কিছু ইতিহাসের গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর চাকুরীর ইন্টারভিউ । বাংলার প্রথম গভর্নর কে ছিলেন । ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

আজকে আমরা কিছু ইতিহাসের গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তরর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক :

বাংলার প্রথম গভর্নর কে ছিলেন

কিছু ইতিহাসের গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর । বাংলার প্রথম গভর্নর কে ছিলেন

▣ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

১) বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ: রবার্ট ক্লাইভ

২) বাংলার শেষ গভর্নর কে ছিলেন?
উঃ: ওয়ারেন হেস্টিংস

৩) বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: ওয়ারেন হেস্টিংস

৪) বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৫) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৬) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: লর্ড ক্যানিং

৭) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং


৮) ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উঃ: লর্ড মাউন্টব্যাটেন

৯) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: লর্ড মাউন্টব্যাটেন

১০) স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: চক্রবর্তী রাজাগোপালাচারী

১১) স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ: চক্রবর্তী রাজাগোপালা

ইতিহাস কিছু MCQ প্রশ্ন উত্তর । চাকুরীর ইন্টারভিউ

12. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) সি. আর. দাশ (B) সুভাষচন্দ্র বসু (C) জহরলাল নেহরু (D) এম. কে. গান্ধি

13. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল ?

(A) সিঙ্গাপুর -এ (B) টোকিও -তে (C) বার্লিন -এ (D) রোম -এ

14. গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) লালা লাজপত রাই (B) লালা হরদয়াল (C) ভগৎ সিং (D) কুনওয়ার সিং

15. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে 'ভারত ছাড়' আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ?
(A) ওয়ার্ধা (B) বারানসী (C) কলকাতা (D) দিল্লী

16. আই. এন. এ. -র বিখ্যাত বিচার-মামলা দিল্লীর লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
17. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —
(A) মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
(B) 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
(C) 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
(D) 'ভারত বিভাগ' -এর সঙ্গে

(A) 1945 (B) 1946 (C) 1947 (D) 1948

18. "সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তুপে নিক্ষেপ করা উচিত ।" — এই কথা কে বলেছিলেন ?

(A) এম.কে. গান্ধী (B) শিবস্বামী আয়ার (C) মহম্মদ আলি জিন্না (D) জহরলাল নেহরু
19. কোন আইন কে 'Black-Bill' বলা হত ?

(A) Rowlatt অ্যাক্ট -কে (B) Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে (C) দা রেগুলেটিং অ্যাক্ট-কে (D) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে

20. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ?

(A) বাল গঙ্গাধর তিলক (B) লালা লাজপৎ রাই (C) পি. সীতারামাইয়া (D) সি. রাজাগোপালাচারি

21. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দে মাতরম' গানটি গাওয়া হয় ?

(A) 1920 অধিবেশন (B) 1906 অধিবেশন (C) 1896 অধিবেশন (D) 1922 অধিবেশন

22. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?

(A) 1918 (B) 1920 (C) 1922 (D) 1924

23. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে ?

(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(B) উমেশ চন্দ্র ব্যানার্জি

(C) অরবিন্দ ঘোষ

(D) বিপিন চন্দ্র পাল

24. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন ?

(A) রাসবিহারী বসু (B) সুভাষ চন্দ্র বসু (C) মহাত্মা গান্ধী (D) জহরলাল নেহেরু
25. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে 'পূর্ণ স্বাধীনতা' অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল ?

(A) লাহোর, 1929 (B) লক্ষ্ণৌ, 1916 (C) ত্রিপুরী, 1939 (D) বোম্বে, 1940

26. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল ?

(A) কম্যুনাল আওয়ার্ড

(B) সাইমন কমিশনের আগমন

(C) অসহযোগ আন্দোলন

(D) Rowlatt আইন প্রণয়ন
27. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

(A) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

(B) মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

(C) মিন্টো-মরলে রিফর্মস

(D) মাউন্টব্যাটেন পরিকল্পনা

28. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?

(A) লাহোর (B) দিল্লী (C) বোম্বে (D) লক্ষ্ণৌ

29. ' নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ ।' —এই মন্তব্যটি কে করেছিলেন ?

(A) মৌলানা আজাদ (B) মহাত্মা গান্ধি (C) স্যার মহম্মদ ইকবাল (D) আব্দুল গফফর খান

30. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?

(A) মহম্মদ আলি জিন্না (B) ড. জাকির হুসেন (C) ফকরুদ্দিন আলি আহমেদ (D) আলি ভাইয়েরা

31. কোন দিনকে মুসলিম লীগ 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল ?

(A) 3 সেপ্টেম্বর, 1946 (B) 16 আগস্ট, 1946 (C) 16 মে, 1946 (D) 4 ডিসেম্বর, 1946

32. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় ?

(A) পলাশীর যুদ্ধ, 1757

(B) বক্সারের যুদ্ধ, 1764

(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92

(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799

33. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?

(A) আসাম (B) বাংলা (C) পাঞ্জাব (D) মহারাষ্ট্র

198. পাকিস্তান -এর ধারণা প্রথম কে ভাবেন ?

(A) মহম্মদ ইকবাল (B) এম. এ. জিন্না (C) সৌকর আলি (D) আগা খান

34. Rowlatt আইন কত সালে প্রণীত হয় ?

(A) 1917 (B) 1919 (C) 1921 (D) 1923

35. নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ?

(A) অসহযোগ আন্দোলন

(B) স্বদেশী আন্দোলন

(C) আইন অমান্য আন্দোলন

(D) গদর আন্দোলন