VRP পত্র বিপ্লব :পোস্ট অফিসের লাইনের গ্রামীন সম্পদ কর্মীদের স্রোত , প্রেরিত হলো সহস্র চিঠি
গ্রামীন সম্পদ কর্মীদের স্থায়ীকরণ ও বেতন ব্যবস্থার আওতায় আনার দাবিতে গ্রামীন সম্পদ কর্মীরা আন্দোলন ডাক দিয়েছে। সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রাম সম্পদ কর্মীরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাদেরকে দেওয়া প্রতিশ্রুতির কথাগুলো জানিয়ে পত্র প্রেরণ কর্মসূচি নীল।

আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম সহ বিভিন্ন জেলা গ্রামীন সম্পদ কর্মীরা পত্র লিখে পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে সেই চিঠি মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রেরণ করল।
দীর্ঘ দুই বছর মুখ্যমন্ত্রী গ্রামীন সম্পদ কর্মী দের অনেক জনসভা তে প্রতিশ্রুতি দিয়েছেন। সব প্রতিশ্রুতি না পালন করা হলে সরাসরি অনশনের রাস্তা বেছে নেবে বলে জানিয়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা।
Read Also :-
Labels :
#VRP NEWS ,
Getting Info...