SSK ও MSK শিক্ষকদের বেতন বাড়ালো মমতা সরকার।

BREAKING: ফের বেতন বাড়াল মমতার
সরকার। 

SSK ও MSK শিক্ষকদের বেতন বাড়ালো মমতা সরকার।


প্রাথমিক শিক্ষকদের ওপর ফের আজ, সোমবার শিশু
| শিক্ষক কেন্দ্র সম্প্রসারকদের ও মাধ্যমিক শিক্ষক।
কেন্দ্র সম্প্রসারকদের বেতন বাড়ানাের সিদ্ধান্ত নিল
মমতার সরকার।

জানানো  হয়েছে, শিশু শিক্ষা কেন্দ্র
সম্প্রসারকদের বেতন হবে ১০ হাজার টাকা ও মাধ্যমিক
শিক্ষক কেন্দ্র সম্প্রসারকদের বেতন হচ্ছে ১৩ হাজার।
টাকা। পঞ্চায়েত থেকে শিক্ষকদের আনা হচ্ছে স্কুল শিক্ষা
দফতরে। আগামী বছরের ১ এপ্রিল থেকে নতুন বেতন
কাঠামো কার্যকর হবে।

SSK ও MSK শিক্ষকদের বেতন বাড়ালো মমতা সরকার। শেষ পর্যন্ত আন্দোলন এর হাত ধরে SSK , MSK শিক্ষকদের আসল জয় ।