়, যে তাপমাত্রার নিচে সমস্ত  অ-আদর্শ বা বাস্তব গ্যাস নির্দিষ্ট অপরিবর্তনশীল এনথালপি সহ হঠাৎ প্রসারিত করলে উষ্ণতার হ্রাস অনুভূত হয়। অন্যদিকে এই তাপমাত্রার নিচে তাপমাত্রার বৃদ্ধি অনুভূত হয়।এই  উষ্ণতা পরিবর্তনকে জুল থমসন প্রভাব বলা হয়।
উৎক্রম তাপমাত্রা
উৎক্রম তাপমাত্রা কি?

যেসব গ্যাসের সম্প্রসারণে তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাসকে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও এর নিচের তাপমাত্রায় শীতল করে তরল করা যায় সেই তাপমাত্রাকে সেসব গ্যাসের উৎক্রম তাপমাত্রা বলে।
 উৎক্রম তাপমাত্রা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে।

উৎক্রম তাপমাত্রা বোঝার জন্য ধরি কোন একটি বাস্তব গ্যাস এর উৎক্রম তাপমাত্রা x ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি ওই গ্যাসটিকে এক্স ডিগ্রি সেলসিয়াসের নিচে হঠাৎ প্রসারিত করা হয় সে ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে।আবার এক ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতায় ঐ গ্যাসকে হঠাৎ প্রসারিত করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

হাইড্রোজেন এর উৎক্রম তাপমাত্রা কত?

উ: 202 K

হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত?

উ: 33 K বা -240 ডিগ্রী সেন্টিগ্রেড।

সন্ধি তাপমাত্রা কি বা কাকে বলে ?

উ: যে তাপমাত্রা এবং এর নিচের তাপমাত্রায় কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় সেই তাপমাত্রাকে ঐ গ্যাসের সন্ধি বা ক্রান্তি তাপমাত্রা বলা হয়।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.