Header Ads Widget

স্কুল ও কলেজের শিক্ষকদের নতুন সুখবর, ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB teacher Goodness 2020 by CM

শিক্ষকদের নতুন সুখবর ঘোষনা মুখ্যমন্ত্রীর - তৈরি হল নতুন পলিসি


ABVRP Desk : সরস্বতী পূজোর আগেই স্কুল ও কলেজের শিক্ষক দের জন্যে একটি নতুন সু'খবর ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্ধ্যোপাধ্যায়, তার ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্টে, টুইট করে সেই কথা জানান। পরপর তিনটি টুইট করেন তিনি। তিনি আজ টুইটারে লিখেছেন, এবার থেকে শিক্ষকদের নিয়োগ, নিজেদের জেলাতেই হবে। এর ফলে শিক্ষক দের কাজের সুবিধে হবে, তারা মনোযোগ ।

টুইটারে তিনি লেখেন,
আমরা আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরা হলেন প্রধান অভিভাবক, আমাদের আগামীকাল সত্যিকারের নেতা হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের লালন-পালনের মাধ্যমে আমাদের সমাজ ও জাতি গঠনে এক বিশাল অবদান রয়েছে।
সরস্বতী পূজার প্রাক্কালে, আমাদের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি একটি আদর্শ সময় হওয়ায় আমরা তাদের নিজস্ব জেলাগুলিতে সকল শিক্ষককে পোস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
এই ঐতিহাসিক সিদ্ধান্তটি তাদের নিজের পরিবারের যত্ন নিতে এবং ন্যাশনাল বিল্ডিংয়ের দুর্দান্ত কাজে অবদান রাখার সময় পুরো মন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে সহায়তা করবে। সবাইকে আমার শুভেচ্ছা!
তিনি লেখেন এমনটা করলে শিক্ষকরা যত্ন সহকারে পড়াতে পারবেন এবং সেই সাথে পরিবার কে ভালো মত সময় সময় দিতে পারবেন এবং সুন্দর ভাবে দেশ গঠন করতে পারবেন।তিনি আরও টুইটারে লেখেন, শিক্ষকদের সন্মান জানানোর উপযুক্ত সময় হল সরস্বতী পূজোর আগের দিন।

শিক্ষকদের নিজের জেলায় বদলি নিয়ে নানা রকম অভিযোগ, অসুবিধা সম্মুখীন হয়ে থাকে। বিশেষ করে মেয়েরা নানা রকম বাধার সন্মুখীন হন। তাই সেই সমস্ত বাধা কে দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে শিক্ষকদের পোস্টিং নিয়ে নানা রকম সমস্যা দূরীভূত হবে। অভিলম্বে শিক্ষাদপ্তরের কাছে এই নির্দেশ পৌঁছে যাবে।

good news for West Bengal school teacher | West Bengal teacher post in on district | West Bengal CM Mamata Banerjee gift to the West Bengal teachers