নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারীর আজীবন চাকরির নিশ্চয়তা মুখ্যমন্ত্রী আগেই দিয়েছেন। এবার তাঁদের পে রোল বা সার্ভিস রোলের নির্দেশও বের করল অর্থ দপ্তর।
একটি নির্দেশে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস) এবং ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম-এ তাঁদের পে রোলের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। সরকারি ডেইলি রেটেড ওয়েজেস, মান্থলি কনসলিডেটেড ওয়েজেস এবং পে স্কেল লিংকড ওয়েজেস-এর অধীনে থাকা কর্মীদের এই নতুন ব্যবস্থার মাধ্যমে বেতন বা ভাতা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে এর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করতে বলা হয়েছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হবে।
তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন,
অন্যদিকে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ একটি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান জন্মানো কর্মচারীদের অফলাইন মোডে অনারিয়াম প্রদানের বিষয়ে লেখা আছে। যা পড়ে অনেকেই এই পে রোলের সাথে সংযুক্ত আছে বলে ভাবছেন। ওই বিজ্ঞপ্তিতে কেবল প্রতিষ্ঠানে জন্মানোর চুক্তিভিত্তিক কর্মীদের অনলাইন থেকে অফলাইন মোডে অর্থ প্রদান ও সেই প্রতিষ্ঠান সর্বময়কর্তার দ্বারা নিরীক্ষার কথা লেখা আছে । পে রোলের সাথে এর কোনো সম্পর্ক নেই।
মেমোরেন্ডাম বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন।
মেমোরেন্ডাম টিতে পরিষ্কার লেখা আছে,
আশা করি বন্ধুরা গ্রাম সম্পদ কর্মীদের মনের কিছু ভুল এই পোস্টটি পড়ার পরে কেটে গেছে।আশারাখি গ্রাম সম্পদ কর্মীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তাদের জন্য খুব ভালো সংবাদ আসুক কিন্তু তারা যাতে বিভ্রান্ত না হয় তার জন্যই এই পোস্টটি লেখা হলো।

একটি নির্দেশে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস) এবং ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম-এ তাঁদের পে রোলের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। সরকারি ডেইলি রেটেড ওয়েজেস, মান্থলি কনসলিডেটেড ওয়েজেস এবং পে স্কেল লিংকড ওয়েজেস-এর অধীনে থাকা কর্মীদের এই নতুন ব্যবস্থার মাধ্যমে বেতন বা ভাতা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে এর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করতে বলা হয়েছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হবে।
তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন,
আমরা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মীদের স্বার্থ নিয়ে সরব ছিলাম। দিনের পর দিন বিভিন্ন জায়গায় দরবার করেছি। তারই ফলস্বরূপ এই নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর।জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাই এর আওতায় আসবেন। কিন্তু শিক্ষকরা এর আওতায় আসবেন না।
অন্যদিকে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ একটি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান জন্মানো কর্মচারীদের অফলাইন মোডে অনারিয়াম প্রদানের বিষয়ে লেখা আছে। যা পড়ে অনেকেই এই পে রোলের সাথে সংযুক্ত আছে বলে ভাবছেন। ওই বিজ্ঞপ্তিতে কেবল প্রতিষ্ঠানে জন্মানোর চুক্তিভিত্তিক কর্মীদের অনলাইন থেকে অফলাইন মোডে অর্থ প্রদান ও সেই প্রতিষ্ঠান সর্বময়কর্তার দ্বারা নিরীক্ষার কথা লেখা আছে । পে রোলের সাথে এর কোনো সম্পর্ক নেই।
মেমোরেন্ডাম বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন।
মেমোরেন্ডাম টিতে পরিষ্কার লেখা আছে,
It has been decided that all such employees borne in the Work- chargedযার অর্থ অনেকটা এই রকম,
establishments shall exercise their option in writing in the offline mode and their pay shall be
revised by the respective Heads of Office in the offline mode and the respective Drawing and
Disbursing Officers (DDOs) shall make necessary modifications in the Employee Master in the
HRMS module of IFMS immediately to ensure that their pay and allowances are paid in the
revised pay structure.
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই জাতীয় সমস্ত কর্মচারী ভার বহন করবে সংস্থাগুলি অফলাইন মোডে । লিখিতভাবে তাদের বিকল্প ব্যবহার করবে এবং তাদের বেতন হবেসহজ ভাষায় বললে এটাই বোঝায় যে যে প্রতিষ্ঠান এইরকম কর্মচারী রয়েছেন যাদের সেই প্রতিষ্ঠানেই জন্ম হয়েছে। তাদের বেতন দেওয়া হবে অফলাইন মোডে মাস্টাররোল এর মাধ্যমে এবং এই বেতন দেবেন সেই প্রতিষ্ঠান সর্বময় কর্তা যদিও সে অর্থ ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে।
অফলাইন মোডে এবং বিতরণকারী অফিসার এর মধ্যে কর্মচারী মাস্টার রোলে প্রয়োজনীয় পরিবর্তন করবেন আইএফএমএসের এইচআরএমএস মডিউল তত্ক্ষণাত যাতে তাদের বেতন-ভাতা প্রদান করা হয় তা নিশ্চিত করতে সংশোধিত বেতন কাঠামো লাগু করা যায়।
আশা করি বন্ধুরা গ্রাম সম্পদ কর্মীদের মনের কিছু ভুল এই পোস্টটি পড়ার পরে কেটে গেছে।আশারাখি গ্রাম সম্পদ কর্মীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তাদের জন্য খুব ভালো সংবাদ আসুক কিন্তু তারা যাতে বিভ্রান্ত না হয় তার জন্যই এই পোস্টটি লেখা হলো।
VRP UNDER PAYROLL
Read Also :-
Labels :
#VRP NEWS ,
Getting Info...