Posts

খতিয়ান ও দাগের তথ্য | আপনার জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর এর সাহায্যে জমির তথ্য দেখুন | কিভাবে জমির তথ্য দেখা যায় | know your property

দাগ নম্বর ও খতিয়ান নম্বর এর সাহায্যে জমির তথ্য দেখুন এইভাবে। সরকারি banglarbhumi ওয়েবসাইটে চলে যাবেন। কিন্তু তার আগে এই পোস্টটি সম্পূর্ণ BanglarBhumi plot information Banglarbhumi khatiyan information Banglarbhumi plot and khatiyan no details know your property westbengla field details field record WB.

দাগ নম্বর ও খতিয়ান নম্বর এর সাহায্যে জমির তথ্য দেখুন এইভাবে।

পোস্টের একদম নিচে একটি বাটন দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনি সরাসরি সরকারি banglarbhumi ওয়েবসাইটে চলে যাবেন। কিন্তু তার আগে এই পোস্টটি সম্পূর্ণ পড়ে নিন যাতে আপনার কোন সমস্যা না হয়।
এই পোস্টটি সম্পূর্ণ পড়লেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জমির তথ্য খুব সহজেই দেখা যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর বর্তমানে জমির রেকর্ড বা সংগ্রহ করা তথ্যগুলো পাবলিক এর জন্য অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে।
তা দেখার জন্য আপনার কাছে কমপক্ষে কতগুলি তথ্য অবশ্যই থাকতে হবে।
প্রথমে আপনাকে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে ঠিক এই রকম দেখাবে।

খতিয়ান ও দাগের তথ্য |  WB plot information


খতিয়ান ও দাগের তথ্য |  WB plot information

ওয়েবসাইটের উপরে অনেকগুলো আইকন বা চিহ্ন দেখাবে তার মধ্যে আপনাকে বাড়ি চিহ্নটিতে ক্লিক করতে হবে। এই অপশনটি কে বলা হয়েছে "নো ইওর প্রপার্টি" ।

খতিয়ান ও দাগের তথ্য |  WB plot information banglarbhumi

তারপর আপনার সামনে যে আর একটি পেজ ওপেন হবে সেটি দেখতে ঠিক এইরকম হবে।
এখানে আপনাকে  জমিটির অবস্থান অর্থাৎ জেলা, ব্লকের নাম মৌজার নাম প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে।
তারপরে আপনার সামনে দুটো রেডিও বাটন থাকবে।
প্রথম বাটনে ক্লিক করলে খতিয়ান নম্বর অনুযায়ী জমির তথ্য দেখাবে আর দ্বিতীয় বাটনে ক্লিক করলে দাগ নম্বর অনুযায়ী জমির তথ্য।


আপনার কাঙ্খিত বাটনটি ক্লিক করুন ও তারপর আপনার দাগ নম্বর অথবা খতিয়ান নাম্বার বসাবেন।
বর্তমান দাগ নম্বর কিংবা খতিয়ান নম্বর কেবলমাত্র প্রথম ঘরে বসালেই হবে।
এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সর্বশেষ ঘরটিতে ক্যাপচা কোড বসাতে হবে। আপনি যে একজন মানুষ রোবট নন তা প্রমাণের জন্য পাশে লিখিত কিছু অক্ষর ও সংখ্যা দেওয়া থাকবে। সেটাকেই আপনাকে দেখে সঠিকভাবে সেই ঘরটিতে লিখতে হবে। রোবট কেবল মাত্র 1 এবং 0 এই দুটি বাইনারি সংখ্যাকে চিনতে পারে তাই আপনি যে একজন মানুষ তা প্রমাণের জন্য এই পদ্ধতিটি যথেষ্ট।
তারপরে ভিউ বাটনে ক্লিক দিলেই আপনি আপনার জমির তথ্য দেখতে পাবেন।
জমির তথ্য যে স্থানে দেখাবে সেখানেই ক্লিক হওয়ার ম্যাপ নামে একটি টেক্সট বাটন থাকবে যেটিতে ক্লিক করলেই জমির ম্যাপ ও আপনি দেখতে পাবেন।
সবকিছু আপনি ঠিকঠাক করতে পারলে আপনাকে জমির তথ্যটি ঠিক এইরকম দেখাবে

খতিয়ান ও দাগের তথ্য |  WB plot information banglarbhumi

নিচের বাটনে ক্লিক করে খতিয়ান ও দাগের তথ্যের সরকারি ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবেন।
খতিয়ান ও দাগের তথ্যের সরকারি ওয়েবসাইট বাংলারভূমি

Topic : দাগ নম্বর ও খতিয়ান নম্বর এর সাহায্যে জমির তথ্য | BanglarBhumi ওয়েবসাইট BanglarBhumi plot information BanglarBhumi khatiyan information BanglarBhumi plot and khatiyan no details know your property westbengal field details field record WB.