Header Ads Widget

সততার বিনিময় প্রাণ হারাতে হলো এক সৎ ও নিষ্ঠার গ্রাম সম্পদ কর্মী কে

সততার বিনিময়ে প্রাণ হারাতে হলো এক সৎ ও নিষ্ঠ গ্রাম সম্পদ কর্মীকেপ্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভের কাজ করার সময় দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করেন। অসৎ পথ অবলম্বন করতে তিনি চাননি তাই তার ওপর এই আক্রমণ বলে জানা যায়। দুষ্কৃতীদের আক্রমণে তার শারীরিক অবস্থা এতই করুণ হয়েছিল যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।এই সৎ গ্রাম সম্পদ করবে আর্থিক অবস্থা এতটা ভাল ছিলনা যে খুব ভালো হাসপাতালে তাকে ভর্তি করা যাবে। আজ 17 ই নভেম্বর সকাল সাড়ে নটা নাগাদ মারা যায় এই গ্রাম সম্পদ কর্মী।

গ্রাম সম্পদ কর্মী দের মধ্যে এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা সরকারের কাছে দাবি রাখছে যেন এর যোগ্য শাস্তি দেওয়া হয় দুষ্কৃতীদের। আতাউল একজন সৎ এবং সাহসী গ্রাম সম্পদ কর্মী ছিলেন এমনটাই জানিয়েছেন বিভিন্ন গ্রাম সম্পদ কর্মী না। তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা গ্রাম সম্পদ কর্মী রা প্রস্তুত।17 ই নভেম্বর দিনটিকে গ্রাম সম্পদ কর্মী রা কালা দিবস' হিসেবে পালন করবে বলে ভাবছে আবার কেউ কেউ বলছেন এটি কে তারা শহীদ দিবস হিসেবে পালন করবেন।আতাউল এর এই সাহস ও সত্যের জন্য প্রাণ বিসর্জন একটা উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায় যা তাকে সমস্ত গ্রাম সম্পদ কর্মী দের মনে স্বর্নাক্ষরে বাঁচিয়ে রাখবে।