Whatsapp চ্যানেলে আমাকে ফলো করতে পারো ❤️→ Follow ❤️

টুইটার একাউন্ট খুব সহজে কিভাবে খুলবেন ? কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে কিভাবে টুইটার খোলার হয় বা টুইটারে নিজের প্রোফাইল তৈরি করবেন

টুইটার একাউন্ট খোলার সহজ উপায়। কিভাবে টুইটার একাউন্ট খুলবেন বুঝতে পারছেন না? এই পোস্টটি সম্পূর্ণ পড়লেই আপনি জেনে যাবেন কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়। How to create Twitter account easily. How to open Twitter account easily. টুইটার একাউন্ট খুলুন খুব সহজে এক মিনিটের মধ্যে। কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার খোলার | ভাষা কিভাবে টুইটারে নিজের প্রোফাইল তৈরি করবেন

টুইটার কি ? টুইটার একাউন্ট খুব সহজে কিভাবে খুলবেন?

বন্ধুরা টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটার তৈরি হয়েছিল 21 শে মার্চ 2016 সালে।


Create Twitter account

টুইটার একাউন্ট কিভাবে খুলবো

টুইটার একাউন্ট খোলা খুবই সহজ তার জন্য আপনার থাকতে হবে একটি স্মার্টফোন ও একটি মোবাইল নম্বর।যেহেতু আপনি এটি পড়তে পারছেন অর্থাৎ আপনার হাতে অবশ্যই একটি ফোন আছে আর সিটিতে ইন্টারনেট অবশ্যই আছে। তো চলুন শুরু করা যাক ধাপে ধাপে টুইটার একাউন্ট খোলা

টুইটার একাউন্ট খোলার প্রথম ধাপ:

টুইটার অ্যাকাউন্ট খোলার প্রথম ধাপ
কিভাবে টুইটার একাউন্ট খুলবেন: প্রথম ধাপ

প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে টুইটার ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে দুই ধরনের টুইটার পাওয়া যায়। আপনার মোবাইলের যদি ক্ষমতা বেশি হয় তাহলে আপনি সরাসরি টুইটার ডাউনলোড করতে পারেন। মোবাইলের ক্ষমতা কম হলে আপনি টুইটার লাইট ডাউনলোড করতে পারেন যেটি মাত্র 1 মেগাবাইট আকারের।
আপনার সুবিধার জন্য এখানে টুইটারের ডাউনলোড লিংক দুটি দেওয়া হল:
সাধারণ টুইটার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যাদের মোবাইলে ক্ষমতা কম তারা টুইটার লাইট ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

টুইটার একাউন্ট খোলার দ্বিতীয় ধাপঃ

টুইটার ডাউনলোড করার পর আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে "Create Account" এ ক্লিক করতে হবে।
তারপরে একটি পেজ ওপেন হবে, সেখানে আপনার নাম ও মোবাইল নম্বর এন্টার করতে হবে।প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ করার পরে নিচের NEXT বাটনে ক্লিক করতে হবে।

Twitter account create
দ্বিতীয় ধাপ

টুইটার একাউন্ট খোলার তৃতীয় ধাপ:


Create Twitter account
তৃতীয় ধাপ

নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। সেখানে ফোন ভেরিফাই এর কথা বলবে। আপনাকে "OK" প্রেস করতে হবে।
সঙ্গে সঙ্গে আপনার কাছে এসএমএসের মাধ্যমে ওটিপি আসবে। আপনাকে পরের পেজে ওটিপি বসাতে হবে। অনেক সময় অটোমেটিক ওটিপি বসে যাবে। আপনাকে শুধু এবার "NEXT" বাটনে ক্লিক করতে হবে।

টুইটার একাউন্ট খোলার চতুর্থ ধাপ:

Create Twitter account
চতুর্থ ধাপ

পরের পেজে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।পাসওয়ার্ড সেট করার পরের NEXT বাটনে ক্লিক করুন তারপর এর পেজ ওপেন হবে।
এরপরের পেজে আপনাকে আপনার প্রোফাইল পিকচার সেট করতে হবে। নিজের সঠিক প্রোফাইল পিকচার সেট করাটাই টুইটারের নিয়মের পক্ষে।প্রত্যেক ধাপ সম্পন্ন হওয়ার পর NEXT বাটনে ক্লিক করুন।

টুইটার একাউন্ট খোলার পঞ্চম ধাপঃ

Create Twitter account
পঞ্চম ধাপ

এর পরের ধাপে আপনাকে আপনার কন্টাক্ট পারমিশন দিতে হবে তাই Allow বাটনে ক্লিক করুন।
এর পরের ধাপ টা খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপে আপনাকে আপনার পছন্দের ভাষা চয়েজ করতে হবে। যে ভাষার টুইট আপনি দেখতে চান। আমার মতে আপনি বাংলা হিন্দি ইংরেজি সিলেক্ট করুন। তারপর NEXT বাটনে ক্লিক করুন।

টুইটার একাউন্ট খোলার ষষ্ঠ ধাপ

ষষ্ঠ ধাপ

Tag: কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার খোলার | ভাষা কিভাবে টুইটারে নিজের প্রোফাইল তৈরি করবেন

এই ধাপে আপনাকে আপনার পছন্দের টপিক গুলো সিলেক্ট করতে হবে।যে ধরনের খবর বা কথা আপনি শুনতে পছন্দ করেন সেগুলো এখানে সিলেক্ট করুন যাতে আপনার সামনে অযথা অন্য জিনিস না আসে। ছবিতে সিলেক্ট করা ট্র্যাকগুলো আপনি উপরের লিখলে অটোমেটিক পেয়ে যাবেন। না পেলে পুরো বানান করে লিখে সিলেক্ট করে দিন।

টুইটার একাউন্ট খোলার সপ্তম ধাপ

Create Twitter account
সপ্তম ধাপ

উপরের সেটিং চিহ্নটিতে ক্লিক করুন এবং আপনি কোন স্থানের ট্রেন্ডিং টপিক দেখতে চান তা সিলেক্ট করুন। লোকেশন অবশ্যই কলকাতা সিলেক্ট করবেন। কারন আমরা কলকাতার ট্রেন্ডিং টপিক দেখতে ও বলতে চাই।

টুইটার একাউন্ট খোলার অষ্টম ধাপঃ

Create Twitter account
নবম ধাপঃ

সর্বশেষ ধাপে আপনাকে নিচে সার্চ বা সন্ধান এর চিহ্নটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে trendings বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি দেখতে পারবেন কোন কোন হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডিং করছে। হ্যাশট্যাগ গুলোতে ক্লিক করলে দেখতে পারবেন কে কি কি টুইট করেছে।


তো বন্ধুরা আশা করি পোস্টটি পড়ে আপনাদের ভাল লেগেছে।ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুকে এই পোষ্টটি শেয়ার করুন যাতে সেও এই পোস্ট এর সাহায্য নিয়ে টুইটার একাউন্ট খুলতে পারে।


Tag: কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে | কিভাবে একটি টুইটার খোলার | ভাষা কিভাবে টুইটারে নিজের প্রোফাইল তৈরি করবেন