বর্তমানে ভিআরপি শব্দটা খুবই প্রচলিত একটা শব্দে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক জায়গায় ব্যবহার হচ্ছে এই শব্দটি।তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে এই ভিআরপি বা গ্রাম সম্পদ কর্মী কারা?আজকে আপনাদের আমি ভিআরপি বা গ্রাম সম্পদ কর্মীদের সম্পর্কে বলব।
VRP বা ভিআরপি কি ? ভিআরপি কাদের বলে ? VRP কি কাজ করে ? ভি আর পি দের সেলারি কত? VRP Full form
ভিআরপি কি ? ভিআরপি কারা ? who are VRP ? VRP Full form
VRP শব্দটির উদ্ভব হয়েছে সম্পূর্ণ শব্দ ভিলেজ রিসোর্স পারসন অর্থাৎ Village Resource Person থেকে। ভিলেজ রিসোর্স পারসন এর বাংলা অর্থ গ্রামীণ সম্পদ কর্মী। ভিআরপি বা গ্রামীন সম্পদ কর্মী হলো সেইসব সরকারি কর্মী যাদের সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট এর কাজে নিয়োগ করা হয়েছিল। ভি আর পি রা লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় এবং তারপর তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর তাদের সিলেক্ট করা হয়। আপাতত ভিআরপি বা গ্রাম সম্পদ কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্প যেমন 100 দিনের, খাদ্য সুরক্ষা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প বা ভাতা সংক্রান্ত সামাজিক নিরীক্ষা করেন।
ভিআরপি রা কোথায় কাজ করে ? where do vrp work?
VRP রা স্বতন্ত্রভাবে কাজ করে।কোন রাজ্য বা কেন্দ্র সরকারের সংস্থা ভিআরপিদের নিয়ন্ত্রণ করতে পারে না। আপাতত ভিআরপিদের কাজগুলো সার্বিকভাবে ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে ঘটলেও পঞ্চায়েত বা ব্লক তাদের কাজে কোন রকমের হস্তক্ষেপ করতে পারেনা।VRP রা কেন্দ্র সরকারের তিনটি প্রকল্পের অডিটের কাজ সম্পন্ন করে নির্দিষ্ট পঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েতে থেকে তারা তাদের কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং জেলা সামাজিক নিরীক্ষা দপ্তরে তা জমা দেয়। বিভিন্ন রকমের ট্রেনিংও মিটিংগুলো তারা তাদের ব্লকে সম্পন্ন করে।
রাজ্য সরকারের দেওয়া পশ্চিমবঙ্গের গ্রাম সম্পদ কর্মী বা VRP দের স্বাস্থ্য সাথী প্রকল্প, বায়ো ডাইভারসিটি, সহ vector-borne ডিজিজ বা পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের কাজ দেওয়া হয়েছে। এই সমস্ত কাজের জন্য VRP আমরা সরাসরি ব্লকের সাথে যোগাযোগ রাখে। যেহেতু পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ বা vector-borne ডিজিজ কন্ট্রোলের কাজ ব্লক স্তর থেকে নিয়ন্ত্রিত হয় তাই সাধারণভাবে বলা যেতে পারে VRP বা গ্রাম সম্পদ কর্মী দের কাজের স্থান হল তাদের নিজস্ব ব্লক। প্রত্যেক গ্রাম সম্পদ কর্মী যে পঞ্চায়েতের অন্তর্গত সে কিন্তু নিজের পঞ্চায়েত ব্যতীত অন্য পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা এর কাজ করে। যা সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষা মূলমন্ত্র।
VRP বা গ্রাম সম্পদ কর্মী কোথায় কোথায় আছে?
ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের যেহেতু 100 দিনের কাজ ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে তাই সেখানে সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক। সামাজিক নিরীক্ষা কাজের জন্য প্রত্যেক রাজ্যে গ্রাম সম্পদ কর্মী বা VRP আছে। তবে উত্তরপ্রদেশ শহরটি রাজ্যে গ্রাম সম্পদ কর্মীদের কাজ বন্ধ থাকার সূচনা পাওয়া গিয়েছে। তার কারণ হিসেবে বলা হয়েছে সেখানকার রাজ্য সরকার সামাজিক নিরীক্ষা করাতে আগ্রহী নয়।তাদের কথা অনুযায়ী সেখানে কোনো সমস্যায় নেই তাই সামাজিক নিরীক্ষার কোন প্রয়োজন নেই।
ভি আর পি দের মাইনে কত ? how much salary of a vrp?
ভি আর পি (VRP) রা বছরে দুবার 15 দিন করে সামাজিক নিরীক্ষা কাজ করে। সেই কাজের জন্য তাদের প্রতিদিন 482 টাকা করে দেওয়া হয়। তাছাড়া অতিরিক্ত কাজের জন্য তাদের টাকা দেওয়া হয়। রাজ্য সরকারের বর্তমানে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ বা vector-borne ডিজিজ এর কাজের জন্য প্রতিমাসে গ্রাম সম্পদ কর্মী দের 3000 টাকা করে দেওয়া হয়।
VRP এর কাজ করার জন্য কি যোগ্যতা লাগে ?
VRP এর কাজ করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা প্রয়োজন। তবে এক্ষেত্রে উল্লেখ করতে হয় যে পিএইচডি এর মত উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং যারা ভালো রেজাল্ট করেছেন সেই পরীক্ষায় তার সাথে সাথে মৌখিকে উত্তর নো হয়েছেন কেবল তারাই VRP হিসাবে সিলেক্ট হয়েছেন।
What is social Audit ? সামাজিক নিরীক্ষা কি ?
সামাজিক নিরীক্ষা হল এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে কোন সংস্থার কাজের মান ও খরচ সহ বিভিন্ন তথ্য সম্পর্কে নিরীক্ষা করা হয় । সামাজিক নিরীক্ষা সর্বপ্রথম হয়েছিল সুইডেনে এ। ভারতের মেঘালয়ে সর্বপ্রথম সামাজিক নিরীক্ষা আইন চালু হয়।
Social Audit বা সামাজিক নিরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
who are vrp | what is vrp | who are called vrp | what is social audit | ভিআরপি কারা | ভিআরপি কাদের বলা হয়| ভিআরপি দের কাজ কি | VRP দের মাইনা কত ? how much salary of a VRP
সামাজিক নিরীক্ষা বিষয়ক কুইজে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।