ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন-ভুকস্প প্রতিরোধী নির্মাণ, আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজদের অস্বাভাবিক আচরণ, ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে।

ভূমিকম্প বিপর্যয় ব্যবস্থাপনা কি কি
- বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলাে চিহ্নিতকরন করতে হবে।
- দুর্যোগ মােকাবিলার পরিকল্পনা করতে হবে।
- খুব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে।
- বাড়ির সর্বল স্থান মেরামত করা।
- ভূমিকম্প চলাকালীন কোন শক্ত আসবাবের তলায়
- আশ্রয় নেওয়া যেতে পারে।
- কোন দেশে গেলে আঘাত, ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা।
- বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা।
মনে করে এই মুহূর্তে হঠাৎ, ভূমিকম্প শুরু হলাে। এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী করবে ?
- যদি স্কুলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল থেকে বেরিয়ে কোনাে খোলা জায়গায় যাবে।
- যদি খেলা জায়ায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে কোন টেবিল বা আসবাব এর তলায় ঢুকে পড়বে।
- ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ি, খোলা বারান্দা, সিড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলবে।
- বাড়ি থেকে বেরবার আগে খুব ই প্রয়ােজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে।
আশা করি এই পোস্ট পড়ে সবাই উপকৃত হবে।পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই নিজের আত্মীয়-স্বজন এর সাথে শেয়ার করুন যাতে বিপদের সময় তারা কোন সমস্যায় না পড়ে।