নদীয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের চলছে সামাজিক নিরীক্ষা ট্রেডিং
করিমপুর ১ নন্বর ব্লকের সোশ্যাল অডিটের কাজ এর ট্রেনিং চলছে। জেলা অধিকর্তা রা এই প্রশিক্ষণ দিতে আসেন ব্লকে। ব্লকের পপ্রায় ৭০ জন গ্রাম সম্পদ কর্মীকে ট্রেনিং দেওয়া হয় ঐদিন।
আলোচ্য বিষয় :
- প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনা: PMAY এর ব্যাপারে বিস্তারিত বোঝানো হয় এই ট্রেনিং এ। বলা হয় কিভাবে পূরণ করতে হবে SA ফর্ম গুলো। কিধরনের রাস্তার ম্যান নিম্ন বলে ভাবা হবে আর কি ধরণের রাস্তার ম্যান সঠিক বলে ভাবা হবে। জনগণ কে কি কি প্রশ্ন করতে হবে। কোন কোন তথ্য এর চিত্র ও ভিডিও রাখতে হবে .
আগের বছর ১৫ দিন কাজ হতো কিন্তু বছর ১৫+আরও ৫দিন রেশনের দোকানের সার্ভে।
- এবছর পারিশ্রমিক পাওয়া যাবে ( ৪৮০*২০ ) = ৯৬০০ টাকা।
- মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প : এই প্রকল্প টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৪-ক ফর্ম পূরণের নিয়ন থেকে শুরু করে কাজের পরিমান , পারিশ্রমিক ও জব কার্ড সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় এই ট্রেনিং এ।
Read Also :-
Labels :
#VRP NEWS ,
Getting Info...