কোনো অধ্যায়ের মকটেস্ট, প্রশ্ন-উত্তর কিংবা মতামত এর জন্য → Contact us !

ভূমিকম্পের সময় কি কি করা উচিত । হঠাৎ ভূমিকম্প শুরু হলাে এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী করবে

মনে করে এই মুহূর্তে হঠাৎ, ভূমিকম্প শুরু হলাে। এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী করবে ? ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন-ভুকস্প প্রতিরোধী নির্মাণ, আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজদের অস্বাভাবিক আচরণ, ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে। ভূমিকম্প বিপর্যয় ব্যবস্থাপনা বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলাে চিহ্নিতকরন করতে হবে। দুর্যোগ মােকাবিলার পরিকল্পনা করতে হবে। খুব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। বাড়ির সর্বল স্থান মেরামত করা। ভূমিকম্প চলাকালীন কোন শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া যেতে পারে। কোন দেশে গেলে আঘাত, ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা। বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা। যদি স্কুলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল থেকে বেরিয়ে কোনাে খোলা জায়গায় যাবে। যদি খেলা জায়ায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে কোন টেবিল বা আসবাব এর তলায় ঢুকে পড়বে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ি, খোলা বারান্দা, সিড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলবে। বাড়ি থেকে বেরবার আগে খুব ই প্রয়ােজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে।
ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন-ভুকস্প প্রতিরোধী নির্মাণ, আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজদের অস্বাভাবিক আচরণ, ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে।




ভূমিকম্প বিপর্যয় ব্যবস্থাপনা কি কি


  • বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলাে চিহ্নিতকরন করতে হবে।
  • দুর্যোগ মােকাবিলার পরিকল্পনা করতে হবে।
  • খুব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে।
  • বাড়ির সর্বল স্থান মেরামত করা।
  • ভূমিকম্প চলাকালীন কোন শক্ত আসবাবের তলায়
  • আশ্রয় নেওয়া যেতে পারে।
  • কোন দেশে গেলে আঘাত, ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা।
  • বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা।


মনে করে এই মুহূর্তে হঠাৎ, ভূমিকম্প শুরু হলাে। এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কী করবে ?



  • যদি স্কুলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল থেকে বেরিয়ে কোনাে খোলা জায়গায় যাবে।
  • যদি খেলা জায়ায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে কোন টেবিল বা আসবাব এর তলায় ঢুকে পড়বে।
  • ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ি, খোলা বারান্দা, সিড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলবে।
  • বাড়ি থেকে  বেরবার আগে খুব ই প্রয়ােজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে।
আশা করি এই পোস্ট পড়ে সবাই উপকৃত হবে।পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই নিজের আত্মীয়-স্বজন এর সাথে শেয়ার করুন যাতে বিপদের সময় তারা কোন সমস্যায় না পড়ে।