কোনো অধ্যায়ের মকটেস্ট, প্রশ্ন-উত্তর কিংবা মতামত এর জন্য → Contact us !

VRP recruitment || ৩৫২ টি ফাঁকা পদে গ্রামীন সম্পদ কর্মী নিয়োগ পশ্চিম মেদিনীপুর জেলায়।

352 টি শূন্যপদে নতুন ভিআরপি বা গ্রাম সম্পদ কর্মী নিয়োগ হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ভিআরপি রেক্রুটমেন্ট 2020 Vrp recruitment 2020 e in paschim Medinipur Zilla New vrp recruitment New village resource person recruitment 2020 Village resource person recruitment Panchayat
 রাজ্যে ইতিমধ্যেই 25 হাজার 40 জন গ্রামীন সম্পদ কর্মী দের নিয়োগ।তাছাড়াও অনেক জেলায় কিছু-কিছু ব্লকে আসন ফাঁকা রয়েছে অন্যদিকে গ্রামীন সম্পদ কর্মীদের মধ্যে অনেকেই অন্য চাকরি গ্রহণ করায় সেই আসনটি ফাঁকা হয়ে গেছে। সেই আসন পূরণ করার জন্যই আবার চলছে নিয়োগ প্রক্রিয়া।

পশ্চিম মেদিনীপুর কালেক্টরেট কম্পাউন্ড এর অফিস থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন করে থাকা পদগুলিতে গ্রামীন সম্পদ কর্মী নিয়োগের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার মোট 21 টি ব্লকে এবং তার অন্তর্গত দুশো 11 টি গ্রাম পঞ্চায়েতে 352 গ্রামীন সম্পদ কর্মী রয়েছে।সামাজিক নিরীক্ষা কাজে অসুবিধা কাটানোর জন্যই থাকার পদগুলিতে নতুন করে ভিআরপি নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ২০২০ সালের ১৬ জানুয়ারি।সেখানে বলা হয়েছে আবেদন শুরু হবে জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ।

আবেদনকারীর বয়স ২০২০ সালের 1 জানুয়ারি অনুযায়ী 18 থেকে 40 এর মধ্যে হতে হবে। এই থেকেঅনেক গ্রাম সম্পদ কর্মী মনে প্রশ্ন উঠেছে যে তারা এই কাজ থেকে বাদ যাবে নাতো ?
তার উত্তরে একটি যুক্তি রয়েছে,কেউ যদি 40 বছর হওয়ার এক মাস পূর্বে কাজটি পায় তবে সে যেহেতু কন্ট্রাক্ট অনুযায়ী দু'বছর কাজ করতে পারবে তাই বোঝা যাচ্ছে যে অলরেডি যারা কাজ পেয়ে গেছে তাদের কাজ হারানোর কোন ভয় নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত গ্রামীন সম্পদ কর্মী রা 2019 থেকে 2000 কুড়ি এবং দুই হাজার কুড়ি থেকে 2021 এই 28 বছরের সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষা কাজ করবেন।পরবর্তীতে নতুন নিয়োগের কথা কিছু বলা না থাকলেও পরবর্তীতে যে নতুন আর কোন নিয়োগ হবে না সে বিষয়ে ইঙ্গিত করা যায় অন্যান্য জেলার নিয়োগ প্রক্রিয়া থেকে।

আবেদনকারীর আবশ্যিক শর্তাবলী


  • প্রার্থীকে অবশ্যই জানুয়ারির 1 তারিখ 2000 কুড়ি অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে।
  • আবেদনকারী অথবা তার পরিবারের কেউ যেন 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেছে বা করে থাকে এমন হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই স্ব সহায়ক দলের সদস্য হতে হবে।
  • প্রার্থীকে জে ব্লক এর জন্য দরখাস্ত করবেন সেই ব্লকের বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারী যে ব্লকের বাসিন্দা তিনি কেবলমাত্র সেই ব্লকেই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই প্রতিবেদন লেখার যোগ্যতা 
  • থাকতে হবে। প্রার্থীকে প্রাণোচ্ছল ও কর্মক্ষম হতে হবে।
  • প্রার্থী অবশ্যই কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারী হবেন না বা 100 দিনের কাজ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ভাতা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কোন কর্মচারী বা সুপারভাইজার হবেন না।
  • এই নিয়োগ কোন স্থায়ী বা অস্থায়ী চাকুরীর নিশ্চয়তা দেয় না। এই পদের জন্য কোন নির্দিষ্ট পারিশ্রমিক নেই। পারিশ্রমিক কাজের দিন সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত এবং বর্তমানে দিন প্রতি একজন দক্ষ শ্রমিকের পারিশ্রমিক দেওয়া হবে।

কাজের দিন সংখ্যা ও সময়সীমা : আসন্ন সামাজিক নিরীক্ষার কাজে 2019 -2000 ও 2020 থেকে 2021 আর্থিক বছরের সর্বাধিক 15 দিন প্রতি বছরে কাজ দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:

রাখি বাছাই হবে মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে।এর মধ্যে 45 নম্বর হবে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী এবং 5 নম্বর হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট স্থান তারিখ সময় অনুযায়ী সাক্ষাৎ বা ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। যা ইন্টারভিউয়ে প্রার্থী উপস্থিত না থাকলে তার প্রার্থীপদ বাতিল করা হবে।
মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সাক্ষাতের হবে ব্লক ভিত্তিক ঘোষিত শূন্যপদের আনুমানিক পাঁচগুণ।

আবেদনকারীরা তাদের আবেদন অনলাইনে করতে পারবে।
আবেদন করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা একটি লিঙ্ক তৈরি করেছে।
 এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে ।

West Medinipur District Recruitment
  Information
  • Post Name - Village Resource Person
  • Total Vacancy- 352
  • Application Mode- Online 
 Qualifications
  • 10th Pass [ আর কিছু শর্তাবলী, জানতে নীচ থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে নিন]
Application Fee
  •  No
Important Dates
  • Starting Date to Online  Apply: 20/01/2020
  • Last Date To Online Apply: 03/02/2020
  • Date Of Exam:  Update Later
  • Date Of Downloading Admit Card:  Before 10 Days from the Exam Date.
Age Limit (as on 01-01-2020)
  • Minimum Age:  18
  • Maximum Age: 40
  • Age relaxation as per rule ( SC/ST/Others) 
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Notification Click Here
Online Apply Click Here
Official Website Click Here