Header Ads Widget

ভোট-পরবর্তী মুহূর্তে গ্রাম সম্পদ কর্মীদের ভবিষ্যৎ কি? 10 ই জুন কেন রাজ্য কমিটি মিটিং ডাকলেন

ভোট-পরবর্তী মুহূর্তে গ্রাম সম্পদ কর্মীদের ভবিষ্যৎ কি? 10 ই জুন কেন রাজ্য কমিটি মিটিং ডাকলেন ?

ভোটের পরে বর্তমান অবস্থায় গ্রাম সম্পদ কর্মী দের মধ্যে অনেক রকমের দ্বিধা ও প্রশ্ন রয়েছে। এমত অবস্থায় সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের রাজ্য কমিটি একটি মিটিং এর ডাক দিয়েছেন মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া তে । আগামী 10 ই জুন 2019 এ মিটিংটি সংঘটিত হবে। চলুন দেখি নি রাজ্য কমিটি কি লিখেছেন, এছাড়াও একদম শেষে রয়েছে রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সুজাউদ্দিন আহমেদ এই মিটিং সম্পর্কে কি বলেছেন এবং ভিআইপিদের ভবিষ্যৎ এবং দুটো রাজ্য কমিটির প্রশ্নে তিনি কি উত্তর দিয়েছেন তার সাথে প্রায় 10 মিনিটের কথোপকথনের ইউটিউব ভিডিওর লিংক নিচে দেওয়া হল।
REG NO 190302201-2019

👉 মিটিং সম্পর্কিত পোস্ট :

সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে বাংলার সকল গ্রামীণ সম্পদ কর্মী বন্ধুদের পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ইতিমধ্যেই ইলেকশন শেষ, রেজাল্ট ও এসেছে এবং এই রেজাল্ট নিয়ে আমাদের কৌতুহল এর শেষ নেই। কিন্তু আমরা আমাদের মত করেই এগিয়ে চলেছি। আমাদের অবস্থান এর কোনো পরিবর্তন হয় নি। এদিকে আমাদের কাজ মাসে কুড়ি দিন হলে ও আমাদের যে প্রকৃত যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এখনো পৌছাতে পারি নি। এই মুল লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু টা সময় নিয়ে ই আবার আমাদের পথ চলা শুরু করতে চলেছি রাজ্য কমিটির মিটিং এর মধ্য দিয়ে।

আগামী 10ই জুন সোমবার সন্ধ্যা 7 টায় মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া রোটারি ক্লাবে রাত্রি কালীন রাজ্য মিটিং এর আয়োজন করা হয়েছে।
রাজ্য মিটিং এ প্রতি জেলার রাজ্য কমিটির বর্তমান মেম্বার রা অতি অবশ্যই উপস্থিত থাকবেন। এছাড়া সকল জেলার সভাপতি ও সম্পাদক কে উপস্থিত থাকতে অনুরোধ করছি।

Ø  প্রতিনিধি পিছু 60 টাকা করে লাগবে খাওয়া ও আনুষঙ্গিক খরচ এর জন্য।
Ø  মিটিং এর আলোচ্য বিষয়
1.    বর্তমান সিচুযেশন এ ভিআরপি দের পরবর্তী কর্মসূচি তৈরী.
2.    রাজ্য কমিটি র পুনর্গঠন ও ঘোষণা।
3.    আয় ব্যয় এর হিসাব
4.    সাংগঠনিক বিষয়
5.    সোশ্যাল অডিট ও ভিবিডি কাজ নিয়ে প্রতিটি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা
6.    6.বিবিধ।
v  ঠিকানা : --
Ø  বহরমপুর বাসস্ট্যান্ড থেকে হরিহর পাড়া যাওয়ার বাস অথবা ট্রেকার এ চেপে হরি হর পাড়া তে নেমে
               রোটারি ক্লাব বিল্ডিং (মন্ডল নার্সিংহোমে র পাশে।
v  হেল্প লাইন :--
               মুর্শিদাবাদ জেলা ও রাজ্য নেতৃত্ব,
               তারকনাথ কর্মকার : 9332870XXX.
               কামাল উদ্দিন সাহেব: 8967080XXX.
                                                                                                                                            
                                                                                                                          ধন্যবাদ সহ,
                                                                                                                      VRP রাজ্য কমিটি
                                                                                                          সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন
                                                                                                                   প্রকাশনায়  অমিত সরকার        

এবার চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক যেখানে সমস্ত দ্বিধা মুলক এবং সমস্যা মূলক প্রশ্ন গুলোর উত্তর আমরা সুজাউদ্দিন আহমেদ এর কাছ থেকে পেয়েছি ।

এই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন

                                            https://youtu.be/chB6pGSV_Qk


Post a comment

0 Comments